ছোট পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মানের মিষ্টি হাসি আর সুন্দর অভিনয়ের পাশাপাশি অনুরাগীরা তাঁর অসাধারণ ফ্যাশন সেন্সেরও তারিফ করেন। ছিমছাম সাজপোশাকেই বেশির ভাগ সময় ফ্রেমবন্দী হন অভিনেত্রী। তবে সম্প্রতি শেয়ার করা লাল শাড়ির ছবিগুলো যেন সব লুক থেকে আলাদা। ষাটের দশকের সাজ মানেই অন্যরকম চার্ম। সেই সময়েই যেন ফিরিয়ে নিয়ে গেলেন সাদিয়া আয়মান তাঁর লাল শাড়ির লুকে।