মুক্তাখচিত বোল্ড ফ্যাশনে নজরকাড়া শানায়া
শেয়ার করুন
ফলো করুন

বলিউডের জেন-জি অভিনেত্রীদের মধ্যে শানায়া কাপুর যেন বেশিই নজর কাড়ছেন সাম্প্রতিক সময়ে। এই অপরূপা সুন্দরী অভিনেত্রীকে দেখা যায় সব রকমের পোশাকেই। সব মিলিয়ে তিনি নিজের মতো করেই তৈরি করেছেন নিজের সাজপোশাকের স্টাইল। সম্প্রতি মনীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে চোখধাঁধানো লুকে হাজির হন তিনি।

১/৮
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজাইনার মনীশ মালহোত্রার দিওয়ালি ব্যাশ-এ বিশেষ নজর কেড়েছেন শানায়া কাপুর।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজাইনার মনীশ মালহোত্রার দিওয়ালি ব্যাশ-এ বিশেষ নজর কেড়েছেন শানায়া কাপুর।
বিজ্ঞাপন
২/৮
তাঁর পরনে ফিউশন স্টাইলের সিলভার লেহেঙ্গা। পুরো পোশাকেই নজর কাড়ছে সাদা পাথর আর মুক্তাখচিত কারুকাজ।
তাঁর পরনে ফিউশন স্টাইলের সিলভার লেহেঙ্গা। পুরো পোশাকেই নজর কাড়ছে সাদা পাথর আর মুক্তাখচিত কারুকাজ।
বিজ্ঞাপন
৩/৮
ওয়ান শোল্ডার ব্রালেট স্টাইল ব্লাউজ আর স্ট্রেইট-ফিট ম্যাক্সি স্কার্টের জুটিতে ফুটে উঠেছে আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন।
ওয়ান শোল্ডার ব্রালেট স্টাইল ব্লাউজ আর স্ট্রেইট-ফিট ম্যাক্সি স্কার্টের জুটিতে ফুটে উঠেছে আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন।
৪/৮
ব্রালেটের বোল্ড সাইড-কাটআউট নকশা যোগ করেছে এক আধুনিক আবেদন। সঙ্গে এক পাশে স্টাইল করে নিয়েছেন মুক্তাসজ্জিত নেটের ওড়না।
ব্রালেটের বোল্ড সাইড-কাটআউট নকশা যোগ করেছে এক আধুনিক আবেদন। সঙ্গে এক পাশে স্টাইল করে নিয়েছেন মুক্তাসজ্জিত নেটের ওড়না।
৫/৮
মূলত ট্রেন্ডি কাট আর  সমসাময়িক স্টাইলের নিখুঁত মিশ্রণ প্রকাশ পেয়েছে শানায়ার লুকে।
মূলত ট্রেন্ডি কাট আর  সমসাময়িক স্টাইলের নিখুঁত মিশ্রণ প্রকাশ পেয়েছে শানায়ার লুকে।
৬/৮
মিনিমাল জুয়েলারি বেছে নিয়েছেন তিনি। শুধু কানে পরেছেন ডায়মন্ড স্টাড আর হাতে আংটি।
মিনিমাল জুয়েলারি বেছে নিয়েছেন তিনি। শুধু কানে পরেছেন ডায়মন্ড স্টাড আর হাতে আংটি।
৭/৮
পরিপাটি হেয়ারস্টাইল করেছেন শানায়া। মেকআপে প্রাধান্য পেয়েছে সফট গ্ল্যাম আমেজ।
পরিপাটি হেয়ারস্টাইল করেছেন শানায়া। মেকআপে প্রাধান্য পেয়েছে সফট গ্ল্যাম আমেজ।
৮/৮
সব মিলিয়ে এই অপরূপা সুন্দরীর লুকটিতে এসেছে রাজকীয় ছোঁয়া।
সব মিলিয়ে এই অপরূপা সুন্দরীর লুকটিতে এসেছে রাজকীয় ছোঁয়া।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০২: ০৭
বিজ্ঞাপন