কলকাতার বাংলা ধারাবাহিকের জগতে এক পরিচিত নাম প্রিয়াঙ্কা মিত্র। ‘খড়কুটো’, ‘বালিঝড়’, ‘মোহর’, ‘এক্কা দোক্কা’—একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অনবদ্য অভিনয়ের মাধ্যমে তিনি জায়গা করে নিয়েছেন দর্শকের মনে। বর্তমানে আরও দুটি ধারাবাহিকে তিনি নজর কাড়ছে আবারও। তবে শুধু অভিনয়ই নয়, নিজের অনন্য রূপ, আবেদনময় চোখ আর ফ্যাশন সেন্সের জন্যও তিনি সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয়। স্টাইলিশ সব লুকে প্রিয়াঙ্কার উপস্থিতি মুগ্ধ করে সবাইকে। নিত্যনতুন লুকে নিজেকে উপস্থাপন করতে ভালোবাসেন তিনি। ওয়েস্টার্ন, এথনিক মানিয়ে যায় সব কিছুতেই।