নীল গাউনে দর্শনার মোহনীয় লুক
শেয়ার করুন
ফলো করুন

পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের মানুষের কাছেও বেশ জনপ্রিয় দর্শনা বণিক। দর্শনা এমনিতেই অত্যন্ত সুন্দরী। যেকোনো পোশাকেই মানিয়ে যায় তাঁকে। মিষ্টি হাসি আর সুন্দর মুখশ্রীর সঙ্গে তাঁর আকর্ষণীয় ফিগারেরও তারিফ করতে হয়। অভিনেত্রীর ইনস্টাগ্রামে ঢুঁ মেরে দেখা গেল, তিনি বৈচিত্র্যময় সাজপোশাকে অত্যন্ত ফ্যাশনেবলভাবে নিজেকে উপস্থাপন করেন। সম্প্রতি নীল পোশাকের লুকে আবারও তাক লাগালেন তিনি।

১/৪
রয়্যাল ব্লু বডি–হাগিং গাউনে ফ্রেমবন্দী হয়েছেন দর্শনা। মিষ্টি হাসি আর সুন্দর মুখশ্রীর সঙ্গে তাঁর আকর্ষণীয় ফিগারেরও তারিফ করতে হয়।
রয়্যাল ব্লু বডি–হাগিং গাউনে ফ্রেমবন্দী হয়েছেন দর্শনা। মিষ্টি হাসি আর সুন্দর মুখশ্রীর সঙ্গে তাঁর আকর্ষণীয় ফিগারেরও তারিফ করতে হয়।
বিজ্ঞাপন
২/৪
স্ট্র্যাপলেস গাউনটি সিঁড়ি ছুঁয়ে নেমে গেছে নিচে।
স্ট্র্যাপলেস গাউনটি সিঁড়ি ছুঁয়ে নেমে গেছে নিচে।
বিজ্ঞাপন
৩/৪
 গাউনের সঙ্গে চুল খোলা রাখা হয়েছে ন্যাচারাল ওয়েভি স্টাইলে।
গাউনের সঙ্গে চুল খোলা রাখা হয়েছে ন্যাচারাল ওয়েভি স্টাইলে।
৪/৪
লুকে সোনালি জুয়েলারির ছোঁয়া স্পষ্ট। শেল স্টাইল গোল্ডেন ইয়াররিংস ও স্টেটমেন্ট ব্রেসলেটে সাজ হয়েছে পরিপূর্ণ।
লুকে সোনালি জুয়েলারির ছোঁয়া স্পষ্ট। শেল স্টাইল গোল্ডেন ইয়াররিংস ও স্টেটমেন্ট ব্রেসলেটে সাজ হয়েছে পরিপূর্ণ।
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২: ৩০
বিজ্ঞাপন