
কোট, জ্যাকেট, হাতমোজা, কানটুপি কিছুরই বালাই নেই। বিভিন্ন সতেজ লুক বলছে, শীতে মোটেই কাতর নন এই অভিনেত্রী। এদিকে সবাই এখন শীতে জবুথবু। আর সাদিয়া আয়মান বলছেন, আবহাওয়ার চেয়ে আমার হৃদয় বেশি শীতল। চলুন দেখে নিই আজকাল কেমন লুকে দেখা দিচ্ছেন সবার প্রিয় এই অভিনেত্রী।




