কফি রঙের আউটফিটে তারকারা
শেয়ার করুন
ফলো করুন

কফি পান করতে যেমন ভালো লাগে, তেমনই এই রঙের আউটফিটে যেকোনো মানুষই হয়ে উঠতে পারেন ফ্যাশনিস্তা। কফির রং মূলত ব্রাউন বা বাদামি। তবে কফি বিনের ধরনের ওপর নির্ভর করে এর শেড। বাংলাদেশি অভিনেত্রীরা বিভিন্ন সময় বেছে নিয়েছেন এই রঙের মনমাতানো সব আউটফিট। আজ আন্তর্জাতিক কফি দিবসে প্রিয় তারকাদের ছবিগুলো দেখে নেওয়া যাক।

বিজ্ঞাপন
১/১০
তাসনিয়া ফারিণের শাড়িতে রয়েছে কফি রঙের আমেজ।
তাসনিয়া ফারিণের শাড়িতে রয়েছে কফি রঙের আমেজ।
বিজ্ঞাপন
২/১০
নব্বই দশকের অনুপ্রাণিত কফি রঙের সাটিন স্লিপ ড্রেসে লাস্যময়ী অভিনেত্রী নুসরাত ফারিয়া।
নব্বই দশকের অনুপ্রাণিত কফি রঙের সাটিন স্লিপ ড্রেসে লাস্যময়ী অভিনেত্রী নুসরাত ফারিয়া।
৩/১০
হলুদ আর কফি রঙের মিশেলে অভিনেত্রী নাজিফা তুষি যেন হয়ে উঠেছেন আরও বেশি মোহময়ী। কফি বা ডার্ক ব্রাউন ব্লাউজের সঙ্গে তাঁর ফ্লোরাল শাড়ি বেশ ফুটেছে।
হলুদ আর কফি রঙের মিশেলে অভিনেত্রী নাজিফা তুষি যেন হয়ে উঠেছেন আরও বেশি মোহময়ী। কফি বা ডার্ক ব্রাউন ব্লাউজের সঙ্গে তাঁর ফ্লোরাল শাড়ি বেশ ফুটেছে।
৪/১০
তারকা অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ফ্রেমবন্দী হয়েছেন কফি রঙের অসাধারণ লেদার আউটফিটে। ওপরের অংশে তিনি পরেছেন স্ট্র্যাপলেস টপ আর বটমে হাইওয়েস্ট ফ্লেয়ার প্যান্ট।
তারকা অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ফ্রেমবন্দী হয়েছেন কফি রঙের অসাধারণ লেদার আউটফিটে। ওপরের অংশে তিনি পরেছেন স্ট্র্যাপলেস টপ আর বটমে হাইওয়েস্ট ফ্লেয়ার প্যান্ট।
৫/১০
কফি আর সাদা রঙের অসাধারণ একটি ট্রাউজার সেট পরেছেন অভিনেত্রী পূজা চেরি।
কফি আর সাদা রঙের অসাধারণ একটি ট্রাউজার সেট পরেছেন অভিনেত্রী পূজা চেরি।
৬/১০
এই ছবিতে অভিনেত্রী বেছে নিয়েছেন কফি রঙের কুর্তি।
এই ছবিতে অভিনেত্রী বেছে নিয়েছেন কফি রঙের কুর্তি।
৭/১০
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ফ্রেমবন্দী হয়েছেন কফিরঙা বল প্রিন্ট জামায়।
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ফ্রেমবন্দী হয়েছেন কফিরঙা বল প্রিন্ট জামায়।
৮/১০
হালের জেন-জি তারকা অভিনেত্রী সাদিয়া আয়মানের এই আউটফিটটি বেশ পছন্দ তাঁর ফ্যাশনিস্তা ভক্তদের। সাদা ডেনিম জ্যাকেটের নিচে কফি রঙের স্লিভলেস টারটেল নেকের টপ স্টাইল বাড়িয়েছে দ্বিগুণ।
হালের জেন-জি তারকা অভিনেত্রী সাদিয়া আয়মানের এই আউটফিটটি বেশ পছন্দ তাঁর ফ্যাশনিস্তা ভক্তদের। সাদা ডেনিম জ্যাকেটের নিচে কফি রঙের স্লিভলেস টারটেল নেকের টপ স্টাইল বাড়িয়েছে দ্বিগুণ।
৯/১০
সুন্দরী তারকা অভিনেত্রী জয়া আহসান পরেছেন কো-অর্ড। তাঁর পোশাকে ফুটে উঠেছে কফি রঙের খেলা।
সুন্দরী তারকা অভিনেত্রী জয়া আহসান পরেছেন কো-অর্ড। তাঁর পোশাকে ফুটে উঠেছে কফি রঙের খেলা।
১০/১০
ডেনিম প্যান্ট আর জ্যাকেটের সঙ্গে জুটি বেঁধেছে হাই নেক কফিরঙা স্লিভলেস টপ। সব মিলিয়ে বেশ স্টাইলিশ লাগছে অভিনেত্রী মুমতাহিনা টয়াকে।
ডেনিম প্যান্ট আর জ্যাকেটের সঙ্গে জুটি বেঁধেছে হাই নেক কফিরঙা স্লিভলেস টপ। সব মিলিয়ে বেশ স্টাইলিশ লাগছে অভিনেত্রী মুমতাহিনা টয়াকে।
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৮: ৩০
বিজ্ঞাপন