উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি হিসেবেই পরিচিতি পান তিনি আগে। মা মুনমুন সেনও বিখ্যাত অভিনেত্রী। বোন রিয়া সেনের মতো তাই অভিনয় ক্যারিয়ারের শুরুতেই চাপের মুখে পড়েন রাইমা সেন। সুন্দরী এই অভিনেত্রী নিজের মতো করেই পথ তৈরি করেছেন অভিনয় জগতে। চোখের বালি,পরিণীতা, অন্তরমহল আর হৃদমাঝারে-র মতো আলোচিত বাংলা সিনেমায় নিজের অভিনয়শৈলীর পরিচয় দিয়েছেন তিনি। বলিউডে মনোরমা সিক্স ফিট আন্ডার, হানিমুন ট্র্যাভেলস আর এমন সব অফবিট কিন্তু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। রাইমা সেনের বয়স চুয়াল্লিশ এখন। কিন্তু শাড়ি, এথনিকওয়্যার আর পশ্চিমা যেকোনো পোশাকেই অনন্য আবেদন ছড়ান তিনি। অত্যন্ত আকর্ষণীয় ফিগারের অধিকারী এই সুপারফিট অভিনেত্রী প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের চোখ ধাঁধানো সব ছবি শেয়ার করে নেন ভক্তদের সঙ্গে। ইন্সটাগ্রাম থেকে পাওয়া রাইমা সেনের এমন সব আকর্ষণীয় ও আবেদনময় ছবিতে তাঁর নানা লুক দেখে নিন এবারে।