কান চলচ্চিত্র উৎসবে রীতিমতো অ্যাস্থেটিক ভাইব দিচ্ছেন অভিনয় জগতের বং সুন্দরী মৌনী রায়। ক্ল্যাসিক থাই স্লিট গাউনে তাঁর অফিসিয়াল কান লুক নজর কাড়ছে খুব। সেই সঙ্গে কান এ মৌনীর নিজের মতো করে সময় কাটানোর ছবিও সমান মনোমুগ্ধকর। চলুন তবে ফ্রেঞ্চ রিভিয়েরায় বং সুন্দরীর কিছু ঝলক দেখে নিই।
ছবি: মৌনীর ইন্সটাগ্রাম