বর্ষার আমেজে পাওলি নজর কাড়লেন নীল শাড়িতে
শেয়ার করুন
ফলো করুন

টালিউডের দাপুটে ও লাস্যময়ী অভিনেত্রীদের তালিকায় পাওলি দামের নাম থাকবেই। এভারগ্রিন বললেও ভুল হবে না তাঁকে। ৪৪–এ পা দিয়েছেন, অথচ বোঝার উপায় নেই। সাহসী চরিত্রে অভিনয়ের দক্ষতার পাশাপাশি এই বং ডিভার গ্ল্যামার ও স্টাইলিং সবার নজর কাড়ে। পাওলিকে শাড়িতে বেশ মানায়, এ কথা অস্বীকার করার জো নেই। ছিপছিপে কায়া, ডাগর ডাগর চোখ আর লম্বা চুলে পাওলির সৌন্দর্য দেখে বারবার মুগ্ধ হন অনুরাগীরা। সম্প্রতি অভিনেত্রী ধরা দিয়েছেন নীল শাড়ির মোহময়ী লুকে। চলুন, দেখে আসি বর্ষার আমেজে তাঁর নজরকাড়া ছবিগুলো—

১/৮
গঙ্গার পাড়ে নৌকার ওপর বসে আছেন পাওলি দাম। ক্ল্যাসিক বাঙালি সৌন্দর্যের এক আধুনিক রূপ ফুটে উঠেছে তাঁর লুকে।
গঙ্গার পাড়ে নৌকার ওপর বসে আছেন পাওলি দাম। ক্ল্যাসিক বাঙালি সৌন্দর্যের এক আধুনিক রূপ ফুটে উঠেছে তাঁর লুকে।
বিজ্ঞাপন
২/৮
পুরো লুকে ছড়িয়ে আছে একধরনের শান্ত, নরম অথচ আকর্ষণীয় আবেশ। এ ছবিটি যেন প্রমাণ করে দেয়, শাড়ি শুধু পোশাক নয়—এ যেন এক অনুভব ও স্টাইল স্টেটমেন্ট।
পুরো লুকে ছড়িয়ে আছে একধরনের শান্ত, নরম অথচ আকর্ষণীয় আবেশ। এ ছবিটি যেন প্রমাণ করে দেয়, শাড়ি শুধু পোশাক নয়—এ যেন এক অনুভব ও স্টাইল স্টেটমেন্ট।
বিজ্ঞাপন
৩/৮
একরঙা শাড়িতে মনোক্রম লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। তবু তাঁর সৌন্দর্যে যেন চোখ আটকে যায়। পাওলি প্রমাণ করেছেন মিনিমালিজমেই আছে গ্ল্যামার।
একরঙা শাড়িতে মনোক্রম লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। তবু তাঁর সৌন্দর্যে যেন চোখ আটকে যায়। পাওলি প্রমাণ করেছেন মিনিমালিজমেই আছে গ্ল্যামার।
৪/৮
পাওলির পরনে টারকোয়াইজ বা সমুদ্র–নীল রঙের একটি ক্রেপ জর্জেট শাড়ি। স্লিভলেস ব্লাউজের কাটে প্রকাশ পেয়েছে সাহসী ছোঁয়া।
পাওলির পরনে টারকোয়াইজ বা সমুদ্র–নীল রঙের একটি ক্রেপ জর্জেট শাড়ি। স্লিভলেস ব্লাউজের কাটে প্রকাশ পেয়েছে সাহসী ছোঁয়া।
৫/৮
এই লুকের আরেকটি দৃষ্টিনন্দন দিক হচ্ছে, তাঁর অ্যাকসেসরিজ বাছাই। অক্সিডাইজড স্টেটমেন্ট ঝুমকা তাঁর কানে। এক হাতে শোভা পাচ্ছে নীল–সিলভার চুড়ি।
এই লুকের আরেকটি দৃষ্টিনন্দন দিক হচ্ছে, তাঁর অ্যাকসেসরিজ বাছাই। অক্সিডাইজড স্টেটমেন্ট ঝুমকা তাঁর কানে। এক হাতে শোভা পাচ্ছে নীল–সিলভার চুড়ি।
৬/৮
 মিনিমাল ন্যুড মেকআপে সেজেছেন পাওলি। চোখে কাজল, ঠোঁটে সফট নিউড শেডের লিপস্টিক আর কপালে ম্যাচিং নীল টিপে উপন্যাসের নায়িকার মতোই লাগছে তাঁকে।
মিনিমাল ন্যুড মেকআপে সেজেছেন পাওলি। চোখে কাজল, ঠোঁটে সফট নিউড শেডের লিপস্টিক আর কপালে ম্যাচিং নীল টিপে উপন্যাসের নায়িকার মতোই লাগছে তাঁকে।
৭/৮
তাঁর খোলা চুল যেন গঙ্গার বাতাসে উড়ে বেড়াচ্ছে, খেলা করছে আপনমনে।
তাঁর খোলা চুল যেন গঙ্গার বাতাসে উড়ে বেড়াচ্ছে, খেলা করছে আপনমনে।
৮/৮
বর্ষার আমেজে পাওলি দামের এই নজরকাড়া নীল শাড়ির প্রতিটি ছবিই ভক্তরা পছন্দ করেছেন। প্রিয় তারকার এমন লুক অনুপ্রেরণা হতে পারে আপনারও।
বর্ষার আমেজে পাওলি দামের এই নজরকাড়া নীল শাড়ির প্রতিটি ছবিই ভক্তরা পছন্দ করেছেন। প্রিয় তারকার এমন লুক অনুপ্রেরণা হতে পারে আপনারও।

ছবি: পাওলি দামের ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০১: ৫৪
বিজ্ঞাপন