শাড়ি থেকে ওয়েস্টার্ন—সব লুকেই নজর কাড়ছেন টিভি সিরিয়ালের প্রিয়াঙ্কা
শেয়ার করুন
ফলো করুন

কলকাতার বাংলা ধারাবাহিকের জগতে এক পরিচিত নাম প্রিয়াঙ্কা মিত্র। ‘খড়কুটো’, ‘বালিঝড়’, ‘মোহর’, ‘এক্কা দোক্কা’—একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অনবদ্য অভিনয়ের মাধ্যমে তিনি জায়গা করে নিয়েছেন দর্শকের মনে। বর্তমানে আরও দুটি ধারাবাহিকে তিনি নজর কাড়ছে আবারও।  তবে শুধু অভিনয়ই নয়, নিজের অনন্য রূপ, আবেদনময় চোখ আর ফ্যাশন সেন্সের জন্যও তিনি সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয়। স্টাইলিশ সব লুকে প্রিয়াঙ্কার উপস্থিতি মুগ্ধ করে সবাইকে। নিত্যনতুন লুকে নিজেকে উপস্থাপন করতে ভালোবাসেন তিনি। ওয়েস্টার্ন, এথনিক মানিয়ে যায় সব কিছুতেই।

১/১৩
জাম রঙের শাড়ির সঙ্গে ব্যাকলেস ব্লাউজ জুটি হয়েছে এই লুকে। হানি ব্লন্ড কালার চুলগুলো ছেড়ে রাখা হয়েছে সফট কার্ল স্টাইলে
জাম রঙের শাড়ির সঙ্গে ব্যাকলেস ব্লাউজ জুটি হয়েছে এই লুকে। হানি ব্লন্ড কালার চুলগুলো ছেড়ে রাখা হয়েছে সফট কার্ল স্টাইলে
বিজ্ঞাপন
২/১৩
সিকুইনের কাজ করা কালো শাড়ির সঙ্গে ম্যাচিং ফুলস্লিভ ব্লাউজ পরেছেন প্রিয়াঙ্কা । আকর্ষণ কাড়ছে ডায়মন্ডের নেকপিস আর আংটি।
সিকুইনের কাজ করা কালো শাড়ির সঙ্গে ম্যাচিং ফুলস্লিভ ব্লাউজ পরেছেন প্রিয়াঙ্কা । আকর্ষণ কাড়ছে ডায়মন্ডের নেকপিস আর আংটি।
বিজ্ঞাপন
৩/১৩
রোড ট্রিপে বের হলে এভাবেই রিলাক্স মুডে থাকতে পছন্দ করেন অভিনেত্রী। কমলা ক্রপ টপের সঙ্গে হাই ওয়েস্ট বটম আর চোখে পরেছেন কালো সানগ্লাস
রোড ট্রিপে বের হলে এভাবেই রিলাক্স মুডে থাকতে পছন্দ করেন অভিনেত্রী। কমলা ক্রপ টপের সঙ্গে হাই ওয়েস্ট বটম আর চোখে পরেছেন কালো সানগ্লাস
৪/১৩
অল ব্ল্যাক লুকে আবেদন কাড়ছেন প্রিয়াঙ্কা। কেপ দেওয়া সাইড স্লিট গাউন পরেছেন তিনি। গাউনে সিকুইনের ঝলমলে আমেজ। কানে শোভা পাচ্ছে কালো স্টাড, ওয়েট হেয়ারস্টাইল করেছেন সঙ্গে। জুটি হয়েছে ম্যাচিং ব্লক পাম্প হিল
অল ব্ল্যাক লুকে আবেদন কাড়ছেন প্রিয়াঙ্কা। কেপ দেওয়া সাইড স্লিট গাউন পরেছেন তিনি। গাউনে সিকুইনের ঝলমলে আমেজ। কানে শোভা পাচ্ছে কালো স্টাড, ওয়েট হেয়ারস্টাইল করেছেন সঙ্গে। জুটি হয়েছে ম্যাচিং ব্লক পাম্প হিল
৫/১৩
ডুয়েল শেডের গোলাপি শাড়ির সঙ্গে লাল ব্লাউজ বেছে নিয়েছেন তিনি। কানে আর হাতে পরেছেন কুন্দনের স্টেটমেন্ট জুয়েলারি
