অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে প্রায়ই ন্যাচারল লুকে একদম মেকআপ ছাড়া দেখা যায়। পোশাকও থাকে একেবারে সাদামাটা। আবার মাঝে মাঝে তিনি দেখা দেন একেবারে ঝলমলে সাজপোশাকে। ভাবনাকে গ্ল্যাম লুকেও লাগে সমান আকর্ষণীয়। জমকালো আনারকলিতে ঝলমলে এই সুন্দরী অভিনেত্রীর লুক তাই বলছে।