বলিউডের জেন-জি অভিনেত্রীদের মধ্যে শানায়া কাপুর যেন বেশিই নজর কাড়ছেন সাম্প্রতিক সময়ে। এই অপরূপা সুন্দরী অভিনেত্রীকে দেখা যায় সব রকমের পোশাকেই। সব মিলিয়ে তিনি নিজের মতো করেই তৈরি করেছেন নিজের সাজপোশাকের স্টাইল। সম্প্রতি মনীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে চোখধাঁধানো লুকে হাজির হন তিনি।
ছবি: ইন্সটাগ্রাম