সাদার লুকে আছে এক অন্যরকম আকর্ষণ। গ্ল্যাম লুক বললে প্রথমেই সাদার কথা না মনে আসলেও সাদাও যে কতটা গ্ল্যামারাস হতে পারে তা অভিনেত্রী সাফা কবিরের এই লুক দেখে বোঝা যাচ্ছে। এমনিতেই অভিনেত্রী সাফা কবিরের সৌন্দর্যে মজে থাকেন ভক্তরা। এবার লাক্সারি ফ্যাশন লেবেল বাটারফ্লাই বাই সাগুফতা-র পোশাকে গ্ল্যাম লুকে শুভ্রতার ঝলক দেখালেন সাফা।
ছবি: সাফা কবিরের ইন্সটাগ্রাম
পোশাক: বাটারফ্লাই বাই সাগুফতা
আলোকচিত্রী: নাইমুল ইসলাম