ননগ্ল্যামারাস চরিত্রে সুপারহিট অভিনেত্রী যখন আবেদন ছড়ান যত গ্ল্যামারগার্ল লুকে
শেয়ার করুন
ফলো করুন

বলিউডের মিষ্টি মেয়ে মেধা শংকর অভিনয়জগতে পা রেখেছিলেন ২০১৯ সালে একটি ব্রিটিশ সিরিজ দিয়ে। এরপর ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় সালোয়ার–কামিজের সাদামাটা সাজে তিনি জয় করেছিলেন অসংখ্য পুরুষের হৃদয়। তবে এই এক সিনেমার চরিত্রের ইমেজ ভেঙে মেধা নিজেকে উপস্থাপন করছেন নানা গ্ল্যামারাস লুকে। স্লিপড্রেস, গাউন বা বডিকন পোশাকে ছিপছিপে গড়নের সুন্দরী মেধা নজর কাড়ছেন বেশ। এবার চলুন ইনস্টাগ্রামে ঢুঁ মেরে এই অভিনেত্রীর গ্ল্যামার গার্ল লুকগুলো দেখে আসি।

১/৭
কালো স্ট্র্যাপলেস শিমারি ড্রেসের সঙ্গে সিলভার জুয়েলারি পরেছেন মেধা। বেশ আকর্ষণ কাড়ছেন তিনি এই লুকে।
কালো স্ট্র্যাপলেস শিমারি ড্রেসের সঙ্গে সিলভার জুয়েলারি পরেছেন মেধা। বেশ আকর্ষণ কাড়ছেন তিনি এই লুকে।
বিজ্ঞাপন
২/৭
এই লুকে স্টাইলিশ মেধা পরেছেন নজরকাড়া ওয়ান শোল্ডার, স্লিট গাউন। সি থ্রু ফেব্রিকের ওপর ম্যাজেন্টা, সবুজ ফুল–পাতার নিখুঁত ফ্লোরাল নকশা ফুটে উঠেছে তাঁর ড্রেসে।
এই লুকে স্টাইলিশ মেধা পরেছেন নজরকাড়া ওয়ান শোল্ডার, স্লিট গাউন। সি থ্রু ফেব্রিকের ওপর ম্যাজেন্টা, সবুজ ফুল–পাতার নিখুঁত ফ্লোরাল নকশা ফুটে উঠেছে তাঁর ড্রেসে।
বিজ্ঞাপন
৩/৭
ব্রালেট আর প্লিটেড ডেনিম প্যান্টের লুকে জেন-জি ভাইব ছড়াচ্ছেন মেধা।
ব্রালেট আর প্লিটেড ডেনিম প্যান্টের লুকে জেন-জি ভাইব ছড়াচ্ছেন মেধা।
৪/৭
কাটআউট পোশাকে ফ্রেমবন্দী হয়েছেন গ্ল্যামার গার্ল।
কাটআউট পোশাকে ফ্রেমবন্দী হয়েছেন গ্ল্যামার গার্ল।
৫/৭
কালো হল্টারনেক বো টপের সঙ্গে জুটি হয়ে সাদা শর্টস।
কালো হল্টারনেক বো টপের সঙ্গে জুটি হয়ে সাদা শর্টস।
৬/৭
স্ট্র্যাপলেস গাউনে ছিমছাম সুন্দর লাগছে অভিনেত্রীকে। সঙ্গে পরেছেন নীল–সাদা পাথরের চোকার আর দুল।
স্ট্র্যাপলেস গাউনে ছিমছাম সুন্দর লাগছে অভিনেত্রীকে। সঙ্গে পরেছেন নীল–সাদা পাথরের চোকার আর দুল।
৭/৭
সেমি স্পোর্টি লুকে মেধা ধরা দিয়েছেন ক্যামেরায়। ঢিলেঢালা টি–শার্ট, ডেনিম শর্টসের সঙ্গে মোজা আর স্নিকার্স পরেছেন এই জেন–জি তারকা।
সেমি স্পোর্টি লুকে মেধা ধরা দিয়েছেন ক্যামেরায়। ঢিলেঢালা টি–শার্ট, ডেনিম শর্টসের সঙ্গে মোজা আর স্নিকার্স পরেছেন এই জেন–জি তারকা।
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৪: ০০
বিজ্ঞাপন