অনন্যা পাণ্ডের ভ্রমণ ডায়েরি : ফ্লোরিডা থেকে গ্রিস
শেয়ার করুন
ফলো করুন

ব্যস্ত শিডিউল সামলেও ঘুরে বেড়ানোর জন্য বরাবরই সময় বের করে নেন বলিউডের জেন-জি অভিনেত্রী অনন্যা পান্ডে। তাঁর ইনস্টাগ্রামে চোখ রাখলেই বোঝা যায়—ভ্রমণ তাঁর জীবনের এক বড় অংশ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে গ্রিসের স্বপ্নের দ্বীপ মাইকোনোস—প্রতিটি গন্তব্যই অনন্যা ছুঁয়ে গেছেন নিজস্ব ছন্দে। কখনো সমুদ্রবিলাস, কখনো সবুজে ঘেরা অভয়ারণ্যে ঘুরে বেড়ানো, আবার বন্ধু কিংবা পোষ্যদের নিয়ে সময় কাটানো মুহূর্ত—সবকিছুই তিনি ভাগ করে নিয়েছেন ফলোয়ারদের সঙ্গে। ভ্রমণেও স্টাইলের বিষয়ে সচেতন অনন্যা। তবে চড়া সাজ নয়; বরং ন্যাচারাল বিউটি আর সহজাত ফ্যাশন সেন্সই তাঁর সিগনেচার। এ সফরজুড়ে অনন্যা যেন বারবার প্রমাণ করেছেন, ভ্রমণ শুধু রিলাক্সেশন নয়; বরং প্রতিটি মুহূর্ত অনুভব আর উপভোগ করা।

গ্রিসের স্বপ্নের দ্বীপ মাইকোনোস ডায়েরি

১/১২
নীল-কমলায় রাঙানো আকাশ আর সূর্যাস্তকে সঙ্গে নিয়ে ফ্রেমে ধরা দিয়েছেন গ্ল্যামারাস অনন্যা। ফ্লোরাল নকশার গোলাপি সিকুইন মিনিড্রেস পরেছেন তিনি। গলা, কান আর হাতে শোভা বাড়িয়েছে মিনিমাল গোল্ডের জুয়েলারি
নীল-কমলায় রাঙানো আকাশ আর সূর্যাস্তকে সঙ্গে নিয়ে ফ্রেমে ধরা দিয়েছেন গ্ল্যামারাস অনন্যা। ফ্লোরাল নকশার গোলাপি সিকুইন মিনিড্রেস পরেছেন তিনি। গলা, কান আর হাতে শোভা বাড়িয়েছে মিনিমাল গোল্ডের জুয়েলারি
২/১২
পেছনের নীল পানিতে ছুটে বেড়াচ্ছে স্পিডবোড। গ্রিসের এই আইকনিক দ্বীপের সামনেই  সাদা ফ্লোরাল টপ আর কালারফুল মিনিস্কার্ট পরে পোজ দিয়েছেন স্টাইলিশ অনন্যা
পেছনের নীল পানিতে ছুটে বেড়াচ্ছে স্পিডবোড। গ্রিসের এই আইকনিক দ্বীপের সামনেই  সাদা ফ্লোরাল টপ আর কালারফুল মিনিস্কার্ট পরে পোজ দিয়েছেন স্টাইলিশ অনন্যা
৩/১২
সামার ড্রিংকস হাতে ‘রোদবিলাস’ করছেন তিনি। পরনে আরামদায়ক স্লিভলেস টপ আর বটম
সামার ড্রিংকস হাতে ‘রোদবিলাস’ করছেন তিনি। পরনে আরামদায়ক স্লিভলেস টপ আর বটম
৪/১২
গ্রিসের পার্টি আইল্যান্ডও বলা হয় মাইকোনোসকে। পার্টি মুডেই তাই অনন্যা এবং তাঁর গার্লস গ্রুপ ফ্রেমবন্দি হয়েছেন। সবাই টুইনিং করেছেন সাদা পোশাকে
গ্রিসের পার্টি আইল্যান্ডও বলা হয় মাইকোনোসকে। পার্টি মুডেই তাই অনন্যা এবং তাঁর গার্লস গ্রুপ ফ্রেমবন্দি হয়েছেন। সবাই টুইনিং করেছেন সাদা পোশাকে
বিজ্ঞাপন

