পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীর নাম সৌমিতৃষা কুণ্ডু। জনপ্রিয় ধাররাবাহিক ‘মিঠাই’ তে মুখ্য ভূমিকায় অভিনয় করে লাইমলাইটে আসেন তিনি। তাই তাঁর ডাকনাম এখন হয়ে গেছে ‘মিঠাই রানী’। ছোট পর্দা দিয়ে শোবিজে অভিষেক হলেও ২৪ বছরের এই তরুণী এখন বড় পর্দার চমক। কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মেও। সম্প্রতি সাড়া ফেলে দেওয়া ধারাবাহিক কালরাত্রি দিয়ে তিনি আবার লাইমলাইটে। টলিউডের অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয় সৌমিতৃষাকে। ভালো অভিনয়ের পাশাপাশি ফ্যাশনের ব্যাপারেও দারুণ সচেতন তিনি। এর প্রমাণ তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল। সেখানে পোস্ট করা আবেদনময় আর স্টাইলিশ ছবিগুলো দেখে নেওয়া যাক।