চ্যাটজিপিটি মার্ক জাকারবার্গকে স্টাইল নিয়ে যে পরামর্শ দিল
শেয়ার করুন
ফলো করুন

কয়েক মাস ধরে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের স্টাইল নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এই বছরের শুরু থেকে বিভিন্ন সময়ে তাঁকে তাঁর চিরাচরিত ইউনিফর্ম ধূসর টিশার্ট ও জিন্সের বাইরে অন্যান্য পোশাকে ক্যামেরাবন্দী হতে দেখা গেছে। এই যখন অবস্থা, তখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি মার্ক জাকারবার্গের স্টাইল কেমন হওয়া উচিত এই নিয়ে কিছু বিশেষ টিপস দিয়েছে।

বিজ্ঞাপন

ধূসর টিশার্ট, ডার্ক ওয়াশ জিন্স, কখনো কখনো হুডি। এই হলো টেক জায়ান্ট মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সিগনেচার আউটফিট। কোন অনুষ্ঠান হোক বা বড় মিটিং-এই পোশাকের বাইরে তাঁকে তেমন একটা দেখা যেত না। আপনার তো টাকাপয়সার অভাব নেই। তাও কেন রোজ একই জামা পরেন? এমন প্রশ্নের সম্মুখীন মার্ক জাকারবার্গকে অনেক বার হতে হয়েছে। অবশ্য তিনি কখনোই প্রশ্নটিকে এড়িয়ে যাননি। বরং যে-ই জিজ্ঞেস করেছে তাঁকে সুন্দর করে ব্যাখ্যাসহ জবাব দিয়েছেন। তিনি পোশাকপরিচ্ছদ নিয়ে ভাবনাচিন্তার সময় পান না। এই পুরো বিষয়টিকে তিনি তুচ্ছ মনে করেন। আসলে মার্ক জাকারবার্গ এই সময়টা মানুষের সেবাতেই কাটাতে চান। কিন্তু হঠাৎ করে কি যেন হয়েছে তাঁর! এই বছরের শুরু থেকে বিভিন্ন সময়ে তাঁকে তাঁর ট্রেডমার্ক লুকের বাইরেও অন্য সব অবাক করা পোশাকে দেখা যাচ্ছে।

এই বছরের শুরু থেকে বিভিন্ন সময়ে তাঁকে তাঁর ট্রেডমার্ক লুকের বাইরেও অন্য সব অবাক করা পোশাকে দেখা যাচ্ছে
এই বছরের শুরু থেকে বিভিন্ন সময়ে তাঁকে তাঁর ট্রেডমার্ক লুকের বাইরেও অন্য সব অবাক করা পোশাকে দেখা যাচ্ছে
ঞ্জাকারবার্গের ইন্সটাগ্রাম
 অনন্ত আম্বানির বিয়েতে তাঁকে বেশ কিছু বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডের জাঁকজমকপূর্ণ পোশাকে দেখা গেছে
অনন্ত আম্বানির বিয়েতে তাঁকে বেশ কিছু বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডের জাঁকজমকপূর্ণ পোশাকে দেখা গেছে
জাকারবার্গের ফ্যান অ্যাকাউন্ট

ফেব্রুয়ারিতে মার্ক জাকারবার্গ ক্যামেরাবন্দী হলেন ক্ল্যাসিক শিয়ারলিং জ্যাকেটে। মার্চে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতে তাঁকে বেশ কিছু বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডের জাঁকজমকপূর্ণ পোশাকে দেখা গেছে। এর রেশ কাটতে না কাটতে মে মাসে নিজের জন্মদিনে দেখা দিলেন জেন জি হটবয় লুকে। ধূসর টিশার্টের বদলে পরেছিলেন কালো স্লোগান টিশার্ট। গলায় আবার সোনালি চেনও ঝুলিয়েছিলেন। কিছুদিন আগে গ্রীষ্মের ছুটি কাটাতে গিয়েছিলেন স্প্যানিশ দ্বীপ ইবিজাতে। সেখানেও পাপারাজ্জিদের ক্যামেরাতে ধরা দিলেন ব্যালেন্সিয়াগার দামি টিশার্টে। এই যখন অবস্থা, তখন মার্কিন অনলাইনভিত্তিক বহুজাতিক আর্থিক ও ব্যবসায়িক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার-এর একদল উৎসুক সাংবাদিক কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটিকে মার্ক জাকারবার্গের স্টাইল বিশ্লেষণ করতে বলেছিল। এই চ্যাট বট স্টাইল বিশ্লেষণ করেই ক্ষান্ত দেয়নি। সঙ্গে মার্ক জাকারবার্গকে কিছু ফ্যাশন টিপসও দিয়েছে।

বিজ্ঞাপন

চ্যাট জিপিটির মতে, মার্ক জাকারবার্গের স্টাইল অত্যন্ত মিনিমাল। তবে একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে তাঁর উচিত পোশাকপরিচ্ছদের ব্যাপারে আরেকটু সিরিয়াস হওয়া। চ্যাট জিপিটি স্মার্ট ও ক্যাজুয়াল পোশাক ও অনুষঙ্গ যেমন, বাটন ডাউন শার্ট, পোলো শার্ট, জ্যাকেট বা ব্লেজার, জিন্সের বদলে চিনো, ঘড়ি বা সিম্পল ব্রেসলেট পরার পরামর্শ দিয়েছেন। রং নিয়েও নিরীক্ষা করতে বলেছে। ধূসরের বদলে গাঢ় নীল, নেভি ব্লু, সবুজের মতো রঙের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছে।

সাদা নিটওয়্যারে জাকারবার্গ
সাদা নিটওয়্যারে জাকারবার্গ
জাকারবার্গের ইন্সটাগ্রাম
মার্ক জাকারবার্গ ও তাঁর স্টাইলিস্টকে এজন্য আমাদের প্রশংসা করা উচিত
মার্ক জাকারবার্গ ও তাঁর স্টাইলিস্টকে এজন্য আমাদের প্রশংসা করা উচিত
নিউজ এইটিন এর এক্স অ্যাকাউন্ট

অবশ্য চ্যাট জিপিটির এই মতামতের সঙ্গে একদমই একমত নন ফ্যাশন পরামর্শক রেজিনাল্ড ফারগুসন। বিজনেস ইনসাইডার টিমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, মার্ক জাকারবার্গের নিজস্ব স্টাইল ঠিকঠাকই আছে। ফারগুসনের মতে, এই সময়ের প্রযুক্তি শিল্পের একজন প্রধান নির্বাহী হিসেবে তাঁর পোশাকপরিচ্ছদের তেমন কোন পরিবর্তনের দরকার নেই। তবে একটা ব্যাপারে এই ফ্যাশন পরামর্শক চ্যাট জিপিটির সঙ্গে একই মত পোষণ করেছেন। আর তা হলো, অন্তত ফরমাল ইভেন্টগুলোতে মার্ক জাকারবার্গের নিজের ইউনিফর্ম থেকে বেরিয়ে আসা উচিত। অবশ্য এই টেক জায়ান্ট ইতিমধ্যেই সেটি করা শুরু করেছেন। ফারগুসন আরও বলেন, উনি হয়তো খুব বেশি স্টাইলিশ নন। কিন্তু তিনি চেষ্টা করছেন। মার্ক জাকারবার্গ ও তাঁর স্টাইলিস্টকে এজন্য আমাদের প্রশংসা করা উচিত

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ১৭: ০৮
বিজ্ঞাপন