শহরে শীতের উষ্ণতা ছড়াচ্ছেন যেসব তারকা
শেয়ার করুন
ফলো করুন

শহরে শীত নেমেছে, আর সঙ্গে এসেছে ফ্যাশন ও উষ্ণতার অনন্য মিল। এই মৌসুমে আমাদের প্রিয় তারকারা শুধু আরামদায়ক পোশাকই বেছে নিচ্ছেন না, তারা স্টাইলকেও দিচ্ছেন নতুন সংজ্ঞা। হালকা সোয়েটার, ফার জ্যাকেট, লেয়ারড লুক এবং উজ্জ্বল এক্সেসরিজের মাধ্যমে প্রতিটি লুক হয়ে উঠছে আরও সুন্দর ও আত্মবিশ্বাসী। শহরের রাস্তায়, ক্যাফে কিংবা ফটোশুটে— তারকাদের প্রতিটি লুক থেকেই শীত ফ্যাশনের অনুপ্রেরণা খুঁজে পাওয়া যাবে সহজে।

১/১১
স্টোন স্টাডেড ন্যুড ড্রেস ও গ্লভসের সঙ্গে শীতের উষ্ণতাকে এক ধাপ বাড়িয়ে দিয়েছেন সুনেরাহ বিনতে কামাল। সঙ্গে নেওয়া ফো ফার জ্যাকেট লুকটিতে বিলাসবহুল ও স্টাইলিশ টাচও যোগ করেছে।
স্টোন স্টাডেড ন্যুড ড্রেস ও গ্লভসের সঙ্গে শীতের উষ্ণতাকে এক ধাপ বাড়িয়ে দিয়েছেন সুনেরাহ বিনতে কামাল। সঙ্গে নেওয়া ফো ফার জ্যাকেট লুকটিতে বিলাসবহুল ও স্টাইলিশ টাচও যোগ করেছে।
বিজ্ঞাপন
২/১১
ফুলেল নকশার গোলাপি সোয়েটারের সঙ্গে নীল ডেনিম বটমের সমন্বয়ে তৈরি হয়েছে এক আরামদায়ক স্টাইলিস্ট লুক। বেশ মিষ্টি লাগছে অভিনেত্রী কেয়া পায়েলকে
ফুলেল নকশার গোলাপি সোয়েটারের সঙ্গে নীল ডেনিম বটমের সমন্বয়ে তৈরি হয়েছে এক আরামদায়ক স্টাইলিস্ট লুক। বেশ মিষ্টি লাগছে অভিনেত্রী কেয়া পায়েলকে
বিজ্ঞাপন
৩/১১
স্টাইলিস্ট অভিনেত্রী নুসরাত ফারিয়া এই লুকে ফ্লোরাল জামার ওপর পরেছেন ফার শ্রাগ
স্টাইলিস্ট অভিনেত্রী নুসরাত ফারিয়া এই লুকে ফ্লোরাল জামার ওপর পরেছেন ফার শ্রাগ
৪/১১
ভেলভেট জামার উপর কালো রঙের ফার দেওয়া লম্বা কোটে ফ্রেমে ধরা দিয়েছেন ফারিয়া।
ভেলভেট জামার উপর কালো রঙের ফার দেওয়া লম্বা কোটে ফ্রেমে ধরা দিয়েছেন ফারিয়া।
৫/১১
লাল টপের ওপর ফুলেল শ্রাগ বেছে নিয়েছেন এই উইন্টার লুকে সাবিলা নূর। বটমে যুক্ত হয়েছে ডেনিমের কার্গো প্যান্ট
লাল টপের ওপর ফুলেল শ্রাগ বেছে নিয়েছেন এই উইন্টার লুকে সাবিলা নূর। বটমে যুক্ত হয়েছে ডেনিমের কার্গো প্যান্ট
৬/১১
কালো ব্লেজার ড্রেসের ওপর সাদা লম্বা পাফার জ্যাকেট লেয়ারিং করে তৈরি করা হয়েছে এক আধুনিক উইন্টার-চিক লুক। কনট্রাস্টিং সাদা মাফলার আর ম্যাচিং টুপি লুকটিতে যোগ করেছে স্নিগ্ধতার ছোঁয়া। পুরো স্টাইলিংকে আরও শক্তিশালী করেছে নি-হাই বুট। ফ্যাশনে তানজিন তিশার তুলনা নেই
কালো ব্লেজার ড্রেসের ওপর সাদা লম্বা পাফার জ্যাকেট লেয়ারিং করে তৈরি করা হয়েছে এক আধুনিক উইন্টার-চিক লুক। কনট্রাস্টিং সাদা মাফলার আর ম্যাচিং টুপি লুকটিতে যোগ করেছে স্নিগ্ধতার ছোঁয়া। পুরো স্টাইলিংকে আরও শক্তিশালী করেছে নি-হাই বুট। ফ্যাশনে তানজিন তিশার তুলনা নেই
৭/১১
সবুজ-সাদা ফ্ল্যানেল শার্টের সঙ্গে সাদা বটম আর সবুজ টুপি পড়ে স্মার্ট লুকে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী সাফা কবির।
সবুজ-সাদা ফ্ল্যানেল শার্টের সঙ্গে সাদা বটম আর সবুজ টুপি পড়ে স্মার্ট লুকে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী সাফা কবির।
৮/১১
এখানে কালো ডেনিম জ্যাকেটের একদম  সিম্পল লুকে দেখা যাচ্ছে সাফাকে
এখানে কালো ডেনিম জ্যাকেটের একদম  সিম্পল লুকে দেখা যাচ্ছে সাফাকে
৯/১১
এমন শীতে সিম্পল আর স্টাইলিশ লুকের জন্য অনুপ্রেরণা হতে পারে বিদ্যা সিনহা মিমের স্টাইল। সাদা শার্টের ওপর ভি-নেক সোয়েটার ভেস্ট পরলে লুকটা যেমন থাকে পরিপাটি, তেমনি পায় আধুনিক একটি টাচ।
এমন শীতে সিম্পল আর স্টাইলিশ লুকের জন্য অনুপ্রেরণা হতে পারে বিদ্যা সিনহা মিমের স্টাইল। সাদা শার্টের ওপর ভি-নেক সোয়েটার ভেস্ট পরলে লুকটা যেমন থাকে পরিপাটি, তেমনি পায় আধুনিক একটি টাচ।
১০/১১
লেয়ার স্টাইলে টপের ওপর ওভারকোট জড়িয়ে পূজা চেরি ফ্রেমে ধরা দিয়েছেন এলিগ্যান্ট ও স্মার্ট লুকে।
লেয়ার স্টাইলে টপের ওপর ওভারকোট জড়িয়ে পূজা চেরি ফ্রেমে ধরা দিয়েছেন এলিগ্যান্ট ও স্মার্ট লুকে।
১১/১১

উইন্টারের আরেকটি লুকে পূজা বেছে নিয়েছেন কালো ব্লেজার ড্রেস
উইন্টারের আরেকটি লুকে পূজা বেছে নিয়েছেন কালো ব্লেজার ড্রেস
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০২: ০০
বিজ্ঞাপন