মার্কিন ফ্যাশন লেবেল মাইকেল কর্সের কাশ্মির ব্লেন্ড টার্টলনেক বডিস্যুটে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন কৃতি। পোশাকের ওপরের অংশ আর স্কার্টের মধ্যে এক্সেসরাইজ করতে খুব সুন্দর আর স্টাইলিশ একটি ব্রাউন লেদার বেল্ট পরেছেন অভিনেত্রী। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে তাঁর স্কার্ট। স্কার্টে থাকা ডাবল স্লিট অভিনেত্রীর লুকে যোগ করেছে আলাদা আবেদন। মাইকেল কর্সের ফল/উইন্টার ২০২৩ ক্যাটওয়াক সংগ্রহ থেকে এই আউটফিট নেওয়া হয়েছে। এর সঙ্গে অভিনেত্রী পায়ে পরতে বেছে নিয়েছেন ব্রাউন লেদার থাই হাই বুট। তাঁর সাজে একদম বাড়াবাড়ি নেই। মভ লিপস্টিক আর লেন্স পরা চোখে উইংড আইলাইনারেই যেন কৃতির প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে। আর ছেড়ে রাখা ছোট চুলের সঙ্গে গয়না হিসেবে অভিনেত্রী শুধু কানে পরেছেন হুপ দুল।
আসন্ন সিনেমার ট্রেলার লঞ্চে একটি স্টাইলিশ কালো পোশাকে অভিনেত্রী উপস্থিত হয়েছিলেন। ফ্যাশন ব্র্যান্ড ইভনের স্ট্র্যাপলেস কালো পোশাকে কৃতি যেন এদিন শহরে উত্তাপ ছড়াচ্ছিলেন রীতিমত। বডি-হাগিং ডিজাইনের টিউব নেকলাইন আর কোমর থেকে নিচ পর্যন্ত নেমে যাওয়া রাফেলসজ্জিত হাই স্লিট কাট এই আউটফিটের আসল আকর্ষণ। এর সঙ্গে অভিনেত্রীর গ্ল্যাম লুকে প্রাধান্য পেয়েছে স্মোকি আই, ন্যুড পিংক লিপস্টিক আর হাইলাইটার। অভিনেত্রী জুয়েলারি মিনিমাল রেখেছেন যাতে তাঁর পোশাকটি হাইলাইট হয় বেশি। তাই কানে সাদা কালো রাউন্ড স্টেটমেন্ট দুল আর আংটি পরেছেন শুধু। চুল মাঝখানে সিঁথি করে ওয়েভি স্টাইলে ছেড়ে রেখেছেন। আর শেষে পায়ে পরতে বেছে নিয়েছেন কালো পাম্প হিল।
ইনস্টাগ্রামে শেয়ার করা এসব ছবিতে কৃতি যেন শুভ্রতা ছড়াচ্ছেন। এই লুকের ছবিগুলো যে ফ্যাশনিস্তা অনুরাগীরা মন্ত্রমুগ্ধের মতো দেখেছেন, তাঁর প্রমাণ অভিনেত্রীর কমেন্ট বক্স। আইস ব্লু বা বরফ নীল রঙের মিনিড্রেস পরেছেন তিনি। নেকলাইনে গোলাপের অলঙ্করণের কারণে হল্টার পোশাকটি রীতিমতো কৃতিভক্তদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এ ছাড়া এই মিনি জামায় আকর্ষণ যোগ করেছে রাফেল দেওয়া নকশা। পোশাকের সঙ্গে সাদা প্ল্যাটফর্ম হিল পরেছেন অভিনেত্রী। আর চুলগুলো মাঝসিঁথি করে করেছেন লুজ বান। তবে অভিনেত্রীর মিনিমাল মেকআপও বেশ নজর কেড়েছে সবার। ডাস্টি পিংক লিপস্টিক আর আইশ্যাডোয় কৃতিকে দেখতে একদম পুতুলের মতোই লাগছে।