গ্ল্যামারাস শাড়ির লুকে পূজা
শেয়ার করুন
ফলো করুন
১/৭
সিকুইনের পার বসানো নুড রঙের এই শাড়ি নিকাহ বাই কিবরিয়া রাতুল ব্র্যান্ডের
সিকুইনের পার বসানো নুড রঙের এই শাড়ি নিকাহ বাই কিবরিয়া রাতুল ব্র্যান্ডের
বিজ্ঞাপন
২/৭
মনোক্রম্যাটিক একটা আমেজ ফুটে উঠেছে তাঁর সাজপোশাকে
মনোক্রম্যাটিক একটা আমেজ ফুটে উঠেছে তাঁর সাজপোশাকে
বিজ্ঞাপন
৩/৭
মিনিমাল শাড়ির সঙ্গে একই রঙের সুইটহার্ট নেকের ফুলস্লিভ ব্লাউজ পরেছেন পূজা। ব্লাউজে মুক্তা আর সিকুইনের নিখুঁত কারুকাজ। আকর্ষণ কাড়ছে ব্যাকলেস ডিজাইন
মিনিমাল শাড়ির সঙ্গে একই রঙের সুইটহার্ট নেকের ফুলস্লিভ ব্লাউজ পরেছেন পূজা। ব্লাউজে মুক্তা আর সিকুইনের নিখুঁত কারুকাজ। আকর্ষণ কাড়ছে ব্যাকলেস ডিজাইন
৪/৭
পূজা মানেই আবেদনময় সৌন্দর্য। তাঁর এই গ্ল্যাম মেকআপের দায়িত্বে ছিল সুপরিচিত রূপসদন সিগনেচার লুক বাই সামিয়া।
পূজা মানেই আবেদনময় সৌন্দর্য। তাঁর এই গ্ল্যাম মেকআপের দায়িত্বে ছিল সুপরিচিত রূপসদন সিগনেচার লুক বাই সামিয়া।
৫/৭
তাঁর মেকআপে গোল্ডেন আইশ্যাডো দেওয়া স্মোকি আই লুক বেশি নজর কাড়ছে। ঠোঁট সাজিয়েছেন গ্লসি নুড লিপকালারে। আর কপালে পরেছেন ছোট্ট পাথরের টিপ
তাঁর মেকআপে গোল্ডেন আইশ্যাডো দেওয়া স্মোকি আই লুক বেশি নজর কাড়ছে। ঠোঁট সাজিয়েছেন গ্লসি নুড লিপকালারে। আর কপালে পরেছেন ছোট্ট পাথরের টিপ
৬/৭
হাতে শোভা পাচ্ছে গোল্ডেন বালা আর কানে জমকালো স্টেটমেন্ট দুল
হাতে শোভা পাচ্ছে গোল্ডেন বালা আর কানে জমকালো স্টেটমেন্ট দুল
৭/৭
পূজা তাঁর এই ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি এখানে এভারেজ হতে আসিনি, আমি এখানে সেরা হতে এসেছি।’
পূজা তাঁর এই ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি এখানে এভারেজ হতে আসিনি, আমি এখানে সেরা হতে এসেছি।’
প্রকাশ: ২২ মে ২০২৫, ০১: ৪৬
বিজ্ঞাপন