আম্বানিদের দীর্ঘ বিয়ের আয়োজনের গ্র্যান্ড ফিনালে আজ। ১২ জুলাই ভারতের সবচেয়ে আলোচিত ধনী পরিবার আম্বানিদের ছোট ছেলে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে এক অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। আর এতক্ষণ অপেক্ষার পর বিয়ের কনে রাধিকা অবশেষে সকলের সামনে এলেন। চোখধাঁধানো আর মন জুড়ানো সাজপোশাকে তাঁর কনের লুকের আদ্যোপান্ত জেনে নেওয়া যাক সদ্যপ্রকাশিত কিছু ছবিতে।
ছবি ও তথ্য: রিয়া কাপুরের ইন্সটাগ্রাম