হঠাৎ জনপ্রিয় কে এই বরবাদ-এর জিল্লু
শেয়ার করুন
ফলো করুন

নবীন অভিনেতা স্যাম ভট্টাচার্য। ভারতীয় বাংলা সিনেমা আর টেলিভিশনে কয়েক বছর ধরেই তাঁর সাবলীল উপস্থিতি নজর কারছে দর্শকদের। কলকাতার বাসিন্দা স্যামকে সাম্প্রতিক সময়ের সাড়া জাগানো সিনেমা বরবাদ এ দেখা যাচ্ছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সহচর রূপে। জিল্লু নাম সেই চরিত্রের। শাকিব খানের মুখে জিল্লু ডাক আর তাঁকে উদ্দেশ্য করা বলা ডায়লগ এখন ভাইরাল। স্টাইলিশ স্যামের নানা লুক কিন্তু বেশ নজরকাড়া। ইন্সটাগ্রাম ঘুরে চলুন জিল্লুর বিভিন্ন লুক দেখে আসি।

১/১১
সুদর্শন এই অভিনেতাকে বিভিন্ন সিরিয়ালে দেখা গিয়েছে নায়ক হিসাবে
সুদর্শন এই অভিনেতাকে বিভিন্ন সিরিয়ালে দেখা গিয়েছে নায়ক হিসাবে
বিজ্ঞাপন
২/১১
শাকিব খানের বরবাদ সিনেমায় এমন লুকে দেখা যাচ্ছে স্যামকে জিল্লুর চরিত্রে
শাকিব খানের বরবাদ সিনেমায় এমন লুকে দেখা যাচ্ছে স্যামকে জিল্লুর চরিত্রে
বিজ্ঞাপন
৩/১১
রাফ অ্যান্ড টাফ ভঙ্গিমায় দেখা যাচ্ছে বুক খোলা স্ট্রাইপ শার্ত, ক্যাজুয়াল প্যান্ট আর স্নিকার্স পরা স্যমকে
রাফ অ্যান্ড টাফ ভঙ্গিমায় দেখা যাচ্ছে বুক খোলা স্ট্রাইপ শার্ত, ক্যাজুয়াল প্যান্ট আর স্নিকার্স পরা স্যমকে
৪/১১
ভ্রমণে বেশ আগ্রহী স্যাম।  ঘুরতে গিয়ে পরেছেন পিচরঙা টি আর কার্গো প্যান্ট
ভ্রমণে বেশ আগ্রহী স্যাম। ঘুরতে গিয়ে পরেছেন পিচরঙা টি আর কার্গো প্যান্ট
৫/১১
গ্রে চেকার্ড স্যুটের ড্যাপার লুকে দেখা যাচ্ছে তাঁকে
গ্রে চেকার্ড স্যুটের ড্যাপার লুকে দেখা যাচ্ছে তাঁকে
৬/১১
হাওয়াইয়ান শার্টে স্মার্ট স্যাম
হাওয়াইয়ান শার্টে স্মার্ট স্যাম
৭/১১
জিল্লুর ফিটনেস কিন্তু দারুণ। ফিটেড সাদা টিশার্ট আর ক্ল্যাসিক জিন্সের লুক তা-ই বলছে
জিল্লুর ফিটনেস কিন্তু দারুণ। ফিটেড সাদা টিশার্ট আর ক্ল্যাসিক জিন্সের লুক তা-ই বলছে
৮/১১
প্রিয় পোশা কুকুর চার্লির সঙ্গে বেশ সময় কাটান এই অভিনেতা
প্রিয় পোশা কুকুর চার্লির সঙ্গে বেশ সময় কাটান এই অভিনেতা
৯/১১
প্যাস্টেল শেরওয়ানির ট্র্যাডিশনাল লুকে স্যাম
প্যাস্টেল শেরওয়ানির ট্র্যাডিশনাল লুকে স্যাম
১০/১১
কুর্তা পাজামাও পরেন তিনি
কুর্তা পাজামাও পরেন তিনি
১১/১১
রোদচশমা স্যামের স্টাইল স্টেটমেন্টের অংশ। জিল্লু চরিত্রে হিট হওয়া এই অভিনেতাকে নিয়ে সকলেই আশাবাদী হচ্ছেন
রোদচশমা স্যামের স্টাইল স্টেটমেন্টের অংশ। জিল্লু চরিত্রে হিট হওয়া এই অভিনেতাকে নিয়ে সকলেই আশাবাদী হচ্ছেন

ছবি: স্যামের ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০৭: ১৮
বিজ্ঞাপন