মন মাতাচ্ছেন দক্ষিণি সুন্দরী শ্রিয়া সরন, দেখে নিন তাঁর ১ ডজন লুক
শেয়ার করুন
ফলো করুন

তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ভাষার সিনেমাজগতের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া সরন। বলিউডেও বেশ নামডাক আছে তাঁর। বি–টাউনে দুই যুগ আগে অভিষেক হলেও সবচেয়ে দর্শক সমাদর পেয়েছেন ২০০৭ সালে আওয়ারাপন ও দুই পর্বের দৃশ্যম সিনেমায় অভিনয় করে। মেধাবী এই তারকা অভিনয় করেছেন আমেরিকান ও কানাডিয়ান সিনেমায়ও। তিনি শুধু অভিনয় নয়, ফ্যাশন বোধের কারণেও দক্ষিণে বেশ সুপরিচিত। শ্রিয়ার অফিশিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে গেলেই দেখা যায়, তাঁর দুর্দান্ত সব স্টাইলিশ লুক। অনেক ভক্ত তাঁর স্টাইল অনুসরণ করার চেষ্টা করেন। হাল ফ্যাশনের পাঠকদের জন্য আজ রইল সুন্দরী ও মেধাবী অভিনেত্রীর বেশ কিছু স্টাইলিশ ছবি।

বিজ্ঞাপন
১/১২
বোল্ড নেকলাইনের জমকালো ব্লাউজ আর ম্যাচিং বেবি পিংক শাড়িতে শ্রিয়া সরন
বোল্ড নেকলাইনের জমকালো ব্লাউজ আর ম্যাচিং বেবি পিংক শাড়িতে শ্রিয়া সরন
বিজ্ঞাপন
২/১২
সাদা ফ্লাফ ডিটেইলের স্লিভস থেকে ট্রেন নেমে গিয়েছে। আর ডিপ নেকলাইনের নুডল স্ট্র্যাপের কালো টপের সঙ্গে হাই থাই স্লিট স্কার্ট পরেছেন শ্রিয়া
সাদা ফ্লাফ ডিটেইলের স্লিভস থেকে ট্রেন নেমে গিয়েছে। আর ডিপ নেকলাইনের নুডল স্ট্র্যাপের কালো টপের সঙ্গে হাই থাই স্লিট স্কার্ট পরেছেন শ্রিয়া
৩/১২
ফুলেল কাজের বর্ণিল টপ আর হলুদ স্কার্টের সঙ্গে একই ফেব্রিকের ড্রেপে সুন্দর এই অভিনেত্রী
ফুলেল কাজের বর্ণিল টপ আর হলুদ স্কার্টের সঙ্গে একই ফেব্রিকের ড্রেপে সুন্দর এই অভিনেত্রী
৪/১২
ক্ল্যাসিক সিকুইনের শিয়ার ফেব্রিকের কালো শাড়ি আর ম্যাচিং স্লিভলেস ব্লাউজে আকর্ষণীয় শ্রিয়া
ক্ল্যাসিক সিকুইনের শিয়ার ফেব্রিকের কালো শাড়ি আর ম্যাচিং স্লিভলেস ব্লাউজে আকর্ষণীয় শ্রিয়া
৫/১২
কাট আউট ডিজাইনকে অন্য মাত্রায় নিয়ে গেছে শ্রিয়া সরনের এই থাই স্লিট গাউনটি
কাট আউট ডিজাইনকে অন্য মাত্রায় নিয়ে গেছে শ্রিয়া সরনের এই থাই স্লিট গাউনটি
৬/১২
শার্টলেস লুকে শ্রিয়ার এই জমকালো জ্যাকেটের লুকে পূর্ণতা এনেছে ততোধিক জমকালো গয়না।
শার্টলেস লুকে শ্রিয়ার এই জমকালো জ্যাকেটের লুকে পূর্ণতা এনেছে ততোধিক জমকালো গয়না।
৭/১২
দক্ষিণি সুন্দরীর হলুদ স্লিটেড স্কার্ট আর ম্যাচিং টপে একই কারুকাজ করা।
দক্ষিণি সুন্দরীর হলুদ স্লিটেড স্কার্ট আর ম্যাচিং টপে একই কারুকাজ করা।
৮/১২
ক্ল্যাসিক সাউথ লুকে শ্রিয়া। ডিপ নেক ব্লাউজ আর ম্যাজেন্টা শাড়িতে আবেদনের ছোঁয়া
ক্ল্যাসিক সাউথ লুকে শ্রিয়া। ডিপ নেক ব্লাউজ আর ম্যাজেন্টা শাড়িতে আবেদনের ছোঁয়া
৯/১২
মেটালিক রুপালি আউটফিটে শ্রিয়া
মেটালিক রুপালি আউটফিটে শ্রিয়া
১০/১২
কালো সোনালি জমকালো টু পিস আউটফিট মানিয়েছে খুব শ্রিয়াকে।
কালো সোনালি জমকালো টু পিস আউটফিট মানিয়েছে খুব শ্রিয়াকে।
১১/১২
সোনালি মেটালিক স্লিভলেস ড্রেসে শ্রিয়া
সোনালি মেটালিক স্লিভলেস ড্রেসে শ্রিয়া
১২/১২
সাদা শিফন শাড়ি আর ম্যাচিং ব্লাউজে আবেদন ছড়াচ্ছেন এই সুন্দরী অভিনেত্রী
সাদা শিফন শাড়ি আর ম্যাচিং ব্লাউজে আবেদন ছড়াচ্ছেন এই সুন্দরী অভিনেত্রী

ছবি: শ্রিয়া সরনের ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১৩: ৪৮
বিজ্ঞাপন