
শহরে শীত নেমেছে, আর সঙ্গে এসেছে ফ্যাশন ও উষ্ণতার অনন্য মিল। এই মৌসুমে আমাদের প্রিয় তারকারা শুধু আরামদায়ক পোশাকই বেছে নিচ্ছেন না, তারা স্টাইলকেও দিচ্ছেন নতুন সংজ্ঞা। হালকা সোয়েটার, ফার জ্যাকেট, লেয়ারড লুক এবং উজ্জ্বল এক্সেসরিজের মাধ্যমে প্রতিটি লুক হয়ে উঠছে আরও সুন্দর ও আত্মবিশ্বাসী। শহরের রাস্তায়, ক্যাফে কিংবা ফটোশুটে— তারকাদের প্রতিটি লুক থেকেই শীত ফ্যাশনের অনুপ্রেরণা খুঁজে পাওয়া যাবে সহজে।










