রক্তের রং লাল; বিপ্লবেরও। আবার ভালোবাসার প্রতীক এই লাল রং। কখনো তা অদম্য তারুণ্যের শক্তিকে প্রকাশ করে, কখনো অমোঘ আকর্ষণ। লাল দিয়ে বিপজ্জনক যেকোনো কিছুকে বোঝানো হয়। আবার লালই বলে, এখন থামতে হবে৷ লাল রঙের মাঝে কী যেন আছে! লাল সাজপোশাকও এই অনুভূতিগুলোরই প্রকাশ মাত্র।