জমকালো আনারকলিতে ঝলমলে ভাবনা
শেয়ার করুন
ফলো করুন

অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে প্রায়ই ন্যাচারল লুকে একদম মেকআপ ছাড়া দেখা যায়। পোশাকও থাকে একেবারে সাদামাটা। আবার মাঝে মাঝে তিনি দেখা দেন একেবারে ঝলমলে সাজপোশাকে। ভাবনাকে গ্ল্যাম লুকেও লাগে সমান আকর্ষণীয়। জমকালো আনারকলিতে ঝলমলে এই সুন্দরী অভিনেত্রীর লুক তাই বলছে।

১/৬
জমকালো লাল পুরো দৈর্ঘ্যের আনারকলি পরেছেন ভাবনা
জমকালো লাল পুরো দৈর্ঘ্যের আনারকলি পরেছেন ভাবনা
বিজ্ঞাপন
২/৬
ফ্লেয়ার দেওয়া বড় ঘের নজর কাড়ছে
ফ্লেয়ার দেওয়া বড় ঘের নজর কাড়ছে
বিজ্ঞাপন
৩/৬
সেই সঙ্গে আবেদন বাড়িয়েছে নিখুঁত ফিটিংয়ের সুইটহার্ট নেকলাইন
সেই সঙ্গে আবেদন বাড়িয়েছে নিখুঁত ফিটিংয়ের সুইটহার্ট নেকলাইন
৪/৬
ফেইস ও শরীরের অপরের অংশে কিছু ক্রিমি ফিনিশের উজ্জ্বল মেকওভার
ফেইস ও শরীরের অপরের অংশে কিছু ক্রিমি ফিনিশের উজ্জ্বল মেকওভার
৫/৬
লম্বা ঝোলানো দুল আর পরিপাটি আপডু হেয়ারস্টাইল দারুণ মানিয়েছে
লম্বা ঝোলানো দুল আর পরিপাটি আপডু হেয়ারস্টাইল দারুণ মানিয়েছে
৬/৬
ডার্ক মুডে তোলা ছবিগুওতে পুরো আনারকলির জমকালো কারুকাজ দিচ্ছে আভিজাত্যময় লুক
ডার্ক মুডে তোলা ছবিগুওতে পুরো আনারকলির জমকালো কারুকাজ দিচ্ছে আভিজাত্যময় লুক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৮: ২৫
বিজ্ঞাপন