লাস্যময়ী অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ বলিউডে বেশ পাকাপোক্ত আসন গেড়েছেন আগেই। নানা বিতর্কে বিব্রত হলেও বলিউডের এই লঙ্কান সুন্দরী তাঁর আবেদনময় ফিগার আর স্টাইলিশ সব লুকে আপন রূপেই উদ্ভাসিত সব সময়। অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে লালগালিচা সবখানেই তিনি বিশেষভাবে নজর কাড়েন ফ্যাশনপ্রেমীদের। আর এবারের কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েও মুগ্ধ করেছেন তিনি। এ বছর কানে গিয়েছেন তিনি দ্বিতীয়বারের মতো। রেড সি ফিল্মসের সঙ্গে উইমেন ইন সিনেমা উদযাপনে অংশ নিচ্ছেন তিনি সেখানে। ফ্যাশনেবল এই অভিনেত্রীর কান লুকসহ সাম্প্রতিক যত আকর্ষণীয় লুক দেখে নিই চলুন।বডি
ছবি: জ্যাকুলিনের ইন্সটাগ্রাম