মামা-ভাগনি যেখানে: দেখে নিন তাঁদের স্টাইলিশ সব লুক
শেয়ার করুন
ফলো করুন

মামা-ভাগনি মানেই অন্যরকম এক আদর, ভালোবাসা আর আবদারের সম্পর্ক। মামার বাড়ির আবদার কথাটি তো মুখে মুখেই ফেরে সকলের। মামার আদর সবার চেয়ে আলাদা। কথা হচ্ছে বলিউড সুপারস্টার সালমান খান আর তাঁর আদরের ভাগনি আলিজেহ অগ্নিহোত্রীর কথা। তিনি সালমান খানের বোন আলভিরা খান আর অভিনেতা অতুল অগ্নিহোত্রীর মেয়ে। বাবার পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন আলিজেহ। তবে ২০২৩-এ মূল চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে পাকাপোক্তভাবে অভিষেক হয়েছে আলিজেহ অগ্নিহোত্রীর। ২৩ বছর বয়সী এই জেন–জি তারকার স্টাইল সেন্সও খুব তুখোড়। মামা সালমান খানের ক্লোদিং ব্র্যান্ড বিইং হিউম্যানের পোশাকে খোদ মামার সঙ্গেই মডেল হয়েছেন আলিজেহ কয়েকবার। আবার বলিউডের বিভিন্ন অনুষ্ঠান বা এমনিতেও মামা সালমানের সঙ্গে জোড় বেঁধে দেখা যায় তাঁকে।

১/১২
এভাবে সাস্পেন্স তৈরি করেই ভাগনি আলিজেহকে সামনে এনেছিলেন মামা সালমান খান
এভাবে সাস্পেন্স তৈরি করেই ভাগনি আলিজেহকে সামনে এনেছিলেন মামা সালমান খান
বিজ্ঞাপন
২/১২
এরকমই একটা মজার আর আদরের সম্পর্ক রয়েছে আলিজেহ আর সালমানের
এরকমই একটা মজার আর আদরের সম্পর্ক রয়েছে আলিজেহ আর সালমানের
বিজ্ঞাপন
৩/১২
হ্যালো সাময়িকীর কভারে সালমান খান ও আলিজেহ অগ্নিহোত্রী
হ্যালো সাময়িকীর কভারে সালমান খান ও আলিজেহ অগ্নিহোত্রী
৪/১২
বিইং হিউম্যানের ডেনিম অন ডেনিম কালেকশনের পোশাকে মামা-ভাগনি
বিইং হিউম্যানের ডেনিম অন ডেনিম কালেকশনের পোশাকে মামা-ভাগনি
৫/১২
হ্যালো ম্যাগাজিনের ফটোশ্যুটে সালমান খান ও আলিজেহ। মামা পরেছেন নীল স্যুটের সঙ্গে ম্যাচিং শার্ট। আর ভাগনি আলিজেহকে দেখা যাচ্ছে সিকুইনের অফ দ্য শোল্ডার কালো গাউন আর স্টাইলিশ আপডু হেয়ারস্টাইলে
হ্যালো ম্যাগাজিনের ফটোশ্যুটে সালমান খান ও আলিজেহ। মামা পরেছেন নীল স্যুটের সঙ্গে ম্যাচিং শার্ট। আর ভাগনি আলিজেহকে দেখা যাচ্ছে সিকুইনের অফ দ্য শোল্ডার কালো গাউন আর স্টাইলিশ আপডু হেয়ারস্টাইলে
৬/১২
এক ইভেন্টে গিয়েছেন এভাবে মামা-ভাগনি। আলিজেহ ডেনিম অন ডেনিম স্টাইলে বাস্টিয়ার আর ফ্লেয়ার প্যান্ট পরেছেন। সালমান পরেছেন কালো জ্যাকেট, কালো টিশার্ট আর নীল জিন্স। দুজনের পায়েই কালো জুতা
এক ইভেন্টে গিয়েছেন এভাবে মামা-ভাগনি। আলিজেহ ডেনিম অন ডেনিম স্টাইলে বাস্টিয়ার আর ফ্লেয়ার প্যান্ট পরেছেন। সালমান পরেছেন কালো জ্যাকেট, কালো টিশার্ট আর নীল জিন্স। দুজনের পায়েই কালো জুতা
৭/১২
আম্বানিদের বিয়েবাড়িতে সাদা লেহেঙ্গায় আলিজেহ গিয়েছেন নীল কর্তার স্মার্ট লুকে মামা সালমানের সঙ্গে
আম্বানিদের বিয়েবাড়িতে সাদা লেহেঙ্গায় আলিজেহ গিয়েছেন নীল কর্তার স্মার্ট লুকে মামা সালমানের সঙ্গে
৮/১২
ফো লেদারের ম্যাচিং জ্যাকেটে মামা-ভাগনি
ফো লেদারের ম্যাচিং জ্যাকেটে মামা-ভাগনি
৯/১২
আরেক ইভেন্টে সোনালি পাঞ্জাবি সালওয়ার স্যুটে গিয়েছেন আলিজেহ, সঙ্গে কালো কুর্তা ও সাদা ঢোলা পাজামায় সালমান
আরেক ইভেন্টে সোনালি পাঞ্জাবি সালওয়ার স্যুটে গিয়েছেন আলিজেহ, সঙ্গে কালো কুর্তা ও সাদা ঢোলা পাজামায় সালমান
১০/১২
সাদা সালওয়ার কামিজ পরেছেন আলিজেহ। পাশে মামা সালমানকে দেখা যাচ্ছে নীল-কালো অম্ব্রে কুর্তা-পাজামায়
সাদা সালওয়ার কামিজ পরেছেন আলিজেহ। পাশে মামা সালমানকে দেখা যাচ্ছে নীল-কালো অম্ব্রে কুর্তা-পাজামায়
১১/১২
ম্যাচিং আথলেজারে মামা-ভাগনি
ম্যাচিং আথলেজারে মামা-ভাগনি
১২/১২
অনেক জায়গাতেই আলিজেহ আর মামা সালমান খানকে এমন ক্যাজুয়াল লুকে একসঙ্গে দেখা যায়। আসলে মামা-ভাগনির বন্ধনটাই অন্যরকম
অনেক জায়গাতেই আলিজেহ আর মামা সালমান খানকে এমন ক্যাজুয়াল লুকে একসঙ্গে দেখা যায়। আসলে মামা-ভাগনির বন্ধনটাই অন্যরকম

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১৭: ০১
বিজ্ঞাপন