জেন-জি ভাইবের দুই লুকে তাক লাগালেন নতুন অভিনেত্রী ফারিন
শেয়ার করুন
ফলো করুন

নতুনদের জয়জয়কার চলছে এখন বাংলা নাটকে। আর নাটকপাড়ায় নতুন মুখের আবির্ভাব হলে অভিনয়ের সঙ্গে সঙ্গে তাঁর স্টাইলের দিকেও নজর থাকে দর্শকদের। তবে এদিক থেকে একেবারেই নিরাশ করছেন না এই নতুন নায়িকা। নাম তাঁর ফারিন খান। সম্প্রতি বেশ কিছু নাটকে সুপরিচিত অভিনেতাদের বিপরীতে অভিনয় করে নজর কাড়ছেন তিনি। আর সেই সঙ্গে মন কাড়ছে তাঁর মিষ্টি মুখশ্রী আর স্টাইল। জেন-জি ভাইবের দুই লুকে তাক লাগিয়েছেন তিনি সম্প্রতি।

১/৮
ক্রপটপের সঙ্গে লো রাইজ কার্গো প্যান্ট পরেছেন ফারিন এখানে। নজর কাড়ছে ন্যাভেল-স্টাড
ক্রপটপের সঙ্গে লো রাইজ কার্গো প্যান্ট পরেছেন ফারিন এখানে। নজর কাড়ছে ন্যাভেল-স্টাড
ছবি: র‍্যাফ ক্লিক
বিজ্ঞাপন
২/৮
এই লুকের থিম ডেনিম অন ডেনিম। দুটি ভিন্ন শেডের জ্যাকেট ও ট্রাউজার্সে দেখা যাচ্ছে ফারিনকে সাদা ট্যাংক টপের সঙ্গে
এই লুকের থিম ডেনিম অন ডেনিম। দুটি ভিন্ন শেডের জ্যাকেট ও ট্রাউজার্সে দেখা যাচ্ছে ফারিনকে সাদা ট্যাংক টপের সঙ্গে
বিজ্ঞাপন
৩/৮
ভিন্টেজ গাড়ির প্রিন্টের  ক্রপটপটির ওয়ান শোল্ডার স্টাইলিং রিভিল করেছে কমলা ব্রালেটের স্ট্র্যাপ। কার্গো প্যান্টে ট্রেন্ডি ক্যামোফ্ল্যাজ প্রিন্ট
ভিন্টেজ গাড়ির প্রিন্টের ক্রপটপটির ওয়ান শোল্ডার স্টাইলিং রিভিল করেছে কমলা ব্রালেটের স্ট্র্যাপ। কার্গো প্যান্টে ট্রেন্ডি ক্যামোফ্ল্যাজ প্রিন্ট
ছবি: র‍্যাফ ক্লিক
৪/৮
ক্ল্যাসিক ওয়াশের ডেনিম জ্যাকেট আর কালো বুটসে স্কোয়াট পোজে ফারিন
ক্ল্যাসিক ওয়াশের ডেনিম জ্যাকেট আর কালো বুটসে স্কোয়াট পোজে ফারিন
৫/৮
কালো বেসবল ক্যাপ কখনো উলটো কখনো সোজা করে পরছেন ফারিন। কানের চৌকো হুপ আর ন্যুদ কমলা লিপকালার মানিয়েছে খুব
কালো বেসবল ক্যাপ কখনো উলটো কখনো সোজা করে পরছেন ফারিন। কানের চৌকো হুপ আর ন্যুদ কমলা লিপকালার মানিয়েছে খুব
ছবি: র‍্যাফ ক্লিক
৬/৮
হাই রাইজ জিন্সের সঙ্গে ম্যাচ করা শেডের জ্যাকেট এক কাঁধে। খোলা চুল আর কালো  টিউব টপে বেড়েছে আকর্ষণ
হাই রাইজ জিন্সের সঙ্গে ম্যাচ করা শেডের জ্যাকেট এক কাঁধে। খোলা চুল আর কালো টিউব টপে বেড়েছে আকর্ষণ
৭/৮
ছবির কারিগরের পোজে দেখা যাচ্ছে ফারিনকে। কাঁধের ক্যামেরা তার প্রমাণ। ক্রপ লেংথের টিশার্টে আকর্ষণীয় লাগছে তাঁকে
ছবির কারিগরের পোজে দেখা যাচ্ছে ফারিনকে। কাঁধের ক্যামেরা তার প্রমাণ। ক্রপ লেংথের টিশার্টে আকর্ষণীয় লাগছে তাঁকে
ছবি: র‍্যাফ ক্লিক
৮/৮
রিজড নিটেড টপের  ফিটিং চমৎকার। খোলা চুল আর হালকা মেকআপেই সুন্দর লাগছে ফারিনকে।
রিজড নিটেড টপের ফিটিং চমৎকার। খোলা চুল আর হালকা মেকআপেই সুন্দর লাগছে ফারিনকে।

ছবি: ফারিনের ইন্সটাগ্রাম

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০২: ৫১
বিজ্ঞাপন