টালিউডের দাপুটে ও লাস্যময়ী অভিনেত্রীদের তালিকায় পাওলি দামের নাম থাকবেই। এভারগ্রিন বললেও ভুল হবে না তাঁকে। ৪৪–এ পা দিয়েছেন, অথচ বোঝার উপায় নেই। সাহসী চরিত্রে অভিনয়ের দক্ষতার পাশাপাশি এই বং ডিভার গ্ল্যামার ও স্টাইলিং সবার নজর কাড়ে। পাওলিকে শাড়িতে বেশ মানায়, এ কথা অস্বীকার করার জো নেই। ছিপছিপে কায়া, ডাগর ডাগর চোখ আর লম্বা চুলে পাওলির সৌন্দর্য দেখে বারবার মুগ্ধ হন অনুরাগীরা। সম্প্রতি অভিনেত্রী ধরা দিয়েছেন নীল শাড়ির মোহময়ী লুকে। চলুন, দেখে আসি বর্ষার আমেজে তাঁর নজরকাড়া ছবিগুলো—
ছবি: পাওলি দামের ইন্সটাগ্রাম