সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেই যাচ্ছেন এই সময়ের 'বং ক্রাশ'
শেয়ার করুন
ফলো করুন

পশ্চিমবঙ্গের এই সুন্দরী অভিনেত্রীকে অনেকেই চেনেন তাঁর টিভি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে। ছোট পর্দায় বেশ জনপ্রিয় তিনি। ওটিটি প্ল্যাটফর্মেও পরিচিত মুখ। শুধু অভিনয় নয়, সাজপোশাকের বিষয়েও একচুল ছাড় দেন না এই অভিনেত্রী। মিষ্টি হাসি আর অভিনব ফ্যাশনের মেলবন্ধনে দেবচন্দ্রিমা সিংহ রায় যেন হয়ে উঠেছেন সবার ‘বং ক্রাশ’। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবিগুলো দেখলে যে কারোরই চোখ আটকে যাবে। হাল ফ্যাশনের ফ্যাশনিস্তা পাঠকদের জন্য আজ রইল এই বং সুন্দরীর বেশ কিছু লুকের আদ্যোপান্ত।

১/১১
লেপার্ড প্রিন্টের স্লিভলেস টপের সঙ্গে বিশেষ আকর্ষণ কাড়ছে দেবচন্দ্রিমার মেকআপ।
লেপার্ড প্রিন্টের স্লিভলেস টপের সঙ্গে বিশেষ আকর্ষণ কাড়ছে দেবচন্দ্রিমার মেকআপ।
বিজ্ঞাপন
২/১১
লাল শাড়ির এথনিক লুকে।
লাল শাড়ির এথনিক লুকে।
বিজ্ঞাপন
৩/১১
কালো টপ আর স্কার্টের পার্টি আউটফিটে অভিনেত্রী। ছেড়ে রেখেছেন সফট কার্ল করা চুল। তাঁর স্মোকি আই লুক থেকে যেন চোখ সরানোই দায়।
কালো টপ আর স্কার্টের পার্টি আউটফিটে অভিনেত্রী। ছেড়ে রেখেছেন সফট কার্ল করা চুল। তাঁর স্মোকি আই লুক থেকে যেন চোখ সরানোই দায়।
৪/১১
কমলা রঙের লেহেঙ্গায় বিশেষভাবে নজর কেড়েছে স্ট্র্যাপি টপ আর মিনিমাল মেকআপের লুক।
কমলা রঙের লেহেঙ্গায় বিশেষভাবে নজর কেড়েছে স্ট্র্যাপি টপ আর মিনিমাল মেকআপের লুক।
৫/১১
পাউডার ব্লু শাড়ির সঙ্গে পনিটেল হেয়ারস্টাইল আর কাজলকালো চোখের সাজে অভিনেত্রীকে বেশ সুন্দর লাগছে
পাউডার ব্লু শাড়ির সঙ্গে পনিটেল হেয়ারস্টাইল আর কাজলকালো চোখের সাজে অভিনেত্রীকে বেশ সুন্দর লাগছে
৬/১১
ম্যাজেন্টা রঙের আকর্ষণীয় লেহেঙ্গা পরেছেন তিনি। সঙ্গে সফট কার্ল হেয়ারস্টাইল করেছেন
ম্যাজেন্টা রঙের আকর্ষণীয় লেহেঙ্গা পরেছেন তিনি। সঙ্গে সফট কার্ল হেয়ারস্টাইল করেছেন
৭/১১
ওয়ান শোল্ডার, সাইড স্লিট কালো পোশাকে ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী। আউটফিটের কাটআউট প্যাটার্ন আবেদন কাড়ছে লুকে। সঙ্গে করেছেন হাই বান হেয়ারস্টাইল।
ওয়ান শোল্ডার, সাইড স্লিট কালো পোশাকে ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী। আউটফিটের কাটআউট প্যাটার্ন আবেদন কাড়ছে লুকে। সঙ্গে করেছেন হাই বান হেয়ারস্টাইল।
৮/১১
অভিনেত্রী এই লুকে ফ্লোরাল নীল মিনি ড্রেসের সঙ্গে ম্যাচিং হিল বেছে নিয়েছেন।
অভিনেত্রী এই লুকে ফ্লোরাল নীল মিনি ড্রেসের সঙ্গে ম্যাচিং হিল বেছে নিয়েছেন।
৯/১১
‘অল হোয়াইট’ লুকের সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন ওভাল শেপের স্টাইলিশ সানগ্লাস। সফট কার্ল হেয়ারস্টাইলে বেশ সুন্দর লাগছে তাঁকে।
‘অল হোয়াইট’ লুকের সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন ওভাল শেপের স্টাইলিশ সানগ্লাস। সফট কার্ল হেয়ারস্টাইলে বেশ সুন্দর লাগছে তাঁকে।
১০/১১
নুডল স্ট্র্যাপের কালো টপ আর স্কার্টের পার্টি আউটফিটে অভিনেত্রী। ছেড়ে রেখেছেন সফট কার্ল করা চুল। তাঁর স্মোকি আই লুক থেকে যেন চোখ সরানোই দায়।
নুডল স্ট্র্যাপের কালো টপ আর স্কার্টের পার্টি আউটফিটে অভিনেত্রী। ছেড়ে রেখেছেন সফট কার্ল করা চুল। তাঁর স্মোকি আই লুক থেকে যেন চোখ সরানোই দায়।
১১/১১
বেবি পিংক রঙের অফ শোল্ডার মিনি ড্রেসে বেশ মিষ্টি লাগছে তাঁকে।
বেবি পিংক রঙের অফ শোল্ডার মিনি ড্রেসে বেশ মিষ্টি লাগছে তাঁকে।
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০২: ০০
বিজ্ঞাপন