বলিউডের গ্ল্যামার দুনিয়ার অন্যতম ফ্যাশন আইকন শিল্পা শেঠি আবারও প্রমাণ করলেন, সময় তাঁর সৌন্দর্যে একটুও আঁচ ফেলতে পারেনি। ১৮ বছর পর আবারও দক্ষিণি ছবির পর্দায় ফিরছেন অভিনেত্রী। সেই প্রত্যাবর্তন যেমন চলচ্চিত্রপ্রেমীদের জন্য দারুণ খবর, তেমনি তাঁর টিজার লঞ্চ ইভেন্টের শাড়ির লুক হয়ে উঠেছে ফ্যাশন অনুরাগীদের আলোচনার কেন্দ্রবিন্দু। একাধিকবার শিল্পা প্রমাণ করেছেন, শাড়িই তাঁর স্টাইল সিগনেচার।