স্নিগ্ধতা আর আবেদনে ভাবনার দুই বৈশাখী লুক
শেয়ার করুন
ফলো করুন

অভিনেত্রী আশনা হাবিব ভাবনার ন্যাচারাল সৌন্দর্য আর ফ্যাশন সেন্স দুইই ভক্তদেরকে মুগ্ধ করে সবসময়। এবার দুটি বৈশাখী লুকে তাঁকে দেখা গেল একেবারে স্নিগ্ধ আমেজে। এই গরমে এমন শাড়ির সাজ আরাম দেবে, চোখ জুড়াবে।

১/৮
ঘিয়ে রঙের জামদানিতে নতুন বছরের প্রথম দিনটিকে বরণ করে নিয়েছেন ভাবনা। সঙ্গে ম্যাচিং ব্লাউজের ফিটিংটাও চমৎকার
ঘিয়ে রঙের জামদানিতে নতুন বছরের প্রথম দিনটিকে বরণ করে নিয়েছেন ভাবনা। সঙ্গে ম্যাচিং ব্লাউজের ফিটিংটাও চমৎকার
বিজ্ঞাপন
২/৮
ক্ল্যাসিক ঝুমকা আর হারে ট্র্যাডিশনাল লুক রেখেছেন এখানে এই সুন্দরী অভিনেত্রী
ক্ল্যাসিক ঝুমকা আর হারে ট্র্যাডিশনাল লুক রেখেছেন এখানে এই সুন্দরী অভিনেত্রী
বিজ্ঞাপন
৩/৮
মেক আপ খুবই হালকা। পছন্দের লিপস্টিক, মাসকারা আর ব্লাশঅনে সাজ সেরেছেন ভাবনা
মেক আপ খুবই হালকা। পছন্দের লিপস্টিক, মাসকারা আর ব্লাশঅনে সাজ সেরেছেন ভাবনা
৪/৮
নজর কাড়ছে হাতভর্তি লাল চুড়ি আর বাদামি হাইলাইট দেওয়া খোলা চুল
নজর কাড়ছে হাতভর্তি লাল চুড়ি আর বাদামি হাইলাইট দেওয়া খোলা চুল
৫/৮
সরু লাল আর ব্রঞ্জ পাড়ের অফ হোয়াইট শাড়িটিতে শিয়ার ফেব্রিকে একই রঙের কারুকাজ।
সরু লাল আর ব্রঞ্জ পাড়ের অফ হোয়াইট শাড়িটিতে শিয়ার ফেব্রিকে একই রঙের কারুকাজ।
৬/৮
একই বর্ডার দেওয়া ব্লাউজটি স্টেটমেন্ট স্টাইলে বানানো হয়েছে।
একই বর্ডার দেওয়া ব্লাউজটি স্টেটমেন্ট স্টাইলে বানানো হয়েছে।
৭/৮
লাল ঠোঁটের সঙ্গে প্রায় নো মেকআপ লুকে ভাবনা। খোলা চুলে বেড়েছে আকর্ষণ। কানের ঝুমকা আর লাল চুড়ি নজর ক্লাড়ছে
লাল ঠোঁটের সঙ্গে প্রায় নো মেকআপ লুকে ভাবনা। খোলা চুলে বেড়েছে আকর্ষণ। কানের ঝুমকা আর লাল চুড়ি নজর ক্লাড়ছে
৮/৮
পুরো লুকের আবেদন বাড়িয়েছে ব্যাকলেস ব্লাউজ
পুরো লুকের আবেদন বাড়িয়েছে ব্যাকলেস ব্লাউজ

ছবি: আশনা হাবিব ভাবনা

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৯: ০০
বিজ্ঞাপন