'কাক' মোটিফের পোশাকে কান-এ চমক দেখালেন ভাবনা
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

কান চলচ্চিত্র উৎসব শুধু চলচ্চিত্রপ্রেমীদের জন্য নয়, ফ্যাশনপ্রেমীদের কাছেও খুব প্রিয়। কারণ এখানে বিশ্বের বড় বড় সব তারকারা হাজির হন স্টাইলিশ সব লুকে। নজরকাড়া পোশাক থেকে শুরু করে, চোখধাঁধানো অলংকার ও রূপসজ্জা- এই সবকিছু নিয়ে কানের লাল গালিচা কিছু দিনের জন্য হয়ে ওঠে ফ্যাশন বিশ্বের অঘোষিত রানওয়ে।

এই রানওয়েতে চোখ ধাঁধানো লুকে আলো ছড়িয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কান চলচ্চিত্র উৎসব উপলক্ষে বর্তমানে তিনি অবস্থান করছেন ফ্রেঞ্চ রিভিয়েরাতে। উৎসবের দ্বিতীয় দিনে অনানুষ্ঠানিক লাল গালিচায় তিনি এসেছেন অভিনব কাক মোটিফের পোশাকে।

বিজ্ঞাপন

বেইজ ও কালো এই দুই রঙের সমন্বয়ে তৈরি টু পিস পোশাকে আছে থাই হাই স্লিট ফ্লেয়ার্ড স্কার্ট ও সুইটহার্ট নেকলাইনের করসেট টপ। দারুণ ফিটিংয়ের টপের ওপর উড়ে যাওয়ার ভঙ্গিমায় বসে আছে একটি কাক! এর সঙ্গে আছে কালো অপেরা গ্লাভস। গ্লাভসের সঙ্গে পেছনে আলাদা কাপড় যোগ করে জ্যাকেটের ভাইব দেওয়া হয়েছে। ভাবনাকে এই অসাধারণ সুন্দর পোশাকটি বানিয়ে দিয়েছে দেশি এক্সক্লুসিভ ডিজাইনার ওয়্যার ব্র্যান্ড তানাশ।

অভিনেত্রীর কাছ থেকেই জানা গেল, এই অভিনব আইডিয়াটি তিনি ও তানাশ-এর ডিজাইনার মিলেই উদ্ভাবন করেছেন।নজরকাড়া এই পোশাকের সঙ্গে ভাবনা অনুষঙ্গ হিসেবে পরেছেন কালো স্টেটমেন্ট টপ। পায়ে পরেছেন কালো বেল্টেড ব্লক পাম্প। সফট গ্ল্যাম মেকআপ ও এক পাশে সিঁথি করা খোলা চুল- সব মিলিয়ে ভাবনাকে খুবই গ্ল্যামারাস দেখাচ্ছে।

বিজ্ঞাপন
প্রকাশ: ১৫ মে ২০২৪, ১৬: ২৫
বিজ্ঞাপন