টিজার লঞ্চে শাড়ির লুকে নজর কাড়লেন শিল্পা
শেয়ার করুন
ফলো করুন

বলিউডের গ্ল্যামার দুনিয়ার অন্যতম ফ্যাশন আইকন শিল্পা শেঠি আবারও প্রমাণ করলেন, সময় তাঁর সৌন্দর্যে একটুও আঁচ ফেলতে পারেনি। ১৮ বছর পর আবারও দক্ষিণি ছবির পর্দায় ফিরছেন অভিনেত্রী। সেই প্রত্যাবর্তন যেমন চলচ্চিত্রপ্রেমীদের জন্য দারুণ খবর, তেমনি তাঁর টিজার লঞ্চ ইভেন্টের শাড়ির লুক হয়ে উঠেছে ফ্যাশন অনুরাগীদের আলোচনার কেন্দ্রবিন্দু। একাধিকবার শিল্পা প্রমাণ করেছেন, শাড়িই তাঁর স্টাইল সিগনেচার।

১/৫
কেডি-দ্য ডেভিল সিনেমার টিজার লঞ্চে বিশেষ নজর কাড়ল অভিনেত্রীর শাড়ির লুক
কেডি-দ্য ডেভিল সিনেমার টিজার লঞ্চে বিশেষ নজর কাড়ল অভিনেত্রীর শাড়ির লুক
বিজ্ঞাপন
২/৫
তাঁর  পরনে মেজেন্টা-নীল রঙের টাই-ডাই স্যাটিন শাড়ি। সঙ্গে ম্যাচিং সুইটহার্ট আর হল্টারনেকের স্টাইলিশ ব্লাউজ জুটি হয়েছে।
তাঁর  পরনে মেজেন্টা-নীল রঙের টাই-ডাই স্যাটিন শাড়ি। সঙ্গে ম্যাচিং সুইটহার্ট আর হল্টারনেকের স্টাইলিশ ব্লাউজ জুটি হয়েছে।
বিজ্ঞাপন
৩/৫
কানের স্টেটমেন্ট দুলের সঙ্গে মিলিয়ে শিল্পা বেছে নিয়েছেন টারকোয়াইজ ব্লু রঙের বাহারি আংটি, যা পুরো লুকের সঙ্গে কনট্রাস্ট তৈরি করে অভিনেত্রীকে আরও নজরকাড়া করে তুলেছে
কানের স্টেটমেন্ট দুলের সঙ্গে মিলিয়ে শিল্পা বেছে নিয়েছেন টারকোয়াইজ ব্লু রঙের বাহারি আংটি, যা পুরো লুকের সঙ্গে কনট্রাস্ট তৈরি করে অভিনেত্রীকে আরও নজরকাড়া করে তুলেছে
৪/৫
শিল্পার মানানসই গ্লোয়িং মেকআপ, সফট কার্ল হেয়ার স্টাইলে লুক হয়ে উঠেছে অনবদ্য
শিল্পার মানানসই গ্লোয়িং মেকআপ, সফট কার্ল হেয়ার স্টাইলে লুক হয়ে উঠেছে অনবদ্য
৫/৫
বলিউডে বহু অভিনেত্রী শাড়ির  লুকে নজর কেড়েছেন, কিন্তু শাড়িতে শিল্পা শেঠিকে টেক্কা দেওয়া প্রায় অসম্ভব
বলিউডে বহু অভিনেত্রী শাড়ির  লুকে নজর কেড়েছেন, কিন্তু শাড়িতে শিল্পা শেঠিকে টেক্কা দেওয়া প্রায় অসম্ভব
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৪: ০০
বিজ্ঞাপন