বলিউডের 'মাইলি সাইরাস' বলা হচ্ছে মঞ্চের উষ্ণতা বাড়ানো এই গায়িকাকে
শেয়ার করুন
ফলো করুন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পপ তারকা মাইলি সাইরাসের নজরকাড়া সব লুক আর সেই সঙ্গে তাঁর শক্তিশালী কন্ঠ ও আবেদনময় মঞ্চ উপস্থিতির কারণে তাঁর ফ্যান ফলোইং বেড়েই চলেছে। আর বলিউডের বিখ্যাত প্লে ব্যাক গায়িকার সাম্প্রতিক সব আকর্ষণীয় লুক আর মঞ্চের উষ্ণতা বাড়ানো উপস্থাপনার কারণে তাঁকে মাইলির সঙ্গে তুলনা দিচ্ছেন অনেকেই। কথা হচ্ছে সুনিধি চৌহানকে নিয়ে। ফো লেদারের শর্টস , বডিস্যুট আর সিকুইনের বোল্ড পোশাকের সঙ্গে সঙ্গে এই গায়িকার বডি ল্যাঙ্গুয়েজেও এসেছে আবেদনময়তা। চলুন তবে ইন্সটাগ্রাম ঘুরে সুনিধির মঞ্চ মাতানো সব লুক দেখে নিই এবারে।

১/৯
এক্সট্রিম কাট আউটের কফি রঙের টপ আর ম্যাচিং সিকুইনের প্যান্ট পরেছেন সুনিধি চৌহান
এক্সট্রিম কাট আউটের কফি রঙের টপ আর ম্যাচিং সিকুইনের প্যান্ট পরেছেন সুনিধি চৌহান
বিজ্ঞাপন
২/৯
শর্টস আর ব্রালেটের লুকে নতুন মাত্রা দিয়েছে হাঁটু পর্যন্ত রূপালি বুটস আর কালো স্লিট দেওয়া কোট
শর্টস আর ব্রালেটের লুকে নতুন মাত্রা দিয়েছে হাঁটু পর্যন্ত রূপালি বুটস আর কালো স্লিট দেওয়া কোট
বিজ্ঞাপন
৩/৯
সিকুইনের ওভারসাইজড সবুজ জার্সির সঙ্গে এই গায়িকা পরেছেন ফিশনেট স্টকিংস
সিকুইনের ওভারসাইজড সবুজ জার্সির সঙ্গে এই গায়িকা পরেছেন ফিশনেট স্টকিংস
৪/৯
ডিপনেক বডিস্যুটে আবেদনময়ী সুনিধি
ডিপনেক বডিস্যুটে আবেদনময়ী সুনিধি
৫/৯
এখানে সিকুইনের ফুলস্লিভ টপ আর স্ট্র্যান্ড দেওয়া স্কার্ট কস্টিউমের সঙ্গে তিনি বেছে নিয়েছেন লম্বা সিলভার হিল দেওয়া বুটস
এখানে সিকুইনের ফুলস্লিভ টপ আর স্ট্র্যান্ড দেওয়া স্কার্ট কস্টিউমের সঙ্গে তিনি বেছে নিয়েছেন লম্বা সিলভার হিল দেওয়া বুটস
৬/৯
নীল সিকুইনের বডিস্যুট আর ফিশনেট স্টকিংসের সঙ্গে নজর কাড়ছে লম্বা চুলের শ্যাবি হেয়ারস্টাইল
নীল সিকুইনের বডিস্যুট আর ফিশনেট স্টকিংসের সঙ্গে নজর কাড়ছে লম্বা চুলের শ্যাবি হেয়ারস্টাইল
৭/৯
জিনসের সঙ্গে সুনিধি পরেছেন রিবন ডিটেইলিং দেওয়া লাল ব্রালেট টপ
জিনসের সঙ্গে সুনিধি পরেছেন রিবন ডিটেইলিং দেওয়া লাল ব্রালেট টপ
৮/৯
েথনিক আমেজের কারুকাজ করা মেরুন ব্রালেট স্কার্টের সঙ্গে ম্যাচিং শর্ট জ্যাকেট পরেছেন এই গায়িকা
েথনিক আমেজের কারুকাজ করা মেরুন ব্রালেট স্কার্টের সঙ্গে ম্যাচিং শর্ট জ্যাকেট পরেছেন এই গায়িকা
৯/৯
কারুকাজ করা নজরকাড়া ব্রালেটে আকর্ষণীয় লাগছে সুনিধিকে
কারুকাজ করা নজরকাড়া ব্রালেটে আকর্ষণীয় লাগছে সুনিধিকে

ছবি: সুনিধি চৌহানের ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১২: ২০
বিজ্ঞাপন