সালমানের চেয়ে ৩১ বছরের ছোট রাশমিকা, অন্য নায়িকাদের সঙ্গে বয়সের পার্থক্য কত
শেয়ার করুন
ফলো করুন

সালমান খান এখনো বলিউডের সবচেয়ে আরাধ্য ব্যাচেলর। অবিবাহিত এই সুপারস্টারের ভক্তকুলের কাছে তাঁর আবেদনই আলাদা। এমনিতে সালমান খানের স্টাইল আর ক্যারিশমায় সব সময় মজে থাকে বলিউড। কাউকে খুব একটা তোয়াক্কা না করে নিজের মতো করেই নিজেকে উপস্থাপন করেন সালমান। আর সেই চার্মেই মুগ্ধ হন সবাই। সম্প্রতি ‘সিকান্দার’ সিনেমায় তাঁর বিপরীতে নায়িকা হয়েছেন বলিউডের ক্রাশখ্যাত সাউথ সুইটহার্ট রাশমিকা মান্দানা। আর রাশমিকা ও সালমানের ৩১ বছর বয়সের পার্থক্য হজম করতে একটু কষ্ট হচ্ছে সবার। অন্তর্জাল আর মিডিয়ায় তুমুল আলোচনা চলছে এ নিয়ে। তবে মজার বিষয় হচ্ছে, এত না হলেও বেশ বয়সের পার্থক্য আছে, এমন অনেক বলিউড ডিভার হিরো হয়েছেন এর আগে সালমান খান। এই তালিকায় আছেন পূজা হেগড়ে, সাইয়ি মাঞ্জরেকার, দিশা পাটানি প্রমুখ। তাঁদের সঙ্গে এবার যোগ দিলেন ২৮ বছর বয়সের অভিনেত্রী রাশমিকা মান্দানা। তাঁকে দেখা যাবে ৫৯ বছরের সালমান খানের সঙ্গে অনস্ক্রিন রোমান্স করতে।

বিজ্ঞাপন
১/১১
সাবাং থ্রিতে সাইয়ি মাঞ্জরেকরের বয়স ছিল ২৫। আর তখন তাঁর হিরো সালমান খান ছিলেন ৫৭। শর্ষে হলুদ ডিপনেক কুর্তিতে মোহনীয় লাগছেন তিনি
সাবাং থ্রিতে সাইয়ি মাঞ্জরেকরের বয়স ছিল ২৫। আর তখন তাঁর হিরো সালমান খান ছিলেন ৫৭। শর্ষে হলুদ ডিপনেক কুর্তিতে মোহনীয় লাগছেন তিনি
বিজ্ঞাপন
২/১১
সুন্দর মুখশ্রীর জন্য নজর কেড়েছেন সাইয়ি সকলের। এখানে পরেছেন বেবি পিংক ড্রেস।
সুন্দর মুখশ্রীর জন্য নজর কেড়েছেন সাইয়ি সকলের। এখানে পরেছেন বেবি পিংক ড্রেস।
৩/১১
ধারালো ফিগারের সাইয়িকে সব পোশাকেই মানায়। এখানে তিনি পরেছেন বাদামি বডিকন গাউন
ধারালো ফিগারের সাইয়িকে সব পোশাকেই মানায়। এখানে তিনি পরেছেন বাদামি বডিকন গাউন
৪/১১
সুন্দরী পূজা হেগড়েকে দেখা যাচ্ছে  নাটকীয় স্লিভসের  ফিশনেট ফেব্রিকের লাল গাউনে। তিনি কিসিকা ভাই, কিসিকা জান সিনেমায় ৩২ বছর বয়সে ৫৭ বছরের সালমানের নায়িকা হয়েছেন
সুন্দরী পূজা হেগড়েকে দেখা যাচ্ছে নাটকীয় স্লিভসের ফিশনেট ফেব্রিকের লাল গাউনে। তিনি কিসিকা ভাই, কিসিকা জান সিনেমায় ৩২ বছর বয়সে ৫৭ বছরের সালমানের নায়িকা হয়েছেন
৫/১১
আকর্ষণীয় এই অভিনেত্রী এখানে পরেছেন বেবি পিংক থ্রি পিস স্যুট, মিনিস্কার্ট আর ব্রালেটের আবেদন চোখে পড়ার মতো।
আকর্ষণীয় এই অভিনেত্রী এখানে পরেছেন বেবি পিংক থ্রি পিস স্যুট, মিনিস্কার্ট আর ব্রালেটের আবেদন চোখে পড়ার মতো।
৬/১১
নীল থাই স্লিট ওয়ান শোল্ডার ড্রেসে আবেদনময়ী পূজা হেগড়ে
নীল থাই স্লিট ওয়ান শোল্ডার ড্রেসে আবেদনময়ী পূজা হেগড়ে
৭/১১
ভারত আর রাধে সিনেমায় সালমানের নায়িকা হয়েছে তাঁর চেয়ে২৭ বছরের ছোট দিশা পাটানি। এখানে তিনি পরেছেন এক্সট্রিম কাট আউটের সাদা গাউন
ভারত আর রাধে সিনেমায় সালমানের নায়িকা হয়েছে তাঁর চেয়ে২৭ বছরের ছোট দিশা পাটানি। এখানে তিনি পরেছেন এক্সট্রিম কাট আউটের সাদা গাউন
৮/১১
শাড়িতেও সমান আকর্ষণীয় দিশা
শাড়িতেও সমান আকর্ষণীয় দিশা
৯/১১
সাদা অফ দ্য শোল্ডার শিয়ার গাউনে আবেদন ছড়াচ্ছেন দিশা
সাদা অফ দ্য শোল্ডার শিয়ার গাউনে আবেদন ছড়াচ্ছেন দিশা
১০/১১
সব রেকর্ড ভেঙে এবারে ৩০ বছরের ছোট রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধেছেন সালমান খান সিকান্দার সিনেমায়। জমকালো শিয়ার শাড়ি আর স্লিভলেস ব্লাউজে দারুণ লাগছে এই অভিনেত্রীকে
সব রেকর্ড ভেঙে এবারে ৩০ বছরের ছোট রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধেছেন সালমান খান সিকান্দার সিনেমায়। জমকালো শিয়ার শাড়ি আর স্লিভলেস ব্লাউজে দারুণ লাগছে এই অভিনেত্রীকে
১১/১১
হলু্দ মনোক্রোম শাড়ির লুকেও অনন্যা তিনি
হলু্দ মনোক্রোম শাড়ির লুকেও অনন্যা তিনি
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৫: ২৮
বিজ্ঞাপন