সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো ঘুরে বেড়াচ্ছে বিদ্যা সিনহা মিমের শ্রীলঙ্কা ভ্রমণের নানা ছবি। অবকাশযাপনে একটু নিজের জন্য সময় বের করে নিয়েছিলেন অভিনেত্রী—শ্রীলঙ্কাই হয়েছে তাঁর এবারের গন্তব্য। বর্তমানে শ্রীলঙ্কা ভ্রমণপিপাসুদের জন্য অন্যতম প্রিয় গন্তব্য। নীল জলরাশি, সবুজ পাহাড়, ঐতিহাসিক নিদর্শন, ট্রেন রাইড আর সমুদ্রের আবহ তাই অভিনেত্রীকেও টেনেছে প্রবলভাবে। কিন্তু শুধু ঘোরাই নয়, সেখানে কী পরবেন—এ প্রশ্নটাই সবচেয়ে আগে আসে অনেক ফ্যাশন-সচেতন পর্যটকের মনে। এ প্রশ্নের উত্তর দিয়েছেন মিম। তিনি প্রতিটি দিন ধরা দিয়েছেন আলাদা আলাদা লুকে। ঘুরতে গেলে স্টাইলের সঙ্গে আরামের ভারসাম্য কীভাবে বজায় রাখতে হয়, সেটাও বোঝা যাবে অভিনেত্রীর লুকগুলো দেখলে। অভিনেত্রীর ভ্রমণ লুক অনুপ্রেরণা হতে পারে আপনারাও