অভিনেত্রী জয়া আহসানের রূপ সৌন্দর্য এক রহস্যময় বিষয়। তার কারণ হলো, সময়ের সঙ্গে সঙ্গে তার মাঝে বয়সের কোনো রকম ছাপ পড়তে দেখা যাচ্ছে না। মেকআপবিহীন, জমকালো গ্ল্যাম লুক, আবেদনময় পশ্চিমা পোশাক বা মোহনীয় শাড়ির লুকে সমান সুন্দর এই অভিনেত্রী। চমৎকার ফিগারের এই সুপারফিট ডিভার আবেদন বলে বোঝানোর নয়। শুধু এপার ওপার বাংলার সিনেমা, নাটক আর ওটিটি ওয়েবসিরিজ নয়, বিভিন্ন অনুষ্ঠান আর সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ার আকর্ষণীয় সব লুক সবসময় সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। অভিনয়দক্ষতা তো বটেই, সময়কে হার মানানো সৌন্দর্যের কারণেও তিনি অত্যন্ত জনপ্রিয় সবার কাছে। আজ ১ জুলাই এই অভিনেত্রীর জন্মদিন। কততম জন্মদিন সে হিসাব করতে গেলে গোলকধাঁধায় পড়তে হবে অবশ্য। তার কারণ দিন দিন যেন তারুণ্যদীপ্ত হয়ে উঠছেন এই সুন্দরী অভিনেত্রী। তার চেয়ে বরং জয়া আহসানের সেরা এক ডজন লুকে দেখে নেওয়া যাক। জন্মদিনে জয়ার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা হাল ফ্যাশনের তরফ থেকে।