বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়াকে সবাই চেনেন তাঁর গ্ল্যামারাস লুকের জন্য। সাজপোশাকে অভিনেত্রী বেশ ট্রেন্ডি। তাই তাঁর ফ্যাশনিস্তা ভক্তরা অধীর অপেক্ষায় থাকেন কখন তিনি নতুন লুকের ছবি প্রকাশ করবেন। সম্প্রতি অভিনেত্রী তাঁর একটি লুকের বেশ কিছু ছবি শেয়ার করেছেন ফেসবুক ও ইনস্টাগ্রামে।
বাংলাদেশের বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড মেহেরের পোশাকে ফ্রেমবন্দী হয়েছেন তিনি। খুব সুন্দর গোলাপি আনারকলি পরেছেন তিনি। সিম্পলের মধ্যে গর্জিয়াস বললেও ভুল হবে না। ফ্লোর–ছোঁয়া এই আউটফিটে বিশেষ আকর্ষণ কেড়েছে ওপরের অংশের জমিনে থাকা সোনালি সুতার ফ্লোরাল মোটিফের নিখুঁত কাজ আর কোমরের সোনালি বেল্ট।
জামার হাতার বর্ডার লাইনেও একই সুতার ফ্লোরাল কাজ ফুটে উঠেছে। আনারকলির সঙ্গে গায়ে জড়িয়ে রেখেছেন যে ওড়না, সেটাও একই রঙের। ঢেউখেলানো বর্ডারে একই ডিজাইন যেন আউটফিটের সৌন্দর্য বাড়িয়েছে দিগুণ।
সুন্দর এই পোশাকের সঙ্গে অভিনেত্রী সাজে প্রাধান্য দিয়েছেন সফট গ্ল্যাম মেকআপকে। সাজে চোখে আরাম দেওয়া গোলাপির আধিপত্য রয়েছে। তিনি সেজেছেন গালা মেকওভার স্টুডিও অ্যান্ড সেলুন থেকে।
সাজে বিশেষ নজর কেড়েছে অভিনেত্রীর বেবি পিঙ্ক গ্লসি ঠোঁট। গালে ফুটে উঠেছে পিঙ্ক ব্লাশঅন। সুসজ্জিত করে আঁকা ভ্রুযুগল আর লেন্স পরা চোখে দিয়েছেন ন্যুড গোল্ড আইশ্যাডো ও মাশকারা। অভিনেত্রী এ সাজপোশাকের সঙ্গে কোনো বাড়তি জুয়েলারি পরেননি। শুধু কানে বেছে নিয়েছেন সোনালি স্টেটমেন্ট দুল। আর সবশেষে চুলে করেছেন স্লিক বান। সব মিলিয়ে অভিনেত্রীকে বেশ সুন্দর ও গ্ল্যামারাস লাগছে।