পতাকার রঙে তারকাদের যত লুক
শেয়ার করুন
ফলো করুন

আমাদের জাতিগত আবেগের সঙ্গে জাতীয় পতাকার এক গভীর সম্পর্ক রয়েছে। তাই তো বিপ্লব আর বিজয়ের মুহূর্তে লাল-সবুজ বসনই সবচেয়ে বেশি টানে আমাদেরকে। রাজপথে ছাত্রদের সঙ্গে একাত্মতা দেখিয়ে, সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থেকে আর পেশাগত জীবনে ঝুঁকি নিয়েও পদ ছেড়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল ও জাকিয়া বারী মম। আওয়াজ তুলেছেন অভিনেত্রী সাদিয়া আয়মানও। তাঁদের সহ বেশ কয়জন তারকার পতাকার লাল সবুজের সাজ দেখে নিই তবে এবারে।

১/৯
স্লিভলেস ব্লাউজ দিয়ে লালচে মেরুন শাড়ি পরেছেন সুনেরাহ
স্লিভলেস ব্লাউজ দিয়ে লালচে মেরুন শাড়ি পরেছেন সুনেরাহ
বিজ্ঞাপন
২/৯
সাদিয়া আয়মানের ওড়নার রং সবুজ
সাদিয়া আয়মানের ওড়নার রং সবুজ
বিজ্ঞাপন
৩/৯
মম পরেছেন লালা টকটকে সালওয়ার কামিজ
মম পরেছেন লালা টকটকে সালওয়ার কামিজ
৪/৯
বাঁধন মিছিলে গেছেন পতাকার রঙে সেজে
বাঁধন মিছিলে গেছেন পতাকার রঙে সেজে
৫/৯
সুনেরাহর শাড়িটি হালকা সবুজ, আঁচলে গাঢ় শেড
সুনেরাহর শাড়িটি হালকা সবুজ, আঁচলে গাঢ় শেড
৬/৯
সাদিয়া পরেছেন লাল ওভারসাইজড শার্ট
সাদিয়া পরেছেন লাল ওভারসাইজড শার্ট
৭/৯
সবুজ টপে কেয়া পায়েল
সবুজ টপে কেয়া পায়েল
৮/৯
লাল ড্রেসে তাসনিয়া ফারিণ
লাল ড্রেসে তাসনিয়া ফারিণ
৯/৯
মমও পরেছেন লাল গাউন
মমও পরেছেন লাল গাউন

ছবি: তারকাদের ফেসবুক ও ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৪: ৪৬
বিজ্ঞাপন