ব্যস্ত শিডিউল সামলেও ঘুরে বেড়ানোর জন্য বরাবরই সময় বের করে নেন বলিউডের জেন-জি অভিনেত্রী অনন্যা পান্ডে। তাঁর ইনস্টাগ্রামে চোখ রাখলেই বোঝা যায়—ভ্রমণ তাঁর জীবনের এক বড় অংশ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে গ্রিসের স্বপ্নের দ্বীপ মাইকোনোস—প্রতিটি গন্তব্যই অনন্যা ছুঁয়ে গেছেন নিজস্ব ছন্দে। কখনো সমুদ্রবিলাস, কখনো সবুজে ঘেরা অভয়ারণ্যে ঘুরে বেড়ানো, আবার বন্ধু কিংবা পোষ্যদের নিয়ে সময় কাটানো মুহূর্ত—সবকিছুই তিনি ভাগ করে নিয়েছেন ফলোয়ারদের সঙ্গে। ভ্রমণেও স্টাইলের বিষয়ে সচেতন অনন্যা। তবে চড়া সাজ নয়; বরং ন্যাচারাল বিউটি আর সহজাত ফ্যাশন সেন্সই তাঁর সিগনেচার। এ সফরজুড়ে অনন্যা যেন বারবার প্রমাণ করেছেন, ভ্রমণ শুধু রিলাক্সেশন নয়; বরং প্রতিটি মুহূর্ত অনুভব আর উপভোগ করা।