'কফি, নো সুগার'। এমন ক্যাপশনেই গাঢ় কফিরঙা আউটফিটে নিজের দারুণ আকর্ষণীয় কিছু ছবি শেয়ার করেছেন নাচের মেয়ে পারসা ইভানা।এখন অভিনয়েও পরিচিত মুখ তিনি। সম্প্রতি মার্কিন মুলুকে দেখা গেল তাঁকে কফি বিলাসে। তাঁর আউটফিট আর অনুষঙ্গ মুগ্ধ করেছে ফ্যাশনিস্তাদের।
ছবি: পারসার ইন্সটাগ্রাম