আম্বানিদের বিয়েবাড়ি: সব অপেক্ষার অবসান ঘটিয়ে কনের সাজে দেখা দিলেন রাধিকা
শেয়ার করুন
ফলো করুন

আম্বানিদের দীর্ঘ বিয়ের আয়োজনের গ্র্যান্ড ফিনালে আজ। ১২ জুলাই ভারতের সবচেয়ে আলোচিত ধনী পরিবার আম্বানিদের ছোট ছেলে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে এক অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। আর এতক্ষণ অপেক্ষার পর বিয়ের কনে রাধিকা অবশেষে সকলের সামনে এলেন। চোখধাঁধানো আর মন জুড়ানো সাজপোশাকে তাঁর কনের লুকের আদ্যোপান্ত জেনে নেওয়া যাক সদ্যপ্রকাশিত কিছু ছবিতে।

১/৮
রাধিকা মার্চেন্টের বিয়ের কনের সাজপোশাক নিয়ে সকলের আগ্রহের শেষ ছিল না। নিরাশ করেন নি তিনি কাউকেই।
রাধিকা মার্চেন্টের বিয়ের কনের সাজপোশাক নিয়ে সকলের আগ্রহের শেষ ছিল না। নিরাশ করেন নি তিনি কাউকেই।
বিজ্ঞাপন
২/৮
আবু জানি সন্দ্বীপ খোসলার এই লেহেঙ্গা যেন ঐতিহ্যকে ধারণ করছে সগর্বে।
আবু জানি সন্দ্বীপ খোসলার এই লেহেঙ্গা যেন ঐতিহ্যকে ধারণ করছে সগর্বে।
বিজ্ঞাপন
৩/৮
গুজরাটি ঐতিহ্য অনুযায়ী কনেরা বিয়েতে লাল-সাদা পোশাক পরেন, একে ট্র্যাডিশনালি 'পানেতার' বলা হয়।
গুজরাটি ঐতিহ্য অনুযায়ী কনেরা বিয়েতে লাল-সাদা পোশাক পরেন, একে ট্র্যাডিশনালি 'পানেতার' বলা হয়।
৪/৮
রিয়া কাপুর, শিরীন ও সানিয়া কাপুর মিলে স্টাইলিং করেছেন রাধিকার কনের লুক
রিয়া কাপুর, শিরীন ও সানিয়া কাপুর মিলে স্টাইলিং করেছেন রাধিকার কনের লুক
৫/৮
ডলি জৈনের ড্রেপিংয়ে এই পোশাকটি রাধিকাকে খুব বেশি মানিয়েছে, বলতেই হয়।
ডলি জৈনের ড্রেপিংয়ে এই পোশাকটি রাধিকাকে খুব বেশি মানিয়েছে, বলতেই হয়।
৬/৮
আইভরি জারদৌসি কাটওয়ার্কে মেঝে-ছোঁয়া ঘাগড়ার সঙ্গে আলাদা ট্রেইল জুড়ে দেওয়া হয়েছে লাল রঙের। মাথায় ৫ মিটার লম্বা ঘোমটার পাশাপাশি কাঁধে সংযুক্ত টিস্যুর দোপাট্টা। ৮০ ইঞ্চির লম্বা লাল ট্রেইলে জারদৌসির কাজ।
আইভরি জারদৌসি কাটওয়ার্কে মেঝে-ছোঁয়া ঘাগড়ার সঙ্গে আলাদা ট্রেইল জুড়ে দেওয়া হয়েছে লাল রঙের। মাথায় ৫ মিটার লম্বা ঘোমটার পাশাপাশি কাঁধে সংযুক্ত টিস্যুর দোপাট্টা। ৮০ ইঞ্চির লম্বা লাল ট্রেইলে জারদৌসির কাজ।
৭/৮
জালিদার ঘোমটাসহ পুরো লেহেঙ্গার কাজ দেখলে অবাক হতে হয়
জালিদার ঘোমটাসহ পুরো লেহেঙ্গার কাজ দেখলে অবাক হতে হয়
৮/৮
হিরাল ভাটিয়া আর লাভলীন রামচন্দনির মেক ওভারে বাড়াবাড়ি নেই। ছোট টিপ আর লাল ঠোঁটের হাসিটি মন কাড়ছে সকলের। আম্বানিদের প্রিয় পান্নার ব্যবহার রয়েছে গয়নায়। টিকলি, চোকার ঘরানার হার, কয়েক লহরী নেকলেস, বাজুবন্ধ, রতনচূড় আর কানের ঝোলানো দুলের বিস্তারিত গল্প আরেক দিনের জন্য তোলা থাক
হিরাল ভাটিয়া আর লাভলীন রামচন্দনির মেক ওভারে বাড়াবাড়ি নেই। ছোট টিপ আর লাল ঠোঁটের হাসিটি মন কাড়ছে সকলের। আম্বানিদের প্রিয় পান্নার ব্যবহার রয়েছে গয়নায়। টিকলি, চোকার ঘরানার হার, কয়েক লহরী নেকলেস, বাজুবন্ধ, রতনচূড় আর কানের ঝোলানো দুলের বিস্তারিত গল্প আরেক দিনের জন্য তোলা থাক

ছবি ও তথ্য: রিয়া কাপুরের ইন্সটাগ্রাম

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ১৮: ০৫
বিজ্ঞাপন