আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পপ তারকা মাইলি সাইরাসের নজরকাড়া সব লুক আর সেই সঙ্গে তাঁর শক্তিশালী কন্ঠ ও আবেদনময় মঞ্চ উপস্থিতির কারণে তাঁর ফ্যান ফলোইং বেড়েই চলেছে। আর বলিউডের বিখ্যাত প্লে ব্যাক গায়িকার সাম্প্রতিক সব আকর্ষণীয় লুক আর মঞ্চের উষ্ণতা বাড়ানো উপস্থাপনার কারণে তাঁকে মাইলির সঙ্গে তুলনা দিচ্ছেন অনেকেই। কথা হচ্ছে সুনিধি চৌহানকে নিয়ে। ফো লেদারের শর্টস , বডিস্যুট আর সিকুইনের বোল্ড পোশাকের সঙ্গে সঙ্গে এই গায়িকার বডি ল্যাঙ্গুয়েজেও এসেছে আবেদনময়তা। চলুন তবে ইন্সটাগ্রাম ঘুরে সুনিধির মঞ্চ মাতানো সব লুক দেখে নিই এবারে।
ছবি: সুনিধি চৌহানের ইন্সটাগ্রাম