তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ভাষার সিনেমাজগতের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া সরন। বলিউডেও বেশ নামডাক আছে তাঁর। বি–টাউনে দুই যুগ আগে অভিষেক হলেও সবচেয়ে দর্শক সমাদর পেয়েছেন ২০০৭ সালে আওয়ারাপন ও দুই পর্বের দৃশ্যম সিনেমায় অভিনয় করে। মেধাবী এই তারকা অভিনয় করেছেন আমেরিকান ও কানাডিয়ান সিনেমায়ও। তিনি শুধু অভিনয় নয়, ফ্যাশন বোধের কারণেও দক্ষিণে বেশ সুপরিচিত। শ্রিয়ার অফিশিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে গেলেই দেখা যায়, তাঁর দুর্দান্ত সব স্টাইলিশ লুক। অনেক ভক্ত তাঁর স্টাইল অনুসরণ করার চেষ্টা করেন। হাল ফ্যাশনের পাঠকদের জন্য আজ রইল সুন্দরী ও মেধাবী অভিনেত্রীর বেশ কিছু স্টাইলিশ ছবি।
ছবি: শ্রিয়া সরনের ইন্সটাগ্রাম