সফট কালার প্যালেটের ট্রাডিশনাল পোশাকে আছে আলাদা আভিজাত্য। আর সেই আমেজ মেলে ঐতিহ্যবাহী সোনার গয়নাতেও। এই দুটিই খুব প্রিয় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। তাঁর নতুন লুক মানেই একরাশ মুগ্ধতা। এবার ট্র্যাডিশনাল লেহেঙ্গা ও গয়নার লুকে একই সঙ্গে আভিজাত্য ও আবেদন ছড়ালেন এই অভিনেত্রী।
ছবি: জয়া আহসানের ফেসবুক