জয়ার রেড কার্পেট লুক মানেই একরাশ আকর্ষণ
শেয়ার করুন
ফলো করুন

অভিনেত্রী জয়া আহসানের রেড কার্পেট লুক মানেই দারুণ আকর্ষণীয় কিছু। রেড কার্পেটে সবসময়ই নজর কাড়েন জয়া। সম্প্রতি ফিল্মফেয়ার বাংলা পুরস্কারের লাল গালিচায় আকর্ষণ ছড়িয়েছেন তিনি ট্র্যাডিশনাল শাড়ির লুকে।

১/৭
সোনালি পাড়-আঁচল আর বুটি দেওয়া কালো কাতান পরেছেন জয়া
সোনালি পাড়-আঁচল আর বুটি দেওয়া কালো কাতান পরেছেন জয়া
বিজ্ঞাপন
২/৭
ঝলমলে শাড়িটির ড্রেপিং করেছেন তিনি বোল্ড আমেজে
ঝলমলে শাড়িটির ড্রেপিং করেছেন তিনি বোল্ড আমেজে
বিজ্ঞাপন
৩/৭
সঙ্গে আছে কন্ট্রাস্ট ম্যাজেন্টা ব্লাউজ। ডিপ সুইটহার্ট নেকলাইন আকর্ষণ বাড়াচ্ছে
সঙ্গে আছে কন্ট্রাস্ট ম্যাজেন্টা ব্লাউজ। ডিপ সুইটহার্ট নেকলাইন আকর্ষণ বাড়াচ্ছে
৪/৭
অক্সিডাইজড মেটালের ভারী চোকার পরেছেন জয়া। তাতে লাল পাথর বসানো
অক্সিডাইজড মেটালের ভারী চোকার পরেছেন জয়া। তাতে লাল পাথর বসানো
৫/৭
হাতে ম্যাচিং বালা আর আংটি থাকলেও কান খালি রেখেছেন তিনি
হাতে ম্যাচিং বালা আর আংটি থাকলেও কান খালি রেখেছেন তিনি
৬/৭
টেনে বেঁধে বেণী করেছেন জয়া চুলে
টেনে বেঁধে বেণী করেছেন জয়া চুলে
৭/৭
সফট গ্ল্যাম মেকওভারের সঙ্গে ট্র্যাডিশনাল শাড়ির সাজে আকর্ষণ ছড়াচ্ছেন জয়া লাল গালিচায়।
সফট গ্ল্যাম মেকওভারের সঙ্গে ট্র্যাডিশনাল শাড়ির সাজে আকর্ষণ ছড়াচ্ছেন জয়া লাল গালিচায়।

পোশাক: প্রিয়ালি

ছবি: জয়ার ফেসবুক

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৪: ৫৬
বিজ্ঞাপন