বলিউডের মিষ্টি মেয়ে মেধা শংকর অভিনয়জগতে পা রেখেছিলেন ২০১৯ সালে একটি ব্রিটিশ সিরিজ দিয়ে। এরপর ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় সালোয়ার–কামিজের সাদামাটা সাজে তিনি জয় করেছিলেন অসংখ্য পুরুষের হৃদয়। তবে এই এক সিনেমার চরিত্রের ইমেজ ভেঙে মেধা নিজেকে উপস্থাপন করছেন নানা গ্ল্যামারাস লুকে। স্লিপড্রেস, গাউন বা বডিকন পোশাকে ছিপছিপে গড়নের সুন্দরী মেধা নজর কাড়ছেন বেশ। এবার চলুন ইনস্টাগ্রামে ঢুঁ মেরে এই অভিনেত্রীর গ্ল্যামার গার্ল লুকগুলো দেখে আসি।