পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের মানুষের কাছেও বেশ জনপ্রিয় দর্শনা বণিক। দর্শনা এমনিতেই অত্যন্ত সুন্দরী। যেকোনো পোশাকেই মানিয়ে যায় তাঁকে। মিষ্টি হাসি আর সুন্দর মুখশ্রীর সঙ্গে তাঁর আকর্ষণীয় ফিগারেরও তারিফ করতে হয়। অভিনেত্রীর ইনস্টাগ্রামে ঢুঁ মেরে দেখা গেল, তিনি বৈচিত্র্যময় সাজপোশাকে অত্যন্ত ফ্যাশনেবলভাবে নিজেকে উপস্থাপন করেন। সম্প্রতি নীল পোশাকের লুকে আবারও তাক লাগালেন তিনি।