নতুনদের জয়জয়কার চলছে এখন বাংলা নাটকে। আর নাটকপাড়ায় নতুন মুখের আবির্ভাব হলে অভিনয়ের সঙ্গে সঙ্গে তাঁর স্টাইলের দিকেও নজর থাকে দর্শকদের। তবে এদিক থেকে একেবারেই নিরাশ করছেন না এই নতুন নায়িকা। নাম তাঁর ফারিন খান। সম্প্রতি বেশ কিছু নাটকে সুপরিচিত অভিনেতাদের বিপরীতে অভিনয় করে নজর কাড়ছেন তিনি। আর সেই সঙ্গে মন কাড়ছে তাঁর মিষ্টি মুখশ্রী আর স্টাইল। জেন-জি ভাইবের দুই লুকে তাক লাগিয়েছেন তিনি সম্প্রতি।
ছবি: ফারিনের ইন্সটাগ্রাম