সালমান খান এখনো বলিউডের সবচেয়ে আরাধ্য ব্যাচেলর। অবিবাহিত এই সুপারস্টারের ভক্তকুলের কাছে তাঁর আবেদনই আলাদা। এমনিতে সালমান খানের স্টাইল আর ক্যারিশমায় সব সময় মজে থাকে বলিউড। কাউকে খুব একটা তোয়াক্কা না করে নিজের মতো করেই নিজেকে উপস্থাপন করেন সালমান। আর সেই চার্মেই মুগ্ধ হন সবাই। সম্প্রতি ‘সিকান্দার’ সিনেমায় তাঁর বিপরীতে নায়িকা হয়েছেন বলিউডের ক্রাশখ্যাত সাউথ সুইটহার্ট রাশমিকা মান্দানা। আর রাশমিকা ও সালমানের ৩১ বছর বয়সের পার্থক্য হজম করতে একটু কষ্ট হচ্ছে সবার। অন্তর্জাল আর মিডিয়ায় তুমুল আলোচনা চলছে এ নিয়ে। তবে মজার বিষয় হচ্ছে, এত না হলেও বেশ বয়সের পার্থক্য আছে, এমন অনেক বলিউড ডিভার হিরো হয়েছেন এর আগে সালমান খান। এই তালিকায় আছেন পূজা হেগড়ে, সাইয়ি মাঞ্জরেকার, দিশা পাটানি প্রমুখ। তাঁদের সঙ্গে এবার যোগ দিলেন ২৮ বছর বয়সের অভিনেত্রী রাশমিকা মান্দানা। তাঁকে দেখা যাবে ৫৯ বছরের সালমান খানের সঙ্গে অনস্ক্রিন রোমান্স করতে।