
অভিনেত্রী সাফা কবিরের বেশ সুনাম রয়েছে ফ্যাশনিস্তা হিসেবে। বিভিন্ন সময়ে তিনি নানা ফ্যাশনেবল সাজপোশাকে সামনে আসেন। হেয়ারস্টাইল আর মেকআপের দিক থেকেও নজর কাড়েন তিনি সবসময়। শাড়ি বা এথনিক পোশাকে যেমন মোহনীয় সাফা, তেমনি পশ্চিমা পোশাকেও অত্যন্ত স্বচ্ছন্দ ও আকর্ষণীয় তিনি। ডিজাইনার গাউন থেকে শুরু করে ক্যাজুয়াল জিন্স আর টিশার্ট বা আবেদনময় ড্রেসের লুকে সাফা আকর্ষণ ছড়ান প্রায়ই। এদিকে এই পরমা সুন্দরী সিঙ্গেল লেডি কবে বিয়ে করছেন আর প্রেম করছেন কিনা এমন সব প্রশ্ন থাকে আলোচনায়। সাফা অবশ্য বলছেন, কাজের সঙ্গেই প্রেম তাঁর, আর বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছেন না। তারপরেও ভক্তদের আগ্রহের শেষ নেই এ নিয়ে। সিঙ্গেল লেডি সাফা কবিরের পশ্চিমা পোশাকের ১০টি আকর্ষণীয় লুক দেখে নিই চলুন তবে তাঁর ইন্সটাগ্রামে ঢুঁ মেরে।

.jpeg?w=640&auto=format%2Ccompress&fmt=webp)


.jpeg?w=640&auto=format%2Ccompress&fmt=webp)

.jpeg?w=640&auto=format%2Ccompress&fmt=webp)


.jpeg?w=640&auto=format%2Ccompress&fmt=webp)