আবহাওয়ার চেয়ে হৃদয় বেশি শীতল: দেখুন এই অভিনেত্রীর সতেজ ৫টি লুক
শেয়ার করুন
ফলো করুন

কোট, জ্যাকেট, হাতমোজা, কানটুপি কিছুরই বালাই নেই। বিভিন্ন সতেজ লুক বলছে, শীতে মোটেই কাতর নন এই অভিনেত্রী। এদিকে সবাই এখন শীতে জবুথবু। আর সাদিয়া আয়মান বলছেন, আবহাওয়ার চেয়ে আমার হৃদয় বেশি শীতল। চলুন দেখে নিই আজকাল কেমন লুকে দেখা দিচ্ছেন সবার প্রিয় এই অভিনেত্রী।

১/৫
ল্যাভেন্ডার-পিংক টিশার্ট আর রোদচশমায় ইনফিনিটি পুলে সাদিয়া আয়মান। বললেন, আবহাওয়ার চেয়ে তাঁর হৃদয় বেশি শীতল
ল্যাভেন্ডার-পিংক টিশার্ট আর রোদচশমায় ইনফিনিটি পুলে সাদিয়া আয়মান। বললেন, আবহাওয়ার চেয়ে তাঁর হৃদয় বেশি শীতল
বিজ্ঞাপন
২/৫
হালকা লেবু-হলুদ শাল জড়িয়েছেন সাদিয়া হলদে পাড়ের আকাশ নীল শাড়ি আর নজরকাড়া কানবালার সাজে
হালকা লেবু-হলুদ শাল জড়িয়েছেন সাদিয়া হলদে পাড়ের আকাশ নীল শাড়ি আর নজরকাড়া কানবালার সাজে
বিজ্ঞাপন
৩/৫
সবাই শীতে কাতর। সাদিয়া উষ্ণতা ছড়াচ্ছেন স্ট্রাইপড মাস্টার্ড-সাদা টিশার্টে
সবাই শীতে কাতর। সাদিয়া উষ্ণতা ছড়াচ্ছেন স্ট্রাইপড মাস্টার্ড-সাদা টিশার্টে
৪/৫
সবুজ পাতার সঙ্গে সবুজ সালওয়ার কামিজে সতেজ লুকে সাদিয়া
সবুজ পাতার সঙ্গে সবুজ সালওয়ার কামিজে সতেজ লুকে সাদিয়া
৫/৫
ল্যাভেন্ডার লুকে এমন ঝলমল করতে সাদিয়া আয়মানের একটু শীতের রোদই যথেষ্ট
ল্যাভেন্ডার লুকে এমন ঝলমল করতে সাদিয়া আয়মানের একটু শীতের রোদই যথেষ্ট
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৮: ১৭
বিজ্ঞাপন