তিশমার কথা মনে আছে? ২০০৩ সালে স্কুলে থাকতেই নিজস্ব ঘরানার গান আর রক প্রিন্সেস লুকে সাড়া জাগিয়েছিলেন তিনি। ২০১০-এর পর নিরীক্ষাধর্মী বেশ কিছু গান নিজেই কম্পোজ করেছেন। তিনিই প্রথম অন্তর্জালে গান রিলিজ করার ট্রেন্ড শুরু করেন। তবে সব ছাপিয়ে তাঁর গথিক, পাংক রক আর পপ ডিভার কম্বিনেশন লুক তাঁকে করেছে আলাদা। বহুদিন হয় সেভাবে উপস্থিতি নেই তিশমার দেশের সঙ্গীতাঙ্গনে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই মেধাবী গায়িকা পড়াশোনায়ও কম যান না। জানা যাচ্ছে, আজকাল প্রবাসেই দিন কাটে তাঁর। চলুন তবে তিশমার কিছু আইকনিক আর আকর্ষণীয় রক প্রিন্সেস লুকে দেখে নিই।
ছবি: তিশমার ফেসবুক