শাড়ির লুকে গ্ল্যামারাস নুসরাত ফারিয়া
শেয়ার করুন
ফলো করুন

নুসরাত ফারিয়া মানেই গ্ল্যামারাস ব্যক্তিত্ব। তবে শুধু গ্ল্যামার নয়, অভিনেত্রী জানেন, কীভাবে চোখজুড়ানো ও মায়াময় লুককেও স্টাইলে রূপ দিতে হয়। যেকোনো সাজপোশাক তিনি সাবলীলভাবে নিজের মধ্যে ধারণ করে নেন। একেক সময় একেক পোশাকে তিনি লাস্যময়ী রূপে ধরা দেন অনুরাগীদের কাছে, যা তাঁর ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম দেখলেও আন্দাজ করা যাবে। সম্প্রতি তাঁকে দেখা গেল শাড়িতে। রইল বিস্তারিত...

১/৮
অনিন্দ্য সুন্দরী অভিনেত্রী নুসরাত ফারিয়াকে যেকোনো পোশাকেই অত্যন্ত গ্ল্যামারাস লাগে। এই শাড়ির লুকেও তিনি যেন দ্যুতি ছড়াচ্ছেন।
অনিন্দ্য সুন্দরী অভিনেত্রী নুসরাত ফারিয়াকে যেকোনো পোশাকেই অত্যন্ত গ্ল্যামারাস লাগে। এই শাড়ির লুকেও তিনি যেন দ্যুতি ছড়াচ্ছেন।
বিজ্ঞাপন
২/৮
প্যাস্টেল সবুজ শিফন শাড়িতে ধরা পড়েছে স্নিগ্ধ, কোমল আর এককথায় গ্ল্যামারাস আমেজ।
প্যাস্টেল সবুজ শিফন শাড়িতে ধরা পড়েছে স্নিগ্ধ, কোমল আর এককথায় গ্ল্যামারাস আমেজ।
বিজ্ঞাপন
৩/৮
শাড়ির বর্ডারে সাদা সুতা, সিলভার সিকুইন আর মুক্তার সূক্ষ্ম কাজ আবেদন যোগ করেছে।
শাড়ির বর্ডারে সাদা সুতা, সিলভার সিকুইন আর মুক্তার সূক্ষ্ম কাজ আবেদন যোগ করেছে।
৪/৮
 জুটি হয়েছে একই রঙের ডিপনেক লাইনের স্লিভলেস ব্লাউজ। সঙ্গে নিয়েছেন মিনি হ্যান্ড ব্যাগ।
জুটি হয়েছে একই রঙের ডিপনেক লাইনের স্লিভলেস ব্লাউজ। সঙ্গে নিয়েছেন মিনি হ্যান্ড ব্যাগ।
৫/৮
কানে–গলায় মুক্তা–পাথরের চোকার আর দুল বেছে নিয়েছেন সুন্দরী। দুই হাতে শোভা পাচ্ছে ঘড়ি, আংটি ও ব্রেসলেট।
কানে–গলায় মুক্তা–পাথরের চোকার আর দুল বেছে নিয়েছেন সুন্দরী। দুই হাতে শোভা পাচ্ছে ঘড়ি, আংটি ও ব্রেসলেট।
৬/৮
 সফট কার্লসের খোলা চুলের সঙ্গে সিগনেচার লুক বাই সামিয়ার সফট গ্ল্যাম মেকওভারে সেজেছেন এই ডিভা।
সফট কার্লসের খোলা চুলের সঙ্গে সিগনেচার লুক বাই সামিয়ার সফট গ্ল্যাম মেকওভারে সেজেছেন এই ডিভা।
৭/৮
আবেদনময় ঠোঁটে ন্যুড ক্রিম লিপকালার, শিমারি আইশ্যাডো আর আইলাইনার—কাজলে আঁকা চোখ, গালে পিচ–টোন ব্লাশ ও হাইলাইটার।
আবেদনময় ঠোঁটে ন্যুড ক্রিম লিপকালার, শিমারি আইশ্যাডো আর আইলাইনার—কাজলে আঁকা চোখ, গালে পিচ–টোন ব্লাশ ও হাইলাইটার।
৮/৮
এই সময়ের পার্টি লুকের জন্য এই সাজ হতে পারে অনুপ্রেরণা।
এই সময়ের পার্টি লুকের জন্য এই সাজ হতে পারে অনুপ্রেরণা।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০১: ২৬
বিজ্ঞাপন