ডুয়েল শেডের গোলাপি শাড়ির সঙ্গে লাল ব্লাউজ বেছে নিয়েছেন তিনি। কানে আর হাতে পরেছেন কুন্দনের স্টেটমেন্ট জুয়েলারি
৬/১৩
স্টাইলিশ সাদা টি শার্টের সঙ্গে ডেনিম শর্টসের লুকে ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা।
স্টাইলিশ সাদা টি শার্টের সঙ্গে ডেনিম শর্টসের লুকে ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা।
৭/১৩
লেমন ইয়ালো মিনি ড্রেসে যেন আলো ছড়াচ্ছেন তিনি। কাঁধে দৃশ্যমান স্টাইলিশ ট্যাটু। আর কানে পরেছেন সাদা পাথরের রিং দুল
লেমন ইয়ালো মিনি ড্রেসে যেন আলো ছড়াচ্ছেন তিনি। কাঁধে দৃশ্যমান স্টাইলিশ ট্যাটু। আর কানে পরেছেন সাদা পাথরের রিং দুল
৮/১৩
 সুইটহার্ট নেকের স্টেটমেন্ট ব্লাউজের সঙ্গে মুক্তার পাড় বসানো একরঙা শাড়ি পরেছেন অভিনেত্রী। গলা খালি রেখে শুধু কানে পরতে বেছে নিয়েছেন ডায়মন্ডের দুল। আর চুলগুলো সফট কার্ল করে পনিটেল করা
সুইটহার্ট নেকের স্টেটমেন্ট ব্লাউজের সঙ্গে মুক্তার পাড় বসানো একরঙা শাড়ি পরেছেন অভিনেত্রী। গলা খালি রেখে শুধু কানে পরতে বেছে নিয়েছেন ডায়মন্ডের দুল। আর চুলগুলো সফট কার্ল করে পনিটেল করা
৯/১৩
ডার্ক টিল মেটালিক আউটফিটে নজর কাড়ছেন প্রিয়াঙ্কা
ডার্ক টিল মেটালিক আউটফিটে নজর কাড়ছেন প্রিয়াঙ্কা
১০/১৩
প্যাস্টেল নীল শাড়িতে শিমারি ছোঁয়া, জুটি হয়েছে সিকুইনের সুইটহার্ট নেকলাইনের ব্লাউজ। সাদা পাথরের মিনিমাল জুয়েলারি পরেছেন এই লুকে তিনি
প্যাস্টেল নীল শাড়িতে শিমারি ছোঁয়া, জুটি হয়েছে সিকুইনের সুইটহার্ট নেকলাইনের ব্লাউজ। সাদা পাথরের মিনিমাল জুয়েলারি পরেছেন এই লুকে তিনি
১১/১৩
একদম বাঙালি এথনিক সাজে ফ্রেমবন্দী হয়েছেন তিনি
একদম বাঙালি এথনিক সাজে ফ্রেমবন্দী হয়েছেন তিনি
১২/১৩
ল্যাভেন্ডার পিংক স্লিভলেস ড্রেসে মিষ্টি লাগছে অভিনেত্রীকে। চুলগুলো মাঝসিঁথি করে ছেঁড়ে রাখা
ল্যাভেন্ডার পিংক স্লিভলেস ড্রেসে মিষ্টি লাগছে অভিনেত্রীকে। চুলগুলো মাঝসিঁথি করে ছেঁড়ে রাখা
১৩/১৩
সাদা স্লিভলেস ব্লাউজের সঙ্গে একরঙা লাল শাড়িতে সব মেয়েকেই সুন্দর লাগে। প্রিয়াঙ্কা এরসঙ্গে পরেছেন অক্সিডাইসের ঝুমকা আর বালা
সাদা স্লিভলেস ব্লাউজের সঙ্গে একরঙা লাল শাড়িতে সব মেয়েকেই সুন্দর লাগে। প্রিয়াঙ্কা এরসঙ্গে পরেছেন অক্সিডাইসের ঝুমকা আর বালা
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৪: ০০
বিজ্ঞাপন