মিমের শ্রীলঙ্কা ডায়েরি: ভ্রমণেও ফ্যাশনের ছোঁয়া
শেয়ার করুন
ফলো করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো ঘুরে বেড়াচ্ছে বিদ্যা সিনহা মিমের শ্রীলঙ্কা ভ্রমণের নানা ছবি। অবকাশযাপনে একটু নিজের জন্য সময় বের করে নিয়েছিলেন অভিনেত্রী—শ্রীলঙ্কাই হয়েছে তাঁর এবারের গন্তব্য। বর্তমানে শ্রীলঙ্কা ভ্রমণপিপাসুদের জন্য অন্যতম প্রিয় গন্তব্য। নীল জলরাশি, সবুজ পাহাড়, ঐতিহাসিক নিদর্শন, ট্রেন রাইড আর সমুদ্রের আবহ তাই অভিনেত্রীকেও টেনেছে প্রবলভাবে। কিন্তু শুধু ঘোরাই নয়, সেখানে কী পরবেন—এ প্রশ্নটাই সবচেয়ে আগে আসে অনেক ফ্যাশন-সচেতন পর্যটকের মনে। এ প্রশ্নের উত্তর দিয়েছেন মিম। তিনি প্রতিটি দিন ধরা দিয়েছেন আলাদা আলাদা লুকে। ঘুরতে গেলে স্টাইলের সঙ্গে আরামের ভারসাম্য কীভাবে বজায় রাখতে হয়, সেটাও বোঝা যাবে অভিনেত্রীর লুকগুলো দেখলে। অভিনেত্রীর ভ্রমণ লুক অনুপ্রেরণা হতে পারে আপনারাও

১/৮
সমুদ্রপাড়ে পরতে মিম বেছে নিয়েছেন লেমন-ইয়ালো হল্টারনেক ড্রেস
সমুদ্রপাড়ে পরতে মিম বেছে নিয়েছেন লেমন-ইয়ালো হল্টারনেক ড্রেস
বিজ্ঞাপন
২/৮
শ্রীলঙ্কার অন্যতম আকর্ষণ এই ট্রেন রাইড। প্রাকৃতিক সৌন্দর্যের ভেতর দিয়ে ট্রেন চলে যায় আপন মনে, সঙ্গে এমন পোজ দিলে ছবি হবে ষোলো আনা। এই লুকে মিম পরেছেন সাদা টপ, হাই ওয়েস্ট কালো স্কার্ট আর সাদা রানিং শু
শ্রীলঙ্কার অন্যতম আকর্ষণ এই ট্রেন রাইড। প্রাকৃতিক সৌন্দর্যের ভেতর দিয়ে ট্রেন চলে যায় আপন মনে, সঙ্গে এমন পোজ দিলে ছবি হবে ষোলো আনা। এই লুকে মিম পরেছেন সাদা টপ, হাই ওয়েস্ট কালো স্কার্ট আর সাদা রানিং শু
বিজ্ঞাপন
৩/৮
শ্রীলঙ্কার নুওয়ারা এলিয়ার চা–বাগানে ফ্রেমবন্দী হয়েছেন তিনি। এই লুকে ধরা পড়েছে কিছুটা পাহাড়ি আমেজ। ফ্লোরাল ব্যান্ডেনার সঙ্গে মিলিয়ে তিনি বেছে নিয়েছেন ফ্লোরাল বটম
শ্রীলঙ্কার নুওয়ারা এলিয়ার চা–বাগানে ফ্রেমবন্দী হয়েছেন তিনি। এই লুকে ধরা পড়েছে কিছুটা পাহাড়ি আমেজ। ফ্লোরাল ব্যান্ডেনার সঙ্গে মিলিয়ে তিনি বেছে নিয়েছেন ফ্লোরাল বটম
৪/৮
ইনফিনিটে পুলে চকোলেট রঙের মনোকিনিতে আবেদন কাড়ছেন অভিনেত্রী
ইনফিনিটে পুলে চকোলেট রঙের মনোকিনিতে আবেদন কাড়ছেন অভিনেত্রী
৫/৮
সাইড স্লিট এই মনোকিনির সঙ্গে মাথায় হ্যাট পড়ে নিজেকেই ক্যামেরাবন্দী করেছেন মিম
সাইড স্লিট এই মনোকিনির সঙ্গে মাথায় হ্যাট পড়ে নিজেকেই ক্যামেরাবন্দী করেছেন মিম
৬/৮
সুইটহার্ট নেকের খুব সুন্দর একটা গোলাপি প্রিন্টের মিডি ড্রেস পরেছেন মিম। সঙ্গী হয়েছে গোল্ডের মিনিমাল জুয়েলারি
সুইটহার্ট নেকের খুব সুন্দর একটা গোলাপি প্রিন্টের মিডি ড্রেস পরেছেন মিম। সঙ্গী হয়েছে গোল্ডের মিনিমাল জুয়েলারি
৭/৮
ফ্লোরাল নকশার কালো মিডি ড্রেসে চা–বাগানের সৌন্দর্য উপভোগ করেছেন অভিনেত্রী
ফ্লোরাল নকশার কালো মিডি ড্রেসে চা–বাগানের সৌন্দর্য উপভোগ করেছেন অভিনেত্রী
৮/৮
শ্রীলঙ্কার এই কমলা-হলুদ রঙের ডাব না খেলেই মিস! এখানে ক্যাজুয়াল লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। চোখে আরাম দেওয়া আর্দি টোনের শার্ট আর প্যান্ট পরেছেন। পায়ে শোভা পাচ্ছে স্ট্র্যাপি স্লিপার
শ্রীলঙ্কার এই কমলা-হলুদ রঙের ডাব না খেলেই মিস! এখানে ক্যাজুয়াল লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। চোখে আরাম দেওয়া আর্দি টোনের শার্ট আর প্যান্ট পরেছেন। পায়ে শোভা পাচ্ছে স্ট্র্যাপি স্লিপার
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৩: ০৯
বিজ্ঞাপন