নবীন অভিনেতা স্যাম ভট্টাচার্য। ভারতীয় বাংলা সিনেমা আর টেলিভিশনে কয়েক বছর ধরেই তাঁর সাবলীল উপস্থিতি নজর কারছে দর্শকদের। কলকাতার বাসিন্দা স্যামকে সাম্প্রতিক সময়ের সাড়া জাগানো সিনেমা বরবাদ এ দেখা যাচ্ছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সহচর রূপে। জিল্লু নাম সেই চরিত্রের। শাকিব খানের মুখে জিল্লু ডাক আর তাঁকে উদ্দেশ্য করা বলা ডায়লগ এখন ভাইরাল। স্টাইলিশ স্যামের নানা লুক কিন্তু বেশ নজরকাড়া। ইন্সটাগ্রাম ঘুরে চলুন জিল্লুর বিভিন্ন লুক দেখে আসি।
ছবি: স্যামের ইন্সটাগ্রাম