ফ্রেঞ্চ রিভিয়েরায় বং সুন্দরী
শেয়ার করুন
ফলো করুন

কান চলচ্চিত্র উৎসবে রীতিমতো অ্যাস্থেটিক ভাইব দিচ্ছেন অভিনয় জগতের বং সুন্দরী মৌনী রায়। ক্ল্যাসিক থাই স্লিট গাউনে তাঁর অফিসিয়াল কান লুক নজর কাড়ছে খুব। সেই সঙ্গে কান এ মৌনীর নিজের মতো করে সময় কাটানোর ছবিও সমান মনোমুগ্ধকর। চলুন তবে ফ্রেঞ্চ রিভিয়েরায় বং সুন্দরীর কিছু ঝলক দেখে নিই।

১/৬
রোদ পোহাচ্ছেন সবুজ ঘাসে মৌনী
রোদ পোহাচ্ছেন সবুজ ঘাসে মৌনী
বিজ্ঞাপন
২/৬
কালো ব্রালেট আর স্কার্টে এভাবেই ফ্রেমবন্দী হয়েছেন তিনি
কালো ব্রালেট আর স্কার্টে এভাবেই ফ্রেমবন্দী হয়েছেন তিনি
বিজ্ঞাপন
৩/৬
ফিটেড কালো প্যান্ট, কালো ব্রালেট টপ আর লং কোটের সঙ্গে চূড়া খোঁপা করেছেন মৌনী
ফিটেড কালো প্যান্ট, কালো ব্রালেট টপ আর লং কোটের সঙ্গে চূড়া খোঁপা করেছেন মৌনী
৪/৬
তবে ফ্রেঞ্চ রিভিয়েরায় বং সুন্দরীর এই লুকটি যেন অন্যরকম আকর্ষণীয়। থাই স্লিট অফ দ্য শোল্ডার কালো গাউনে নীলের ছোঁয়া
তবে ফ্রেঞ্চ রিভিয়েরায় বং সুন্দরীর এই লুকটি যেন অন্যরকম আকর্ষণীয়। থাই স্লিট অফ দ্য শোল্ডার কালো গাউনে নীলের ছোঁয়া
৫/৬
চোপার্ডের গয়নাইয় লুকে এসেছে আলাদা আভিজাত্য
চোপার্ডের গয়নাইয় লুকে এসেছে আলাদা আভিজাত্য
৬/৬
তবে কান-এর আনাচে কানাচে এমন সাদা টপ কালো স্কার্টের ক্যাজুয়াল লুকে নিজের মতো ঘুরে বেড়াতে ভুলছেন না মৌনী
তবে কান-এর আনাচে কানাচে এমন সাদা টপ কালো স্কার্টের ক্যাজুয়াল লুকে নিজের মতো ঘুরে বেড়াতে ভুলছেন না মৌনী

ছবি: মৌনীর ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১১: ৩৫
বিজ্ঞাপন