কফিরঙা আকর্ষণীয় লুকে মার্কিন মুলুকে কফি বিলাসে এই নতুন অভিনেত্রী
শেয়ার করুন
ফলো করুন

'কফি, নো সুগার'। এমন ক্যাপশনেই গাঢ় কফিরঙা আউটফিটে নিজের দারুণ আকর্ষণীয় কিছু ছবি শেয়ার করেছেন নাচের মেয়ে পারসা ইভানা।এখন অভিনয়েও পরিচিত মুখ তিনি। সম্প্রতি মার্কিন মুলুকে দেখা গেল তাঁকে কফি বিলাসে। তাঁর আউটফিট আর অনুষঙ্গ মুগ্ধ করেছে ফ্যাশনিস্তাদের।

১/৫
যারা ব্র্যান্ডের পুরো দৈর্ঘ্যের স্কার্ট আর টপে কফি বিলাসে পারসা
যারা ব্র্যান্ডের পুরো দৈর্ঘ্যের স্কার্ট আর টপে কফি বিলাসে পারসা
বিজ্ঞাপন
২/৫
কফিরঙা ভেস্ট টপে স্লিভ্লেস ডিজাইন।
কফিরঙা ভেস্ট টপে স্লিভ্লেস ডিজাইন।
বিজ্ঞাপন
৩/৫
কেট স্পেইডের ফ্যাশনেবল ব্যাগ আছে সঙ্গে.। সানগ্লাস আর ঘড়ি ভারসাচ্চের।
কেট স্পেইডের ফ্যাশনেবল ব্যাগ আছে সঙ্গে.। সানগ্লাস আর ঘড়ি ভারসাচ্চের।
৪/৫
চুল খোলা রেখেছেন এই ফ্যাশনিস্তা
চুল খোলা রেখেছেন এই ফ্যাশনিস্তা
৫/৫
ন্যুড লিপকালার আর হালকা মেক আপে সঙ্গে আংটি আর ছোট নেকপিস পরেছেন পারসা।
ন্যুড লিপকালার আর হালকা মেক আপে সঙ্গে আংটি আর ছোট নেকপিস পরেছেন পারসা।

ছবি: পারসার ইন্সটাগ্রাম

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৩: ২৩
বিজ্ঞাপন