এক সময়ের সাড়া জাগানো এই গায়িকার কথা মনে আছে? দেখুন তাঁর ১০টি আকর্ষণীয় রক প্রিন্সেস লুক
শেয়ার করুন
ফলো করুন

তিশমার কথা মনে আছে? ২০০৩ সালে স্কুলে থাকতেই নিজস্ব ঘরানার গান আর রক প্রিন্সেস লুকে সাড়া জাগিয়েছিলেন তিনি। ২০১০-এর পর নিরীক্ষাধর্মী বেশ কিছু গান নিজেই কম্পোজ করেছেন। তিনিই প্রথম অন্তর্জালে গান রিলিজ করার ট্রেন্ড শুরু করেন। তবে সব ছাপিয়ে তাঁর গথিক, পাংক রক আর পপ ডিভার কম্বিনেশন লুক তাঁকে করেছে আলাদা। বহুদিন হয় সেভাবে উপস্থিতি নেই তিশমার দেশের সঙ্গীতাঙ্গনে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই মেধাবী গায়িকা পড়াশোনায়ও কম যান না। জানা যাচ্ছে, আজকাল প্রবাসেই দিন কাটে তাঁর। চলুন তবে তিশমার কিছু আইকনিক আর আকর্ষণীয় রক প্রিন্সেস লুকে দেখে নিই।

১/১০
লেপার্ড প্রিন্টের টপ, কালো স্কার্ট, ক্যাপ আর সিগনেচার গয়নায় তিশমার রক প্রিন্সেস লুক
লেপার্ড প্রিন্টের টপ, কালো স্কার্ট, ক্যাপ আর সিগনেচার গয়নায় তিশমার রক প্রিন্সেস লুক
বিজ্ঞাপন
২/১০
করসেট স্টাইল তখনই দেখা যেত তাঁর লুকে।
করসেট স্টাইল তখনই দেখা যেত তাঁর লুকে।
বিজ্ঞাপন
৩/১০
ক্যামোফ্লেজ প্রিন্টের টপ আর ক্যাপের লুকে হিপহপ ভাইব
ক্যামোফ্লেজ প্রিন্টের টপ আর ক্যাপের লুকে হিপহপ ভাইব
৪/১০
পাংক রক মেকওভারের সঙ্গে ব্যান্ডানা ও হট পিংক ফো ফারের স্কার্ফ দেখা যাচ্ছে তিশমার লুকে
পাংক রক মেকওভারের সঙ্গে ব্যান্ডানা ও হট পিংক ফো ফারের স্কার্ফ দেখা যাচ্ছে তিশমার লুকে
৫/১০
সেসময়ই ওভারসাইজড পুলওভার পরতেন তিশমা। সঙ্গে আছে শর্ট স্কার্ট।
সেসময়ই ওভারসাইজড পুলওভার পরতেন তিশমা। সঙ্গে আছে শর্ট স্কার্ট।
৬/১০
চুলের স্টাইলেও তিশমা আলাদা। ব্যাংস রাখেন তিনি নিজের স্টাইলে
চুলের স্টাইলেও তিশমা আলাদা। ব্যাংস রাখেন তিনি নিজের স্টাইলে
৭/১০
কে-পপ লুক এখন ট্রেন্ডের তুঙ্গে। অথচ তিশমা যেন সময়ের চেয়ে এগিয়ে ছিলেন এমন লুক দিয়ে।
কে-পপ লুক এখন ট্রেন্ডের তুঙ্গে। অথচ তিশমা যেন সময়ের চেয়ে এগিয়ে ছিলেন এমন লুক দিয়ে।
৮/১০
কালো ফিশনেট টপে গথিক মেকওভারে অন্যরকম লাগছে এই রক প্রিন্সেসকে
কালো ফিশনেট টপে গথিক মেকওভারে অন্যরকম লাগছে এই রক প্রিন্সেসকে
৯/১০
ওয়ান শোল্ডার অল ব্ল্যাক লুকে আবেদন ছড়াচ্ছেন তিনি
ওয়ান শোল্ডার অল ব্ল্যাক লুকে আবেদন ছড়াচ্ছেন তিনি
১০/১০
গ্লাভস, ক্যাপ আর অ্যাক্সেসরিজের ব্যবহারেও তিনি অতুলনীয়।
গ্লাভস, ক্যাপ আর অ্যাক্সেসরিজের ব্যবহারেও তিনি অতুলনীয়।

ছবি: তিশমার ফেসবুক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৪: ২৯
বিজ্ঞাপন