এক ডজন গ্ল্যামারাস লুকে নতুন করে নজর কাড়ছেন সৌমিতৃষা
শেয়ার করুন
ফলো করুন

পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীর নাম সৌমিতৃষা কুণ্ডু। জনপ্রিয় ধাররাবাহিক ‘মিঠাই’ তে মুখ্য ভূমিকায় অভিনয় করে লাইমলাইটে আসেন তিনি। তাই তাঁর ডাকনাম এখন হয়ে গেছে ‘মিঠাই রানী’। ছোট পর্দা দিয়ে শোবিজে অভিষেক হলেও ২৪ বছরের এই তরুণী এখন বড় পর্দার চমক। কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মেও। সম্প্রতি সাড়া ফেলে দেওয়া ধারাবাহিক কালরাত্রি দিয়ে তিনি আবার লাইমলাইটে। টলিউডের অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয় সৌমিতৃষাকে। ভালো অভিনয়ের পাশাপাশি ফ্যাশনের ব্যাপারেও দারুণ সচেতন তিনি। এর প্রমাণ তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল। সেখানে পোস্ট করা আবেদনময় আর স্টাইলিশ ছবিগুলো দেখে নেওয়া যাক।

১/১২
লেহেঙ্গা আর সাজে একদম রাজকন্যার মতো লাগছে তাঁকে এখানে
লেহেঙ্গা আর সাজে একদম রাজকন্যার মতো লাগছে তাঁকে এখানে
বিজ্ঞাপন
২/১২
মেরুনরঙা ওয়ান শোল্ডার ও থাই স্লিট গাউনে অভিনেত্রী। সঙ্গে পরেছেন পান্নাত জুয়েলারি।
মেরুনরঙা ওয়ান শোল্ডার ও থাই স্লিট গাউনে অভিনেত্রী। সঙ্গে পরেছেন পান্নাত জুয়েলারি।
বিজ্ঞাপন
৩/১২
সিলভার সিকুইনের ঝলমলে শাড়ির লুকে গর্জিয়াস সৌমিতৃষা
সিলভার সিকুইনের ঝলমলে শাড়ির লুকে গর্জিয়াস সৌমিতৃষা
৪/১২
আবেদন ছড়াচ্ছেন অভিনেত্রী তাঁর এই লুকে। পরেছেন সিলভার রঙের কাটআউট প্যাটার্নের সাইড স্লিট গাউন
আবেদন ছড়াচ্ছেন অভিনেত্রী তাঁর এই লুকে। পরেছেন সিলভার রঙের কাটআউট প্যাটার্নের সাইড স্লিট গাউন
৫/১২
ট্র্যাডিশনাল সাজে অভিনেত্রী বেছে নিয়েছেন খুব সুন্দর একটা বেনারসি শাড়ি। সঙ্গে পরেছেন মানানসই গোল্ড জুয়েলারি
ট্র্যাডিশনাল সাজে অভিনেত্রী বেছে নিয়েছেন খুব সুন্দর একটা বেনারসি শাড়ি। সঙ্গে পরেছেন মানানসই গোল্ড জুয়েলারি
৬/১২
ফিউশনধর্মী আউটফিটে অন্য রকম সৌমিতৃষা। সঙ্গে পরেছেন ফুল, পাখি মোটিফের জুয়েলারি
ফিউশনধর্মী আউটফিটে অন্য রকম সৌমিতৃষা। সঙ্গে পরেছেন ফুল, পাখি মোটিফের জুয়েলারি
৭/১২
প্রকৃতির সঙ্গে মিশে যেতে সাদা-নীল ডুয়েল টোনের জর্জেট শাড়ি পরেছেন তিনি
প্রকৃতির সঙ্গে মিশে যেতে সাদা-নীল ডুয়েল টোনের জর্জেট শাড়ি পরেছেন তিনি
৮/১২
ফ্লোরাল অ্যাপ্লিকের স্লিভলেস ড্রেসে মিষ্টি লাগছে তাঁকে
ফ্লোরাল অ্যাপ্লিকের স্লিভলেস ড্রেসে মিষ্টি লাগছে তাঁকে
৯/১২
হলুদ স্যুটে ‘বস লেডি’ লুকে অভিনেত্রী
হলুদ স্যুটে ‘বস লেডি’ লুকে অভিনেত্রী
১০/১২
 মিষ্টি সৌমিতৃষা ধরা দিয়েছেন কালো স্লিভলেস মিডি ড্রেসে। সামনের অংশে রঙিন সুতার কাঁথা স্টিচের কাজ ফুটে উঠেছে। এর সঙ্গে মিনিমাল মেকআপ আর কানে ঝুমকা পরেছেন
মিষ্টি সৌমিতৃষা ধরা দিয়েছেন কালো স্লিভলেস মিডি ড্রেসে। সামনের অংশে রঙিন সুতার কাঁথা স্টিচের কাজ ফুটে উঠেছে। এর সঙ্গে মিনিমাল মেকআপ আর কানে ঝুমকা পরেছেন
১১/১২
আকর্ষণীয় স্ট্রেপলেস ড্রেসের সঙ্গে স্টেটমেন্ট দুল আর ন্যুড মেকআপে ফ্রেমবন্দী হয়েছেন তিনি
আকর্ষণীয় স্ট্রেপলেস ড্রেসের সঙ্গে স্টেটমেন্ট দুল আর ন্যুড মেকআপে ফ্রেমবন্দী হয়েছেন তিনি
১২/১২
সাক্ষাৎ দেবী রূপে যেন ধরা দিয়েছেন তিনি। সাদা সুতার কাজ করা লাল শাড়ি পরেছেন। ছেড়ে রাখা লম্বা চুল। গোল্ডের জুয়েলারি আর মেকআপে অভিনেত্রীর সৌন্দর্য যেন উপচে পড়ছে
সাক্ষাৎ দেবী রূপে যেন ধরা দিয়েছেন তিনি। সাদা সুতার কাজ করা লাল শাড়ি পরেছেন। ছেড়ে রাখা লম্বা চুল। গোল্ডের জুয়েলারি আর মেকআপে অভিনেত্রীর সৌন্দর্য যেন উপচে পড়ছে
প্রকাশ: ২৬ মে ২০২৫, ০২: ০০
বিজ্ঞাপন