নানা মুডের নানা লুকে বার্থডে গার্ল সাফা, উদযাপন করলেন রোজ শেপের কেক দিয়ে
শেয়ার করুন
ফলো করুন

অভিনেত্রী সাফা কবিরের সুখ্যাতি আছে ফ্যাশনিস্তা হিসেবে। গতকাল ২৯ আগস্ট ছিল তাঁর জন্মদিন। রোজ শেপের কেক দিয়ে উদযাপন করেছেন তিনি দিনটি। এদিকে সাম্প্রতিক সময়ে তাঁকে দেখা যাচ্ছে নানা মুডের নানান লুকে।

১/৭
গোল্ডেন আওয়ারের আলোয় সাফাকে খোলা চুলে আর মিনিমাল সাজে মোহনীয় লাগছে এমব্রয়ডারি করা সাদা কামিজে
গোল্ডেন আওয়ারের আলোয় সাফাকে খোলা চুলে আর মিনিমাল সাজে মোহনীয় লাগছে এমব্রয়ডারি করা সাদা কামিজে
বিজ্ঞাপন
২/৭
কপার হাইলাইট করা সফট কার্লসে সাফা রোজ শেপের নজরকাড়া কেক দিয়ে উদযাপন করলেন নিজের জন্মদিন
কপার হাইলাইট করা সফট কার্লসে সাফা রোজ শেপের নজরকাড়া কেক দিয়ে উদযাপন করলেন নিজের জন্মদিন
বিজ্ঞাপন
৩/৭
সোনালি ঝোলানো দুল ও ম্যাচিং নেকপিসের সঙ্গে বড় ডায়ালের সোনালি চেনের ঘড়ি, রেড লিপস আর কালো আউটফিটে আকর্ষণীয় সাফা
সোনালি ঝোলানো দুল ও ম্যাচিং নেকপিসের সঙ্গে বড় ডায়ালের সোনালি চেনের ঘড়ি, রেড লিপস আর কালো আউটফিটে আকর্ষণীয় সাফা
ছবি: র‍্যাফ ক্লিক
৪/৭
ফুলেল সাদা ড্রেসে স্নিগ্ধ সাফা। কান গোঁজা কাঠগোলাপে বেড়েছে মায়া
ফুলেল সাদা ড্রেসে স্নিগ্ধ সাফা। কান গোঁজা কাঠগোলাপে বেড়েছে মায়া
৫/৭
সাদায় সাফাকে অন্যরকম সুন্দর লাগে।এখানে তিনি পরেছেন সাদা মনোক্রোম সালওয়ার-কামিজ-ওড়না
সাদায় সাফাকে অন্যরকম সুন্দর লাগে।এখানে তিনি পরেছেন সাদা মনোক্রোম সালওয়ার-কামিজ-ওড়না
৬/৭
ফিটেড জিন্স আর কালো শার্টের সঙ্গে এই ফ্যাশন্সিতা অভিনেত্রী কাঁধে নিয়েছেন স্টাইলিশ রেড ব্যাগ
ফিটেড জিন্স আর কালো শার্টের সঙ্গে এই ফ্যাশন্সিতা অভিনেত্রী কাঁধে নিয়েছেন স্টাইলিশ রেড ব্যাগ
৭/৭
গোলাপ হাতে খোলা চুল, ফ্রেশ লুকের মেক আপ আর সাদা শার্টে সাফাকেই লাগছে সাদা গোলাপের মতো। শুভ জন্মদিন সাফা কবির!
গোলাপ হাতে খোলা চুল, ফ্রেশ লুকের মেক আপ আর সাদা শার্টে সাফাকেই লাগছে সাদা গোলাপের মতো। শুভ জন্মদিন সাফা কবির!

ছবি: সাফা কবিরের ইন্সটাগ্রাম

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৪: ০৭
বিজ্ঞাপন