ফ্লোরিডার মিয়ামিতে কাটানো সময়

৫/১২
মিয়ামির রোদেলা সৈকতে প্রিয় পোষ্যর সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন অনন্যা। ব্যাকগ্রাউন্ডের নীল জলরাশির সঙ্গে সাদা টপ আর পালাজ্জোয় বেশ সুন্দর লাগছে
মিয়ামির রোদেলা সৈকতে প্রিয় পোষ্যর সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন অনন্যা। ব্যাকগ্রাউন্ডের নীল জলরাশির সঙ্গে সাদা টপ আর পালাজ্জোয় বেশ সুন্দর লাগছে
৬/১২
এই লুকে অভিনেত্রী বেছে নিয়েছেন আইভরি রঙের একটা স্লিভলেস টপ আর ডেনিম শর্টস। স্ট্যাইলিস্ট সানগ্লাস তাঁর চোখে
এই লুকে অভিনেত্রী বেছে নিয়েছেন আইভরি রঙের একটা স্লিভলেস টপ আর ডেনিম শর্টস। স্ট্যাইলিস্ট সানগ্লাস তাঁর চোখে
৭/১২
মাথায় ডেনিম হ্যাট, পরনে কালো টি–শার্ট , ডেনিম শর্টস আর পায়ে শ্যানেলের কালো বুট। জেন–জি আমেজে ধরা দিয়েছেন জেন–জি অভিনেত্রী
মাথায় ডেনিম হ্যাট, পরনে কালো টি–শার্ট , ডেনিম শর্টস আর পায়ে শ্যানেলের কালো বুট। জেন–জি আমেজে ধরা দিয়েছেন জেন–জি অভিনেত্রী
৮/১২
স্ট্র্যাপলেস গাউন পরেছেন অনন্যা। গ্লাসের বাইরে দিয়ে দেখছেন পছন্দের শহরকে।
স্ট্র্যাপলেস গাউন পরেছেন অনন্যা। গ্লাসের বাইরে দিয়ে দেখছেন পছন্দের শহরকে।
৯/১২
নীল-সাদা নিটেড টপের সঙ্গে সাদা মিনি স্কার্টে ফ্রেমবন্দি হয়েছেন অনন্যা। ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটি ময়ূরের পেইন্টিং ছবিটিকে যেন প্রাণ দিয়েছে
নীল-সাদা নিটেড টপের সঙ্গে সাদা মিনি স্কার্টে ফ্রেমবন্দি হয়েছেন অনন্যা। ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটি ময়ূরের পেইন্টিং ছবিটিকে যেন প্রাণ দিয়েছে
১০/১২
পশুপাখির প্রতি ভালোবাসা অনন্যার একটি সুন্দর দিক। এখানে বানরের বাচ্চাকে খাবার খাওয়াচ্ছেন অভিনেত্রী
পশুপাখির প্রতি ভালোবাসা অনন্যার একটি সুন্দর দিক। এখানে বানরের বাচ্চাকে খাবার খাওয়াচ্ছেন অভিনেত্রী
১১/১২
কাঁঠালবাগানে প্রকৃতির সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী
কাঁঠালবাগানে প্রকৃতির সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী
১২/১২
লিচু হাতে পোজ দিয়েছেন অভিনেত্রী। আর পরনে ধূসর রঙের ট্যাংক টপ আর গলায় ও হাতে মিনিমাল জুয়েলারি।
লিচু হাতে পোজ দিয়েছেন অভিনেত্রী। আর পরনে ধূসর রঙের ট্যাংক টপ আর গলায় ও হাতে মিনিমাল জুয়েলারি।
বিজ্ঞাপন
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৫: ১৬
বিজ্ঞাপন