বলিউডের অভিনেতারা সহজে বুড়ো হন না। সানি দেওলের বিষয়েও সেকথা প্রযোজ্য। কিছুদিন আগেই গদর ২ সিনেমায় সুপারহিট পারফরম্যান্সের পর এবার আলোচিট জাট সিনেমা মুক্তি পেয়েছে তাঁর। আর এখানে নিজের চেয়ে ৩৩ বছরের বড় সানি দেওলের বিপরীতে দেখা যাচ্ছে আবেদনময়ী দক্ষিণি সুন্দরী রেজিনা ক্যাসান্ড্রাকে। এই সিনেমায় সানির স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি আর এই জুটির কেমিস্ট্রি বেশ মনে ধরছে দর্শকদের এত এইজ গ্যাপের পরেও। রেজিনা অনেকদিন ধরেই তামিল ও তেলেগু সিনেমাইয় অভিনয় করেন। বিশ বছর আগে ডেব্যু করা এই ৩৪ বছর বয়সের অভিনেত্রী সাইকোলজিতে স্নাতক করা। অভিনয়ের জন্য প্রশংসিত রেজিনা আবেদন আর স্টাইলেও কম যান না। চলুন এই দক্ষিণি সুন্দরীর নজরকাড়া সব লুক দেখে আসা যাক তবে ইন্সটাগ্রাম ঘুরে।
ছবি: ইন্সটাগ্রাম