আলোর উৎসবে তারকারা
শেয়ার করুন
ফলো করুন

আনুশকা শর্মার এই দেওয়ালি অন্যবারের চেয়ে স্পেশাল হবে, এটাই স্বাভাবিক। স্বামীর ম্যাচ জেতার আনন্দ যেন উছলে পড়ছে বিরাটপত্নীর চোখমুখ আর হাসিতে। দেওয়ালিতে অভিনেত্রী পরেছেন ডিজাইনার সব্যসাচী মুখার্জির করা রাফেলস সজ্জিত সবুজ সিকুইনড শাড়ি। এর সঙ্গে মিলিয়ে তিনি পরেছেন গভীর গলার ম্যাচিং ব্লিং ব্লাউজ। অভিনেত্রীর মিনিমাল মেকআপে ছিল গোলাপি লিপস্টিক ও ব্লাশ। গলায় পরেছেন ভারী পাথরের নেকপিস।

বিজ্ঞাপন

বলি কুইন দীপিকার সাজপোশাক অন্যদের চেয়ে একটু আলাদা তো হবেই। দেওয়ালিতে তিনি পরেন ধূসর ও শ্যাম্পেন রঙের সোনার পোশাক। প্লাগিং নেকলাইনের পোশাকটির সঙ্গে দীপিকার নেকপিসটি ছিল সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু।

বিজ্ঞাপন

কিয়ারা আদভানি পরেন একটি রাজকীয় নীল রঙের মখমল ফিনিশ লেহেঙ্গা চোলি। ডিপ নেকলাইনের পোশাকটিতে সোনালি জরির এমব্রয়ডারি বাড়তি আকর্ষণ যোগ করেছে। পোশাকের সঙ্গে নায়িকা একটি মুক্তাপুঁতিযুক্ত চোকার বেছে নিয়েছেন। ন্যুড মেকআপের সঙ্গে নজর কেড়েছে কিয়ারার কপালের ছোট্ট টিপ।

ক্যাটরিনা কাইফ সিকুইনড স্লিভলেস ব্লাউজের সঙ্গে ফ্লোরাল ডিটেইলিংয়ের একটি কালো রঙের নেটের শাড়ি বেছে নিয়েছিলেন এবারের দেওয়ালিতে। কানে পরেন একজোড়া স্টেটমেন্ট দুল, আঙুলে কয়েকটি আংটি আর হাতে পোল্কি চুড়ি। গ্ল্যাম লুক আনতে স্মোকি আই, গ্লসি ঠোঁট আর হাইলাইটারে সাজেন অভিনেত্রী।

অনন্যা পান্ডে পরেন পিস্তা সবুজ রঙের লেহেঙ্গা চোলি। স্লিভলেস টপ আর নিখুঁত সূচিকর্ম করা রুপালি গ্লাস ওয়ার্ক পোশাকটিকে অনন্য করে তুলেছে। লেহেঙ্গার সঙ্গে অনন্যা বেছে নিয়েছেন অক্সিডাইজড কানের দুল আর টিকলি । সাজের মধ্যে ছিল ন্যুড শেডের লিপস্টিক আর আইলাইনার-কাজল।

জাহ্নবী কাপুর সব সময় ফ্যাশনকে প্রথমে রাখেন। তা লাঞ্চ, ডেট, ডিনার পার্টি, অ্যাওয়ার্ড শো বা রেড কার্পেট লুক—যা–ই হোক না কেন। এবারের দেওয়ালিতে স্লিভলেস ব্লাউজের সঙ্গে একটি সাধারণ সিকুইনযুক্ত বরফ-নীল রঙের শাড়ি পরেছিলেন তিনি। স্মোকি চোখ, বাদামি ঠোঁট আর একজোড়া স্টেটমেন্ট কানের দুল দিয়ে তাঁর লুক শেষ করেছেন।

প্রিন্টেড ফুলেল নকশায় সজ্জিত প্যাস্টেল গ্রিন রঙা লেহেঙ্গায় রাকুল প্রীত সিং হয়ে উঠেছিলেন মোহময়ী। লেহেঙ্গার সঙ্গে ডিপ নেকের ব্লাউজটি যেন সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দিগুণ।

‘চিরসবুজ’ কাজল পরেন রাফলে সজ্জিত গোলাপি রঙের শাড়ি। নব্বই দশকের মনোক্রোম লুকের ছোঁয়া রয়েছে তাঁর সাজপোশাকে।

ডিপ পারপেল রঙের সারারা সেট পরেছিলেন হবু মা বিপাশা বসু। পুরো পোশাকটিতে রয়েছে সোনালি রঙের নিখুঁত সূচিকর্ম। বঙ্গ নারীর কপালে টিপ থাকবে না, তা কি হয়? বিপাশা সাজের সঙ্গে কপালে পরেছেন ম্যাচিং টিপ আর হাতে শাখা পলা।

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ১৪: ৪১
বিজ্ঞাপন