শাহরুখ-কন্যা সুহানা খানের রূপের রহস্যভেদ
শেয়ার করুন
ফলো করুন

শাহরুখকন্যা সুহানা খানকে সবাই এক নামেই চেনেন। বলিউডের উদীয়মান এই জেন–জি তারকা ইতিমধ্যেই মডেলিংয়ে বেশ নাম করেছেন। আন্তর্জাতিক মেকআপ ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপন শুটও করেছেন তিনি। আর চলতি বছরেই বলিউডে অভিনয়জীবন শুরু করতে যাচ্ছেন সুহানা। তবে সবকিছু ছাপিয়ে সুহানা-ভক্তদের আগ্রহ তাঁর রূপরহস্যের দিকে। নখের সাজ থেকে শুরু করে তাঁর চুল বাঁধার স্টাইল,আউটফিট—সবকিছু মিলিয়ে সুহানা হয়ে উঠেছেন অত্যন্ত ফ্যাশনেবল জেন-জি তারকা। সুহানা খানের পাঁচটি বিউটি টিপস চাইলে আপনিও অনুসরণ করতে পারেন।

ক্লিন ন্যুড ম্যানিকিউর

হাতের সৌন্দর্য যে নখ, এ কথা অস্বীকার করার উপায় নেই। পরিষ্কার রাখার পাশাপাশি নখকে সুন্দর শেপ দেওয়াটাও তা–ই জরুরি। এ ক্ষেত্রে ছিমছাম আর মার্জিত নখ পছন্দ করেন সুহানা খান। ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই তাঁর ভক্তরা জেনে যাবেন ক্লিন ন্যুড ম্যানিকিউর করতে ভালোবাসেন তিনি। ফরমাল কিংবা ক্যাজুয়াল আউটফিট—দুই লুকেই এই ক্ল্যাসিক ম্যানিকিউরটি মানিয়ে যায় বলে মনে করেন সুহানা। চলতি বছরে পুরোনো অনেক বিউটি ট্রেন্ড ফিরে এসেছে জেন–জিদের হাত ধরে। ‘নো মেকআপ মেকআপ’ লুকের মতোই এই ‘ক্লিন ন্যুড ম্যানিকিউর’ জায়গা করে নিয়েছে মিনিমালিস্ট বিউটি টিপসের তালিকায়। নখ মানানসই শেপে রেখে বেছে নেওয়া উচিত স্কিন টোন অনুযায়ী নেইল পলিশ। শেড বেছে নেওয়ার সময় এটি  ত্বকের রঙের সঙ্গে মেলে কি না, তা নিশ্চিত করতে পারলেই হবে।

বিজ্ঞাপন

পিগটেল হেয়ারস্টাইল

আউটফিটের সঙ্গে সুন্দর আর নির্ভেজাল একটি হেয়ারস্টাইল যোগ করতে পাড়ে বাড়তি আকর্ষণ। তবে তা ‘ক্যারি’ করতে পারলেই লুক হয় পরিপূর্ণ। সারা দিনের আউটিংয়ে সুহানা খানের বিশেষ পছন্দ পিগটেল হেয়ারস্টাইল। পুরো লুকে একধরনের তারুণ্যময় আমেজ দেয় এই হেয়ারস্টাইল। সারা দিন অফিস করা কিংবা কফিডেটে যাওয়া—সবেতেই চুলের এই স্টাইল মানিয়ে যাবে। এ ক্ষেত্রে সাধারণ পিগটেল হেয়ারস্টাইলকে আরও ফ্যাশনেবল করতে ফিতা বা হেয়ারপিনের মতো অনুষঙ্গও যোগ হতে পারে।

বিজ্ঞাপন

গ্লসি ঠোঁট

সুহানা খানের বিউটি রুটিনের সিগনেচার এলিমেন্ট অবশ্যই তাঁর ঠোঁটের সাজ। এ ক্ষেত্রে বেশির ভাগ সময়ই তিনি গ্লসি লিপের সাজ পছন্দ করেন। যেকোনো মেকআপ লুকে গ্ল্যামার যোগ করতে সাহায্য করে এই বিউটি হ্যাক। ওয়েস্টার্ন থেকে এথনিক—সব সাজেই গ্লসি লিপ মানিয়ে যায়।

ভালো ত্বকের জন্য সানস্ক্রিন

সানস্ক্রিনের গুনাগুণ কমবেশি সবাই জানেন। ত্বকের প্রতি যাঁদের বিশেষ খেয়াল রয়েছে, তাঁরা এটাও জানেন সানস্ক্রিন কতটা প্রয়োজনীয় সৌন্দর্যপণ্য। সুহানা খান তাঁর প্রাত্যহিক রূপ রূটিনে সানস্ক্রিন রাখেন সবার আগে। আউটডোর কিংবা ইনডোর যেখানেই থাকা হোক, সানস্ক্রিন ব্যবহার করেন এই তারকা। সূর্যের ক্ষতিকারক তাপ থেকে ত্বককে রক্ষা করতে ৩-৪ ঘণ্টা পরপর সানস্ক্রিন লাগান তিনি।

পার্টি লুক

বিয়ে, বার্থডে পার্টি বা অ্যাওয়ার্ড—যেকোনো অনুষ্ঠানেই সিম্পল কিন্তু এলিগেন্ট লুক রাখা যায়। এ ক্ষেত্রে অনুপ্রেরণা হতে পারেন সুহানা খান। জমকালো শাড়ির সঙ্গে ট্রেন্ডি মিনিমাল মেকআপ করেন তিনি। সে ক্ষেত্রে এই মেকআপে প্রাধান্য পায় ন্যুড অমব্রে লিপস্টিক, মাসকারা, টিপ আর হাইলাইটার।

তথ্যসূত্র : ভোগ ইন্ডিয়া

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ০২: ০০
বিজ্ঞাপন