দেশি-বিদেশি নানা লুকে সময়কে হার মানাচ্ছেন এই আবেদনময়ী বং-সুন্দরী
শেয়ার করুন
ফলো করুন

উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি হিসেবেই পরিচিতি পান তিনি আগে। মা মুনমুন সেনও বিখ্যাত অভিনেত্রী। বোন রিয়া সেনের মতো তাই অভিনয় ক্যারিয়ারের শুরুতেই চাপের মুখে পড়েন রাইমা সেন। সুন্দরী এই অভিনেত্রী নিজের মতো করেই পথ তৈরি করেছেন অভিনয় জগতে। চোখের বালি,পরিণীতা, অন্তরমহল আর হৃদমাঝারে-র মতো আলোচিত বাংলা সিনেমায় নিজের অভিনয়শৈলীর পরিচয় দিয়েছেন তিনি। বলিউডে মনোরমা সিক্স ফিট আন্ডার, হানিমুন ট্র্যাভেলস আর এমন সব অফবিট কিন্তু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। রাইমা সেনের বয়স চুয়াল্লিশ এখন। কিন্তু শাড়ি, এথনিকওয়্যার আর পশ্চিমা যেকোনো পোশাকেই অনন্য আবেদন ছড়ান তিনি। অত্যন্ত আকর্ষণীয় ফিগারের অধিকারী এই সুপারফিট অভিনেত্রী প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের চোখ ধাঁধানো সব ছবি শেয়ার করে নেন ভক্তদের সঙ্গে। ইন্সটাগ্রাম থেকে পাওয়া রাইমা সেনের এমন সব আকর্ষণীয় ও আবেদনময় ছবিতে তাঁর নানা লুক দেখে নিন এবারে।

বিজ্ঞাপন
১/১১
বাঙালি নারীর চিরন্তন সাজে অনন্যা রাইমা সেন। লাল ব্লাউজ, সাদা কোরা সুতির শাড়ি আর সাবেকি গয়নার সঙ্গে লাল টিপ ও  হাতের পদম্ফুল মিলে তিনি সত্যিই সুন্দর
বাঙালি নারীর চিরন্তন সাজে অনন্যা রাইমা সেন। লাল ব্লাউজ, সাদা কোরা সুতির শাড়ি আর সাবেকি গয়নার সঙ্গে লাল টিপ ও হাতের পদম্ফুল মিলে তিনি সত্যিই সুন্দর
বিজ্ঞাপন
২/১১
নিরীক্ষাধর্মী অফ দ্য শোল্ডার মনোক্রোম বেইজ আউটফিটে রাইমা
নিরীক্ষাধর্মী অফ দ্য শোল্ডার মনোক্রোম বেইজ আউটফিটে রাইমা
৩/১১
বেগুনি দক্ষিণি কাতান আর স্লিভলেস ম্যাচিং ব্লাউজে জমকালো সাজে রাইমা
বেগুনি দক্ষিণি কাতান আর স্লিভলেস ম্যাচিং ব্লাউজে জমকালো সাজে রাইমা
৪/১১
অফ দ্য শোল্ডার লাল বডিকন করসেট ড্রেসে আবেদনময় ভঙ্গিমায় রাইমা
অফ দ্য শোল্ডার লাল বডিকন করসেট ড্রেসে আবেদনময় ভঙ্গিমায় রাইমা
৫/১১
কালো নেটের সংক্ষিপ্ত আউটফিটে সুপারফিট রাইমা সেন। কালো হাই হিলস আবেদন বাড়াচ্ছে
কালো নেটের সংক্ষিপ্ত আউটফিটে সুপারফিট রাইমা সেন। কালো হাই হিলস আবেদন বাড়াচ্ছে
৬/১১
ফেদার ডিটেইলিঙের প্যাস্টেল শেডের গাউনে আকর্ষণ ছড়াচ্ছেন রাইমা সেন
ফেদার ডিটেইলিঙের প্যাস্টেল শেডের গাউনে আকর্ষণ ছড়াচ্ছেন রাইমা সেন
৭/১১
সোনালি সরু পাড় আর বুটি দেওয়া কালো সুতির শাড়ির সঙ্গে রাইমা পরেছেন ম্যাচিং ব্লাউজ আর সোনালি গয়না
সোনালি সরু পাড় আর বুটি দেওয়া কালো সুতির শাড়ির সঙ্গে রাইমা পরেছেন ম্যাচিং ব্লাউজ আর সোনালি গয়না
৮/১১
ক্ল্যাসিক করসেটে রাইমার আবেদনময় লুক
ক্ল্যাসিক করসেটে রাইমার আবেদনময় লুক
৯/১১
কালো নেটের স্লিভলেস ডিপনেক টপ, মেরুন স্কার্ট আর সাদা স্নিকার্সে চিরতরুণী রাইমা সেনকে জেনজি প্রজন্মের প্রতিনিধি মনে হচ্ছে
কালো নেটের স্লিভলেস ডিপনেক টপ, মেরুন স্কার্ট আর সাদা স্নিকার্সে চিরতরুণী রাইমা সেনকে জেনজি প্রজন্মের প্রতিনিধি মনে হচ্ছে
১০/১১
লেয়ার দেওয়া লাউঞ্জওয়্যার ঘরানার আউটফিট আর হিলসে অনন্যসুন্দরী রাইমা
লেয়ার দেওয়া লাউঞ্জওয়্যার ঘরানার আউটফিট আর হিলসে অনন্যসুন্দরী রাইমা
১১/১১
তবুও লাল শাড়ির সাজে কাজল চোখের রাজেন্দ্রানী রূপে রাইমা সেনের সৌন্দর্য একেবারেই অন্য মাত্রার।
তবুও লাল শাড়ির সাজে কাজল চোখের রাজেন্দ্রানী রূপে রাইমা সেনের সৌন্দর্য একেবারেই অন্য মাত্রার।
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০২: ০১
বিজ্ঞাপন