খুশি কাপুর একজন খাঁটি জেন-জি ফ্যাশনিস্তা। প্রিয় ডিজাইনারের ফ্ল্যাগশিপ স্টোর ওপেনিংয়ের দিন তিনি এসেছিলেন পার্লকোর থিমে।
মাইক্রোফ্যাশনের অন্তর্ভুক্ত এই পার্লকোর ট্রেন্ড আর কিছুই নয়; মুক্তাসজ্জিত সাজপোশাক। মুক্তার অনুষঙ্গ থেকে শুরু করে মুক্তাখচিত পোশাকই মূলত পার্লকোর। খুশির পুরো সাজেই ছিল মুক্তার আধিপত্য। মনীশ মালহোত্রার ডিজাইনের মুক্তাখচিত মিনি ড্রেস পরেছিলেন এদিন তিনি। ড্রেসের হল্টারনেকলাইন আর ব্যাকলেস স্টাইল খুশির লুকে উষ্ণতা বাড়িয়েছে।
অভিনেত্রী সঙ্গে নিয়েছেন মুক্তাসজ্জিত মাইক্রোমিনি ব্যাগ। তাঁর হাই হিলেও শোভা বাড়িয়েছে মুক্তা। তবে তিনি গয়না হিসেবে বেছে নিয়েছেন ডায়মন্ডের স্টাড আর গোল্ডের ব্রেসলেট ও আংটি।
তাঁর লুক পরিপূর্ণ করেছে গ্ল্যামারাস মেকআপ। মাসকারা দেওয়া চোখ, লাইট ব্রাউন গ্লসি ঠোঁট আর ব্লাশঅনে সেজেছেন খুশি। শেষে নিট বান হেয়ারস্টাইলে ফ্রেমবন্দী হয়েছেন শ্রীদেবীকন্যা।
বলিউডের নবাগত অভিনেত্রীদের মধ্যে শানায়া কাপুর যেন একটু বেশিই নজর কাড়ছেন সাম্প্রতিক সময়ে। বিভিন্ন চোখধাঁধানো পোশাকে তাঁকে দেখা যাচ্ছে ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি আর বি-টাউনের নানা অনুষ্ঠানে।
স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসেছিলেন মনীশ মালহোত্রার কাস্টম-মেইড সাদা শাড়িতে। তবে এই সাদা শাড়িকে ডিজাইনার উপস্থাপন করেছেন ভিন্ন আমেজে।
স্ট্রাকচারড ড্রেপ করা সাদা জর্জেট শাড়ি পরেছেন শানায়া। তাঁর সাজে আবেদন যোগ করেছে স্ট্র্যাপলেস কোরসেট টিউব টপ। ধ্রুপদী আর সমসাময়িক স্টাইলের মেলবন্ধনে অভিনেত্রীকে বেশ সুন্দর লাগছিল এদিন।
সাজপোশাকের সঙ্গে কাজল, মাসকারা, লিপগ্লস আর শিমারি ব্লাশঅনের মিনিমাল সাজ বেছে নিয়েছেন শানায়া। ছেড়ে রেখেছেন ঢেউখেলানো চুল। আর পরেছেন মনীশ মালহোত্রার হাই জুয়েলারি থেকে ডায়মন্ডের দুল।
তবে এই সাজপোশাকের সঙ্গে অভিনেত্রীর নেওয়া সবুজ স্টাইলিশ মিনিব্যাগটিও নজর কেড়েছে সবার।
ছবি: ইন্সটাগ্রাম