সাদা-কালোর আভিজাত্যপূর্ণ আবেদনে অপু, দেখুন তাঁর ৮টি লুক
শেয়ার করুন
ফলো করুন

অভিনয়শৈলীর মতোই অপু বিশ্বাসের সৌন্দর্য সব সময়ই থেকেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। একসময় ঢালিউডের পর্দায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন এই গ্ল্যামারাস অভিনেত্রী। সময়ের সঙ্গে চলচ্চিত্রে তাঁর উপস্থিতি কমেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপুর নানা লুকের ছবি ভক্তদের মনে দোলা দিয়ে যায় প্রায় সময়ই। সম্প্রতি ফিটনেসে ফিরে আসা অপু বিশ্বাস ধরা দিলেন ভিন্ন সব লুকে। সাদা-কালোর ক্ল্যাসিক সমন্বয়ে সাজানো আউটফিটে তিনি যেন নিজেকে নতুন করে আবিষ্কার করলেন।

১/৮
জাঁকজমক সাদা শাড়ির লুকে অপ্সরার মতোই লাগছে অপুকে। করেছেন সফট গ্ল্যাম মেকআপ
জাঁকজমক সাদা শাড়ির লুকে অপ্সরার মতোই লাগছে অপুকে। করেছেন সফট গ্ল্যাম মেকআপ
বিজ্ঞাপন
২/৮
সালোয়ার কামিজের এথনিক লুকে নজর কাড়ছেন তিনি। একরঙা কালো কামিজের সঙ্গে জুটি হয়েছে সোনালি পাড়ের ওড়না। তাঁর কানেও ঝুলছে সোনালি স্টেটমেন্ট দুল
সালোয়ার কামিজের এথনিক লুকে নজর কাড়ছেন তিনি। একরঙা কালো কামিজের সঙ্গে জুটি হয়েছে সোনালি পাড়ের ওড়না। তাঁর কানেও ঝুলছে সোনালি স্টেটমেন্ট দুল
বিজ্ঞাপন
৩/৮
এই লুকেও তাঁকে দেখা যাচ্ছে সাদা আনারকলির স্নিগ্ধ সাজে। পোশাকের রুপালি কারুকাজ, পাড়—সবই নজরকাড়া। এর সঙ্গে খোঁপায় ফুল বেশ শোভা বাড়িয়েছে লুকে
এই লুকেও তাঁকে দেখা যাচ্ছে সাদা আনারকলির স্নিগ্ধ সাজে। পোশাকের রুপালি কারুকাজ, পাড়—সবই নজরকাড়া। এর সঙ্গে খোঁপায় ফুল বেশ শোভা বাড়িয়েছে লুকে
৪/৮
সাফিয়া সাথীর কালো এথনিক ওয়্যারে মোহনীয় অপু। অক্সিডাইজড মেটালের জমকালো গয়না পরেছেন তিনি। চুলের বেণির স্টাইলে জরির ফিতার ব্যবহার জিপসি আমেজ দিচ্ছে। ঘন কাজল, টানা আইলাইনারের সঙ্গে হালকা কমলা লিপকালার আর ছোট কালো টিপে, সফট গ্ল্যাম সাজে অপুকে অপরূপা লাগছে।
সাফিয়া সাথীর কালো এথনিক ওয়্যারে মোহনীয় অপু। অক্সিডাইজড মেটালের জমকালো গয়না পরেছেন তিনি। চুলের বেণির স্টাইলে জরির ফিতার ব্যবহার জিপসি আমেজ দিচ্ছে। ঘন কাজল, টানা আইলাইনারের সঙ্গে হালকা কমলা লিপকালার আর ছোট কালো টিপে, সফট গ্ল্যাম সাজে অপুকে অপরূপা লাগছে।
৫/৮
সাদা পাফড শোল্ডার ফুলস্লিভ ড্রেসে স্টাইলিশ লাগছে তাঁকে; সঙ্গে পরেছেন সাদা পাম্পস
সাদা পাফড শোল্ডার ফুলস্লিভ ড্রেসে স্টাইলিশ লাগছে তাঁকে; সঙ্গে পরেছেন সাদা পাম্পস
৬/৮
জমকালো আমেজের আনারকলি ড্রেসের সঙ্গে গোল্ডেন চোকার ও দুল বেছে নিয়েছেন নায়িকা
জমকালো আমেজের আনারকলি ড্রেসের সঙ্গে গোল্ডেন চোকার ও দুল বেছে নিয়েছেন নায়িকা
৭/৮
সিকুইন সজ্জিত সাদা শাড়ির সঙ্গে স্ট্রেইট হেয়ারস্টাইলে অন্য রকম লাগছে অপুকে।
সিকুইন সজ্জিত সাদা শাড়ির সঙ্গে স্ট্রেইট হেয়ারস্টাইলে অন্য রকম লাগছে অপুকে।
৮/৮
অল ব্ল্যাক লুকে অপু পরেছেন কালো শাড়ি–ব্লাউজ
অল ব্ল্যাক লুকে অপু পরেছেন কালো শাড়ি–ব্লাউজ
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০২: ০০
বিজ্ঞাপন