মামা-ভাগনি মানেই অন্যরকম এক আদর, ভালোবাসা আর আবদারের সম্পর্ক। মামার বাড়ির আবদার কথাটি তো মুখে মুখেই ফেরে সকলের। মামার আদর সবার চেয়ে আলাদা। কথা হচ্ছে বলিউড সুপারস্টার সালমান খান আর তাঁর আদরের ভাগনি আলিজেহ অগ্নিহোত্রীর কথা। তিনি সালমান খানের বোন আলভিরা খান আর অভিনেতা অতুল অগ্নিহোত্রীর মেয়ে। বাবার পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন আলিজেহ। তবে ২০২৩-এ মূল চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে পাকাপোক্তভাবে অভিষেক হয়েছে আলিজেহ অগ্নিহোত্রীর। ২৩ বছর বয়সী এই জেন–জি তারকার স্টাইল সেন্সও খুব তুখোড়। মামা সালমান খানের ক্লোদিং ব্র্যান্ড বিইং হিউম্যানের পোশাকে খোদ মামার সঙ্গেই মডেল হয়েছেন আলিজেহ কয়েকবার। আবার বলিউডের বিভিন্ন অনুষ্ঠান বা এমনিতেও মামা সালমানের সঙ্গে জোড় বেঁধে দেখা যায় তাঁকে।
ছবি: ইন্সটাগ্রাম