আজ জয়ার জন্মদিন, দেখে নিন এই অভিনেত্রীর সেরা এক ডজন লুক
শেয়ার করুন
ফলো করুন

অভিনেত্রী জয়া আহসানের রূপ সৌন্দর্য এক রহস্যময় বিষয়। তার কারণ হলো, সময়ের সঙ্গে সঙ্গে তার মাঝে বয়সের কোনো রকম ছাপ পড়তে দেখা যাচ্ছে না। মেকআপবিহীন, জমকালো গ্ল্যাম লুক, আবেদনময় পশ্চিমা পোশাক বা মোহনীয় শাড়ির লুকে সমান সুন্দর এই অভিনেত্রী। চমৎকার ফিগারের এই সুপারফিট ডিভার আবেদন বলে বোঝানোর নয়। শুধু এপার ওপার বাংলার সিনেমা, নাটক আর ওটিটি ওয়েবসিরিজ নয়, বিভিন্ন অনুষ্ঠান আর সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ার আকর্ষণীয় সব লুক সবসময় সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। অভিনয়দক্ষতা তো বটেই, সময়কে হার মানানো সৌন্দর্যের কারণেও তিনি অত্যন্ত জনপ্রিয় সবার কাছে। আজ ১ জুলাই এই অভিনেত্রীর জন্মদিন। কততম জন্মদিন সে হিসাব করতে গেলে গোলকধাঁধায় পড়তে হবে অবশ্য। তার কারণ দিন দিন যেন তারুণ্যদীপ্ত হয়ে উঠছেন এই সুন্দরী অভিনেত্রী। তার চেয়ে বরং জয়া আহসানের সেরা এক ডজন লুকে দেখে নেওয়া যাক। জন্মদিনে জয়ার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা হাল ফ্যাশনের তরফ থেকে।

১/১২
জয়া আহসানের বোল্ড লুক ফুটে উঠেছে রূপালি জ্যাকেটের সঙ্গে কালো ব্রালেট ও প্যান্টে
জয়া আহসানের বোল্ড লুক ফুটে উঠেছে রূপালি জ্যাকেটের সঙ্গে কালো ব্রালেট ও প্যান্টে
বিজ্ঞাপন
২/১২
রূপালি স্যাটিনের সারং স্কার্ট আর অফ দ্য শোল্ডার কালো টপে জয়ার আবেদনপময় লুক
রূপালি স্যাটিনের সারং স্কার্ট আর অফ দ্য শোল্ডার কালো টপে জয়ার আবেদনপময় লুক
বিজ্ঞাপন
৩/১২
প্রচুর স্ট্র্যান্ডস দেওয়ােই রঙচঙে আউটফিটটি খুবই নজরকাড়া
প্রচুর স্ট্র্যান্ডস দেওয়ােই রঙচঙে আউটফিটটি খুবই নজরকাড়া
৪/১২
ডিপনেক ব্লাউজ আর ঐতিহ্যবাহী ক্রিমরঙা কাতানে সোনালি পাড়। সঙ্গে অক্সিডাইজড গয়না পরেছেন জয়া
ডিপনেক ব্লাউজ আর ঐতিহ্যবাহী ক্রিমরঙা কাতানে সোনালি পাড়। সঙ্গে অক্সিডাইজড গয়না পরেছেন জয়া
৫/১২
আলোচিত এই লুকে লাল ব্রালেটের সঙ্গে ম্যাচিং জ্যাকেট ও প্যান্টের কো-অর্ড সেটে জয়া
আলোচিত এই লুকে লাল ব্রালেটের সঙ্গে ম্যাচিং জ্যাকেট ও প্যান্টের কো-অর্ড সেটে জয়া
৬/১২
বলিউড অভিষেকের উদযাপনে কড়ক সিং সিনেমার প্রিমিয়ারে পরা জয়ার এই জমকালো জামদানি এখন হটকেক
বলিউড অভিষেকের উদযাপনে কড়ক সিং সিনেমার প্রিমিয়ারে পরা জয়ার এই জমকালো জামদানি এখন হটকেক
৭/১২
মিনিড্রেসে উত্তাপ ছড়াচ্ছেন এই ঘড়ির কাটার বিপরীত দিকে চলা অভিনেত্রী
মিনিড্রেসে উত্তাপ ছড়াচ্ছেন এই ঘড়ির কাটার বিপরীত দিকে চলা অভিনেত্রী
৮/১২
ন্যুড ব্লাউজের সঙ্গে সিকুইনের অফ হোয়াইট শাড়িতে মোহনীয় লুকে জয়া
ন্যুড ব্লাউজের সঙ্গে সিকুইনের অফ হোয়াইট শাড়িতে মোহনীয় লুকে জয়া
৯/১২
মডগার্ল লুকে রেট্রো আমেজ দিচ্ছেন এই অভিনেত্রী। পরেছেন সাবেকি স্টাইলের হাইনেক নিটেড সাদা টপ ও প্লিট দেওয়া কালো স্কার্ট। নজর কাড়ছে ষাটের দশকের কথা মনে করিয়ে দেওয়া ট্রেন্ডি রোদচশমা
মডগার্ল লুকে রেট্রো আমেজ দিচ্ছেন এই অভিনেত্রী। পরেছেন সাবেকি স্টাইলের হাইনেক নিটেড সাদা টপ ও প্লিট দেওয়া কালো স্কার্ট। নজর কাড়ছে ষাটের দশকের কথা মনে করিয়ে দেওয়া ট্রেন্ডি রোদচশমা
১০/১২
কালো  ব্রালেটের সঙ্গে কমলা জ্যাকেট ও ফ্লেয়ার প্যান্ট পরেছেন জয়া
কালো ব্রালেটের সঙ্গে কমলা জ্যাকেট ও ফ্লেয়ার প্যান্ট পরেছেন জয়া
১১/১২
লালা কাতানের সঙ্গে ম্যাচিং ব্লাউজের এই ঝলমলে লুকের সঙ্গে দারুণ মানিয়েছে ট্র্যাডিশনাল সোনার গয়না
লালা কাতানের সঙ্গে ম্যাচিং ব্লাউজের এই ঝলমলে লুকের সঙ্গে দারুণ মানিয়েছে ট্র্যাডিশনাল সোনার গয়না
১২/১২
নরম আলোয় ন্যাচারাল লুকে এই জয়া আহসানের সৌন্দর্য সত্যিই সময়কে হার মানিয়ে চলেছে
নরম আলোয় ন্যাচারাল লুকে এই জয়া আহসানের সৌন্দর্য সত্যিই সময়কে হার মানিয়ে চলেছে
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৫: ৫৬
বিজ্ঞাপন