
নো মেকআপ, ক্যাজুয়াল বা গ্ল্যামারাস লুকে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা একই রকম সুন্দর। কখনও ভ্যাকেশন লুকে তিনি আবেদন ছড়ান। কখনও বিয়েবাড়ির সাজে মুগ্ধ করেন। সাদামাটা শাড়ির সাজ বা ক্যাজুয়াল ওয়েস্টার্ন লুকে নজর কাড়েন। বছর জুড়ে এই সুন্দরী অভিনেত্রীর যত ইউনিক ফ্যাশন মুহূর্ত দেখে মনে হয়, আর যেন নেই কোনও ভাবনা।










ছবি: ভাবনার ইন্সটাগ্রাম