আকর্ষণীয় ভিনটেজ লুকে দুই বলিউড ডিভা
শেয়ার করুন
ফলো করুন

পুরোনো হলিউড গ্ল্যাম লুকে আলিয়া

ইতালির বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড গুচির গ্লোবাল অ্যাম্বাসেডর বলিউড ডিভা আলিয়া ভাট। কানে গুচির পোশাকেই তিনি সবার নজর কেড়েছেন এবার। উজ্জ্বল হলুদ রঙের পোশাকে আলিয়া যেন দ্যুতি ছড়িয়েছেন।

তাঁর এই সাজে ফুটে উঠেছে ক্ল্যাসিক ভিনটেজ আমেজ। সূর্যমুখী হলুদ রঙের কোরসেট টপের ওপর লেয়ার করে ক্রপড ব্লেজার পরেছেন আলিয়া। আর বটমে পরেছেন পেনসিল স্কার্ট।

স্টাইলে আলাদা মাত্রা যোগ করেছে মাথায় পরা ফ্লোরাল গুচি স্কার্ফ। রেড লিপ লুক বেছে নিয়েছেন তিনি এই আউটফিটের সঙ্গে। গালে দিয়েছেন ব্লাশ অন আর উজ্জ্বল হাইলাইটার।

পুরোনো হলিউড গ্ল্যাম ফুটে উঠেছে যেন তাঁর সাজে। অভিনেত্রীর চোখে শোভা পাচ্ছে গুচির ক্যাট আই সানগ্লাস আর পায়ে গুচির হিল। সবশেষে অনুষঙ্গ হিসেবে সঙ্গে নিয়েছেন আইভরি লেদারের আইকনিক ‘গুচি ব্যাম্বু ১৯৪৭ হ্যান্ডব্যাগ’। পুরোনো হলিউড গ্ল্যাম লুকে ‘গুচি গার্ল আলিয়া’ এখন ফ্যাশনিস্তাদের আলোচনার কেন্দ্রবিন্দু।

বিজ্ঞাপন

ভিনটেজ আমেজে জাহ্নবী

কানে একের পর এক গ্ল্যামারাস লুকে নজর কেড়েছেন এবার জাহ্নবী। তবে আলাদাভাবে ফ্যাশনিস্তা ভক্তরা প্রিয় জেন–জি তারকার অল ব্ল্যাক ভিনটেজ লুকটি বেশি পছন্দ করেছেন। ৯০ দশকের হলিউড গ্ল্যাম প্রকাশ পেয়েছে অভিনেত্রীর পুরো সাজে।

জাহ্নবীর চাচাতো বোন রিয়া কাপুর এই লুকের স্টাইলিস্ট। তিনি চেয়েছেন ফরাসি ফ্যাশন ব্র্যান্ড ইভ সাঁ লরাঁকে শ্রদ্ধাঞ্জলি জানাতে। তাই ইভ সাঁ লরাঁ থেকে ভিনটেজ-অনুপ্রাণিত আর্কাইভাল জ্যাকেট আর হ্যাট পরিয়েছেন জাহ্নবীকে। স্ট্রাকচার্ড সিলুয়েট আর বড় আকারের স্টেটমেন্ট হ্যাট আশির দশকের শেষের দিকের ফ্যাশনে আলাদা মাত্রা যোগ করেছিল।

অভিনেত্রীর পরা এই সসার শেপের স্ট্রাকচারাল ডিজাইনের হ্যাটটি ১৯৮৭ সালের আর ভেলভেট জ্যাকেটটি ১৯৮৯ সালের।

টপের সঙ্গে বটমের ভারসাম্য বজায় রেখে ভারতীয় ডিজাইনার অনামিকা খান্নার তৈরি একটি সিল্ক শিফন স্কার্ট পরেছে জাহ্নবী এই লুকে। নজড় কাড়ছে কালো কাপড়ের নাটকীয় এক্সটেনশন।

অভিনেত্রীর কানে শোভা পাচ্ছে মিনিমাল ডিজাইনের হীরার দুল যা সুইস ব্র্যান্ড ‘চোপার্ড’-এর। তাঁর সফট ফিনিশ মেকআপের অন্যতম আকর্ষণ কাজল-আইলাইনার আর মাশকারা দেওয়া চোখের সাজ। ঠোঁটে ন্যুড পিংক লিপস্টিক আর ব্লাশ অন দেওয়া তাঁর গালে। সব মিলিয়ে ভিনটেজ আমেজে জাহ্নবী তাক লাগিয়ে দিয়েছেন এবার লালগালিচায়।

ছবি: দুই তারকার ইন্সটাগ্রামের সৌজন্যে

বিজ্ঞাপন
প্রকাশ: ২৮ মে ২০২৫, ০২: ৪৫
বিজ্ঞাপন