জয়া আহসানের ট্র্যাডিশনাল লুকে একই সঙ্গে আভিজাত্য আর আবেদনের ছোঁয়া
শেয়ার করুন
ফলো করুন

সফট কালার প্যালেটের ট্রাডিশনাল পোশাকে আছে আলাদা আভিজাত্য। আর সেই আমেজ মেলে ঐতিহ্যবাহী সোনার গয়নাতেও। এই দুটিই খুব প্রিয় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। তাঁর নতুন লুক মানেই একরাশ মুগ্ধতা। এবার ট্র্যাডিশনাল লেহেঙ্গা ও গয়নার লুকে একই সঙ্গে আভিজাত্য ও আবেদন ছড়ালেন এই অভিনেত্রী।

১/৫
ওফ হোয়াইট সিল্ক লেহেঙ্গা আর ট্র্যাডিশনাল গয়নায় সেজেছেন জয়া আহসান
ওফ হোয়াইট সিল্ক লেহেঙ্গা আর ট্র্যাডিশনাল গয়নায় সেজেছেন জয়া আহসান
বিজ্ঞাপন
২/৫
ডিপনেক চোলিতে হালকা সোনালি বুননের নকশা। পুরো স্কার্টে আর ওড়নার বর্ডারেও একই রং
ডিপনেক চোলিতে হালকা সোনালি বুননের নকশা। পুরো স্কার্টে আর ওড়নার বর্ডারেও একই রং
বিজ্ঞাপন
৩/৫
চুলের সাজে সাদা গোলাপ ব্যবহার করা হয়েছে। সেমি ম্যাট মেকওভারে সফট গ্ল্যাম টাচ। নজর কাড়ছে ছোট টিপ
চুলের সাজে সাদা গোলাপ ব্যবহার করা হয়েছে। সেমি ম্যাট মেকওভারে সফট গ্ল্যাম টাচ। নজর কাড়ছে ছোট টিপ
৪/৫
আমিন জুয়েলার্সের ঐতিহ্যবাহী ডিজাইনের নেকলেস, ঝুমকা আর চূড় পরেছেন জয়া
আমিন জুয়েলার্সের ঐতিহ্যবাহী ডিজাইনের নেকলেস, ঝুমকা আর চূড় পরেছেন জয়া
৫/৫
সাজ, গয়না আর পোশাক মিলিয়ে জয়া আহসানের এই লুকে আবেদন আর আভিজাত্য কোনোটিরই কমতি নেই
সাজ, গয়না আর পোশাক মিলিয়ে জয়া আহসানের এই লুকে আবেদন আর আভিজাত্য কোনোটিরই কমতি নেই

ছবি: জয়া আহসানের ফেসবুক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০২: ১৯
বিজ্ঞাপন