
মা হয়েছেন কাজল সম্প্রতি। ব্যক্তিগত জীবনে তো বেশ আগে থেকেই তিনি এক ছেলে ও এক মেয়ের মা। ছেলেমেয়েদের সঙ্গে অত্যন্ত আন্তরিক সম্পর্ক এই বলিউড মমের। হরর মিস্ট্রি ঘরানার সিনেমা মা-এ দেখা যাবে তাঁকে এক শক্তিশালী মায়ের ভূমিকায়। আর এই নতুন সিনেমার প্রচারণাত্য তিনি বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছেন অত্যন্ত আকর্ষণীয় লুকে। বলিউডের আইকনিক রোমান্টিক নায়িকা কাজলের মতো চার্মিং অভিনেত্রী খুব কমই আছেন। কিন্তু সম্প্রতি এই সিনেমায় মা হওয়ার পর থেকে যেন তাঁর চার্ম আরো বেড়ে যাচ্ছে।








ছবি: ইন্সটাগ্রাম